সরকারকে আন্তরিক ধন্যবাদ এসবি ব্লগ বন্ধ করায়।

লিখেছেন লিখেছেন শেকড় ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:১২:২৮ রাত



দীর্ঘ বছরখানেক ধরে আলসেমি আর সময়ের অভাবে ব্লগ লিখা হয় না। যদিও ভিজিটর হিসাবে সব সময় ছিলাম। যে লেখাগুলো ব্লগে দেয়ার মত ছিলো সেগুলো ফেইসবুকেই পোষ্ট করে দিতাম। কিন্তু ফ্যাসিবাদী এই আওয়ামী সরকার গনমাধ্যমের উপর নির্লজ্জের মত ফাঁস লাগানোর অংশ হিসেবে সোনারবাংলাদেশ ব্লগকে বন্ধ করে দিয়ে আমার হাতে আরেকবার অভ্র কি-বোর্ড তুলে নিতে বাধ্য করলো। তাই এই কারনে অন্তত ফ্যাসিবাদী নালায়েক সরকারকে একটা ধন্যবাদ দিতে পারি। আশা করি এখন থেকে ব্যাস্ততা থাকলেও ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিরুদ্ধে আমার এই অভ্র কি-বোর্ড ভুমিকা পালন করবে

সকলের দোয়াপ্রার্থী।

বিষয়: বিবিধ

৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File