আমার দেশ ও মাহমুদুর রহমান

লিখেছেন লিখেছেন স্বপ্ন ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০২:১০ রাত

শাহবাগের আন্দোলন শুরুর পর থেকে বুঝা যায়নি রাত কাঠানোর মাজেযা । লাকী - পাখি দের অঙ্গ ভঙ্গী দেখতে অনেকেই জড়ো হলেন । কেহ আবার মেয়েকে নিয়ে গভীর রাতে এলেন পবিত্র মাঠিতে মেয়েকে পরিস্কার করতে । যখন ধীরে ধীরে মাহমুদুর রহমান ও তার সম্পাদিত আমার দেশ পত্রিকা আন্দোলন- কারীদের মূল টার্গেট জেনে রিপোর্ট লেখা চালু হল জনগণ সজাগ হতে শুরু করল তখন-ই রোষানলের শিকার জনপ্রিয় দৈনিক আমার দেশ ও সম্পাদক মাহমুদুর রহমান। তাবত মিডিয়া সাথে থাকার পর ও শাহবাগীদের কষ্ট এক ব্যাক্তি ও দু একটি মিডিয়া নিয়ে । তাহলে কি ধরে নিব মাহমুদুর রহমান অনেক শক্তিশালী ? নাকি বিত্তশালী? নাকি সত্যবাদী? সাংবাদিক সমাজ সকল খারাপ নয়, কিন্তু হলুদ সাংবাদিকতা এ কয়েকদিনে চিনলাম জানলাম। রাত শেষ হতে আর বেশী দেরী নেই ।

বিষয়: বিবিধ

১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File