বিয়ে করছেন শহর ইয়ার

লিখেছেন লিখেছেন গাছপাথর ১৭ আগস্ট, ২০১৩, ০৬:৩২:৫৩ সকাল

ব্লগার শহর ইয়ার বিয়ে করছেন। শহর থেকে শহরে দীর্ঘ্য পথ অতিক্রান্তের পর এবার খুঁজে পেয়েছেন গন্তব্য। শীঘ্রই গড়তে যাচ্ছেন আপন নীড়। টুডে ব্লগের জন্য সুসংবাদ!



শহর ইয়ার বসবাস করেন যুক্তরাজ্যের লন্ডনে।অমায়িক,সদালাপী ও বন্ধুবৎসল এই ব্লগার একজন প্রচারবিমুখ মানুষ। প্রাণিবিদ্যায় সম্মানসহ স্নাতকত্তোর ডিগ্রী নিয়ে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্যে আসেন। এখানে বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে এমবিএ ডি্গ্রী লাভ করেন।

হবু বধু থাকেন স্কটল্যান্ডের এডিনবরায়। তিনি পড়ালেখা করেছেন এডিনবরা নেপিয়ার ইউনিভার্সিটিতে। বিজনেস সাইকোলজিতে গ্র‍্যাজুয়েশন সম্পন্ন করে স্বাস্থ্যবিভাগে (এনএইচএস) কাজ করছেন। আগামীকাল (রোববার) হবে দুজনের বিবাহের আকদ অনুষ্ঠান। তবে বিবাহের আনুষ্ঠানিকতা আরো কিছুদিন পরে হবে বলে জানিয়েছেন শহর ইয়ার।

নব জীবনের ঊষালগ্নে দেশে কিংবা বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানরত ব্লগার ভাই-বোনদের কাছে দোয়া চেয়েছেন হবু দম্পতি।

বিষয়: বিবিধ

১৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File