তুমি ছিলে গো মোর প্রার্থনায়

লিখেছেন লিখেছেন রেহনুমা বিনত আনিস ২০ মে, ২০১৪, ১২:০৯:১১ দুপুর



ক্যাল্গেরী ডাউনটাউন মূলত ক্ষুদ্র একটি বাণিজ্যিক এবং প্রশাসনিক এলাকা। এই অল্প জায়গাতেই বেশ কয়েকটি মসজিদ রয়েছে যার প্রত্যেকটিতে প্রাত্যহিক এবং জুমার নামাজ হয়। মসজিদগুলো বেশ প্রশস্ত হলেও ডাউনটাউনে কর্মরত মুসলিমদের সংখ্যাধিক্যের কারণে প্রতি শুক্রবার মসজিদগুলোতে শুক্রবারে অন্তত দু’টো করে জামাত হয়। এক জামাত শেষ হবার আগেই পরবর্তী জামাতের জন্য রাস্তায় মুসল্লীদের লাইন লেগে যায়। আমার অফিসের পাশের বিল্ডিংয়েই মসজিদ। এই মসজিদের খুতবা বেশ ভাল হয়, যদিও আমার বাসার কাছে আকরাম জুমা, যেটি ক্যাল্গেরীর সবচেয়ে বড় মসজিদ, তেমন নয়। এই মসজিদের ইমাম সাহেব এক শুক্রবার খুতবায় এই গল্পটি বলেছিলেন, দু'আর তাৎপর্য বুঝানোর জন্য। জীবন থেকে নেয়া গল্পটি অসম্ভব ভাল লেগেছিল। বিশেষ করে যেহেতু পরে এই গল্পের পাত্র পাত্রীর সাথে দেখা হয়েছিল।

ইমাম সাহেব বললেন, একবার একজন শ্বেতাঙ্গ ক্যানাডিয়ান নও মুসলিম ইসলাম গ্রহনের পর ইসলামের মূলনীতি এবং চর্চার ওপর সপ্তাহব্যাপী ট্রেনিং সম্পন্ন করলেন। তিনি বিদায় নেয়ার সময় ইমাম সাহেব তাঁকে আশ্বাস দিলেন এর পরেও আর কোন সাহায্য লাগলে তিনি সহযোগিতা করতে চেষ্টা করবেন। তখন নতুন ভাইটি বললেন, ‘আপনি আমাকে একটি বিষয়ে সাহায্য করতে পারেন’।

ইমাম সাহেব উৎসুক হয়ে বললেন, ‘বলুন, আমি আপনার জন্য কি করতে পারি’।

নতুন ভাইটি বললেন, ‘আমার একজন স্ত্রী প্রয়োজন’।

ইমাম সাহেব বললেন, ‘আমাদের প্রচুর অবিবাহিতা মুসলিমা বোন রয়েছেন, সুতরাং সমস্যা হবেনা ইনশা আল্লাহ। আপনি স্ত্রী হিসেবে কি ধরনের মেয়ে পছন্দ করেন?’

ভাইটি বললেন, ‘আমি একজন কুর’আনে হাফেজাকে বিয়ে করতে ইচ্ছুক যেন তিনি আমাকে বিশুদ্ধভাবে কুর'আন পড়তে সহযোগিতা করতে পারেন’।

ইমাম সাহেব মনে মনে ভাবলেন, ‘একজন শ্বেতাঙ্গ নও মুসলিমকে এমন মেয়ে কেন বিয়ে করবে যে কুর’আনে হাফেজা?’ কিন্তু তিনি সেটা প্রকাশ না করে বললেন, ‘আপনার আর কোন পছন্দ অপছন্দ আছে কি?’

তখন ভাইটি জানালেন তিনি একজন আরবী মেয়ে বিয়ে করতে ইচ্ছুক যেন স্ত্রীর কাছে আরবী শিখে তিনি কুর'আনকে এর অরিজিনাল ভাষায় বুঝতে শিখতে পারেন।

ইমাম সাহেব মুখে কিছু না বললেও মনে মনে প্রমাদ গুনলেন, একজন শ্বেতাঙ্গ নও মুসলিমের জন্য এমন মেয়ে জোগাড় করা অসম্ভব ব্যাপার। কিন্তু তিনি ভাইটিকে নিরাশ করতে চাইলেন না, তাই তিনি খুঁজবেন বলে আশ্বাস দিয়ে ভাইটিকে বিদায় জানালেন।

এর এক সপ্তাহ পর ভাইটির সাথে ইমাম সাহেবের দেখা হোল। তিনি মনে মনে ভাবছিলেন তাঁকে কি বলা যায়। কিন্তু ভাইটি তাঁকে সুখবর দিলেন, তিনি বিয়ে করেছেন। ইমাম সাহেব হাঁফ ছেড়ে বাঁচলেন। তিনি কথায় কথায় জিজ্ঞেস করলেন কার সাথে বিয়ে হোল, মেয়ে কেমন ইত্যাদি। নতুন ভাইটির জবাব শুনে ইমাম সাহেব হতভম্ব হয়ে গেলেন। তিনি বিয়ে করেছেন যাকে তিনি কুর’আনে হাফেজা, আরবীভাষী। ইমাম সাহেব তাঁকে ধরলেন, এই অসাধ্য কিভাবে সাধন হোল তা তাঁকে বলতেই হবে। তখন তিনি জানালেন, ইসলাম গ্রহণ করার আগে থেকেই তিনি শয়নে স্বপনে জাগরনে আল্লাহর কাছে এমন একজন সঙ্গিনীর জন্য দু’আ করতেন যে আল্লাহর পথে তাঁর সাথী হবে। তখনই তিনি সাব্যাস্ত করেন এমন মেয়েই তাঁর প্রয়োজন যে তাঁকে কুর’আনের অর্থ বুঝতে সহায়তা করবে, যেন তিনি আল্লাহর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারেন। দিনের ব্যাস্ততায়, অবসরে, রাতে ঘুম ভেঙ্গে গেলে, প্রতিটি মূহূর্তে তিনি আল্লাহর কাছে এমন একজন সঙ্গিনীর জন্য প্রার্থনা করতেন। ইসলাম কবুল করার দিন কয়েকের ভেতর আল্লাহ তাঁর এই দু’আ কবুল করেন। এমন মেয়েও পাওয়া গেল যে একজন নও মুসলিমকে পথ দেখাতে আগ্রহী, এমন পরিবারও পাওয়া গেল যারা একজন সাধারন নও মুসলিমকে নিজেদের পরিবারের অংশ হিসেবে কবুল করে নিতে ইচ্ছুক।

এর কিছুদিন পর ‘ওয়ান উম্মাহ কনফারেন্সে’ এই দম্পতির সাথে আমাদের পরিচয় হয়। ভাইটি নিজের অভিজ্ঞতার ফলে বুঝতে পারেন নও মুসলিমদের ইসলাম শিক্ষার জন্য কতখানি সাহায্য প্রয়োজন। সুতরাং, তিনি এবং তাঁর স্ত্রী মিলে একটি সংস্থা গড়ে তোলেন যারা নও মুসলিমদের শিক্ষাগত, মানসিক, আর্থিক ইত্যাদি সকলপ্রকার সহযোগিতা প্রদান করে। কারণ যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করে এরা অধিকাংশই সামাজিক, পারিবারিক এবং অন্যান্য অনেক দিক থেকে নিগ্রহের শিকার হয়ে থাকে। আমরা জানালাম আমরা তাঁদের যেকোনপ্রকার সাহায্য করতে প্রস্তুত। পাশাপাশি তখন আমরা বাচ্চাদের একটি অনুষ্ঠান আয়োজন করছিলাম। তাঁদের অনুরোধ করলাম সেখানে ভাইটির ইসলাম গ্রহনের কাহিনী বর্ণনা করতে।

এর একমাস পর তাঁরা আমাদের বাসায় আসেন; ষাটজন বাচ্চার সামনে ভাইটি তাঁর ইসলাম গ্রহনের কাহিনী, কার্যকারণ, ফলাফল এবং অনুভূতি তুলে ধরেন। এক পর্যায়ে তিনি টিনেজ ছেলেমেয়েদের বলেন, তিনি যখন অমুসলিম ছিলেন তখনও তিনি সামাজিক গড্ডালিকা প্রবাহে ভেসে না গিয়ে নিজের সততা বজায় রাখেন, তাঁর কখনোই কোন গার্লফ্রেন্ড ছিলোনা, বরং তিনি নানাবিধ সমাজসেবা এবং সচেতনতামূলক কাজের সাথে নিজেকে জড়িত রাখেন, ইউনিভার্সিটির পড়াশোনা এবং কল্যাণকর উদ্যোগসমূহে নিজেকে নিয়োজিত করেন এবং সত্য পথ অনুসন্ধানে নিজেকে ব্যাপৃত করেন। ফলে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তিনি এর সুফল লাভ করতে শুরু করেন। তাঁর স্ত্রীও বাচ্চাদের জানান, তিনি নিজেকে সৌভাগ্যবতী মনে করেন যে তাঁর স্বামী তাঁর আগে অন্য কোন মেয়ের সাথে সম্পর্কিত ছিলোনা, তিনি এমন একজনের স্ত্রী যিনি বিয়ের আগে এবং পরে উভয় অবস্থাতেই তাঁর প্রতি বিশ্বস্ত ছিলেন। আমাদের ছেলেমেয়েরা যারা এই সমাজে নিজেদের সততা বজায় রাখতে হিমশিম খায় তারা এই বক্তব্যে উজ্জীবিত বোধ করে, বুঝতে পারে- সবুরে মেওয়া ফলে, অতীব মিষ্ট এবং প্রাচুর্যময় মেওয়া।

সুতরাং, যারা উত্তম সঙ্গী চান তাঁদের জন্য দু’আর কোন বিকল্প নেই, কারণ শ্রেষ্ঠ নির্বাচক তো তিনিই যিনি আমাদের পরস্পরকে সৃষ্টি করেছেন জুটি হিসেবে। পাশাপাশি বিশ্বস্ততা কেবল বিয়ের পরেই নয়, বিয়ের আগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার- মানসিক, শারীরিক, চারিত্রিক সকল দিক থেকে, কারণ নইলে আমরা এমন একজনের সাথে জড়িয়ে পড়তে পারি যে আদতেই আমাদের উপযুক্ত সঙ্গী নয়, ফলশ্রুতিতে বিয়ের পর বাকী জীবন কেটে যেতে পারে হা হুতাশ এবং না পাওয়ার বেদনায়। বিয়ের ব্যাপারে এমন দৃষ্টিভঙ্গী নিয়ে অগ্রসর হলে আমরাও পেতে পারি আমাদের কাঙ্খিত সেই উত্তম সঙ্গী। তবে আমাদের প্রাপ্তি নির্ভর করে আমাদের প্রচেষ্টা, সততা এবং নিয়াতের শুদ্ধতার ওপর।

(আমার পূর্ববর্তী পোস্টের ৫৭ নং মন্তব্যের জবাবটি এভাবে দেয়াই সঙ্গত মনে হোল, হয়ত কেউ এতে ভাল কিছু খুঁজে পেতে পারেন)

বিষয়: বিবিধ

১৯৩৬ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223708
২০ মে ২০১৪ দুপুর ০১:১৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ মে ২০১৪ সকাল ১০:৫০
171361
রেহনুমা বিনত আনিস লিখেছেন : প্রথম মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ Good Luck Good Luck
223716
২০ মে ২০১৪ দুপুর ০১:২৭
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : আপনার সারাংশটা আসলেই মনে রাখা দরকারঃ
"তবে আমাদের প্রাপ্তি নির্ভর করে আমাদের প্রচেষ্টা, সততা এবং নিয়াতের শুদ্ধতার ওপর।"
২১ মে ২০১৪ সকাল ১০:৫১
171363
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনাকে আমার ব্লগে দেখে আপ্লুত বোধ করছি। অনেক অনেক কৃতজ্ঞতা রইল ভাইজান Happy
223738
২০ মে ২০১৪ দুপুর ০২:০২
দ্য স্লেভ লিখেছেন : অসম্ভব ভাল লাগল। আল্লাহ যেন আমাকে এমন সঙ্গী দেন যিনি সত্যিই হবেন এক সুপার রহমত
২১ মে ২০১৪ সকাল ১০:৫২
171365
রেহনুমা বিনত আনিস লিখেছেন : দু'আ করে দিলাম, আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করেন Praying Praying
223787
২০ মে ২০১৪ বিকাল ০৪:১৫
পুস্পিতা লিখেছেন : পাশাপাশি বিশ্বস্ততা কেবল বিয়ের পরেই নয়, বিয়ের আগেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার- মানসিক, শারীরিক, চারিত্রিক সকল দিক থেকে...

বিয়ের আগে কিভাবে জানা সম্ভব? জানতে হলে কি করা উচিত, কতটুকু?
২১ মে ২০১৪ সকাল ১০:৫৮
171377
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনাকে আমার ব্লগে দেখে অনেক খুশি হলাম আপু Happy
মানুষের পক্ষে কিছুই কি নিশ্চিত করে জানা সম্ভব? তাই তো দু'আর প্রয়োজন, যেন যিনি সব জানেন তিনি আমাদের নিরাপদ রাখেন। পাশাপাশি আমাদের বলা হয়েছে যে দু'জন ব্যাক্তি পরস্পরের সাথে সংসার করবে তারা যেন পরস্পরের সাথে কথা বলে একে অপরের মানসিকতা যাচাই করে নেয়। আমাদের বিয়েগুলোতে এখন মানসিকতা ছাড়া আর সবই যাচাই করে সিদ্ধান্ত নেয়া হয়। তবে সবচেয়ে কার্যকর হোল নিজের আচরণ নিয়ন্ত্রণ করা যেন আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্ট হয়ে বিয়েকে আমাদের জন্য শাস্তি বানিয়ে না দেন। Angel
223834
২০ মে ২০১৪ বিকাল ০৫:৪০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপু আপনার লেখাটি মনে হয় দু’বার পেষ্ট হয়েছে । একবার শেষ করার পর আবার প্রথম থেকে ঘঠনা শুরু হচ্ছে । দেখবেন প্লিজ ।
২০ মে ২০১৪ রাত ১০:১৮
171228
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আগে কমেন্টগুলো পড়েনিলে লাভ। আজ আমি তা ১০০% নিশ্চিত হলাম। লেখা লম্বা দেখে মন্তব্যগুলো পড়ে চলে যাওয়ার নিয়ত করেছিলাম প্রথমে। পরে আপনার কমেন্টটা দেখে পড়ার সাহস হলো। Don't Tell Anyone Don't Tell Anyone
২১ মে ২০১৪ সকাল ১১:০১
171379
রেহনুমা বিনত আনিস লিখেছেন : চারদিন বিভিন্ন জায়গায় ঘুরে বাড়ী ফিরে অনেক রাতে পোস্ট দিয়েছি, তাই চেক করে দেখা হয়নি ভাই। খেয়াল করিয়ে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ Happy
@ হ্যারিঃ আপনি সাইজ দেখে পোস্ট পড়েন! Surprised তাহলে মান কোন ব্যাপার না Crying
২২ মে ২০১৪ সকাল ১১:২৭
171758
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আসলে....Rolling Eyes আমি একটা অস্থীর প্রকৃতির প্রানী। আমার লম্বা পোস্ট পড়ার ধৈর্য্য+সাহস এক্কেবারেই নেই। Crying Crying তাই ওরকম করি প্রায় সময় Worried কিন্তু সিরিজগুলো পড়তে অসুবিধা হয় না Tongue Tongue @বড়পু
223925
২০ মে ২০১৪ রাত ১০:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কিছু প্রশ্ন ঘোরপাক খাচ্ছে মাথায়। Frustrated At Wits' End আচ্ছা... পুরুষের বাম পাশের হাড্ডিথেকে যদি তার সঙ্গীনিকে সৃষ্টি করে থাকেন, দুয়ার মাধ্যমে কি সেই (ব্যক্তি) সঙ্গীনি কে পরিবর্তন করা সম্ভব?
২২ মে ২০১৪ সকাল ০৮:৫৯
171704
রেহনুমা বিনত আনিস লিখেছেন : তাহলে আরো একটা প্রশ্ন দেই, মাথার মধ্যে ঘুরান, আচ্ছা... পুরুষের বাম পাশের হাড্ডি থেকে যদি তার সঙ্গীনিকে সৃষ্টি করে থাকেন, তাহলে একজন পুরুষ চারজন নারীকে বিয়ে করেন কি করে?
২২ মে ২০১৪ সকাল ১১:৩৬
171762
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : উনার মনেহয় চারটা হাড্ডিই কম অথবা একটা মোটা হাড্ডি থেকে হালকা পাতলা চারটা বউ সৃষ্টি করা হইছে Day Dreaming Day Dreaming Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor



অমন করেন কেন আপু? আমার মাথায় এখন কিরকম করতেছে At Wits' End At Wits' End At Wits' End আমিতো বয়সে জ্ঞানে সবদিকথেকেই ছোট্ট.... বুঝিয়ে বলেন প্লীজ...
২৬ মে ২০১৪ রাত ০৯:২৭
173593
বৃত্তের বাইরে লিখেছেন : আপু আপনি হারিকেনকে বিপদে ফেলেছেন দেখছিHappy Angel নারীদেরকে পুরুষের যে বিশেষ হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে তা চারজনের মধ্যে বন্টন করলেন বুঝলাম কিন্তু পাত্রী যদি বিধর্মী হয় তাহলে কি করবেন! যারা বিধর্মীকে বিয়ে করছে তাদের হাড়ও কি জোড়া লাগানো ছিল! কিছু দৃষ্টান্ত নবী-রাসুলের জন্য রাখা হয়েছে যা থেকে আমাদের শিক্ষা নিতে বলা হয়েছে। সবার ক্ষেত্রে এক হবে এমন নয়। ত্বাকদীর নিয়ে বেশী গবেষণা করতে নিষেধ করা হয়েছে। যেহেতু এ ব্যাপারে আল্লাহ্‌ ভাল জানেন আমরা শুধু দোয়া করতে পারি। বুঝাতে পারলাম কিনা জানিনা। প্রশ্নের জন্য ধন্যবাদ হ্যারিকেAngel Good Luck
সুন্দর ঘটনাটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু আপনাকেLove Struck Good Luck
২৭ মে ২০১৪ সকাল ০৫:১৮
173750
রেহনুমা বিনত আনিস লিখেছেন : @বৃত্তের বাইরেঃ আপু, গতকাল রাতে একজনকে এই প্রশ্নের একই উত্তর দিয়েছি। কিন্তু এই ধরনের জিনসগুলো সামনাসামনি যতটা ক্ল্যারিফাই করা যায়, মন্তব‍্যের মত সামান্য পরিসরে ততটা পরিষ্কার হয়না। আপনি মেধাবী তাই অল্প কথায় বুঝাতে পারলেন Happy বেশ কিছুদিন বাসার বাইরে ছিলাম। ফিরে এসে সময় কুলিয়ে উঠতে পারছিনা। আমার পক্ষ থেকে উত্তর দিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ AngelGood Luck Good Luck Good Luck
২৭ মে ২০১৪ সকাল ০৯:৪২
173781
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @বৃত্তমণি - আপনি সমাধান দেন নাই... বরঞ্চ প্রশ্ন আরও বাড়ায় দিছেন আমার মাথায় At Wits' End At Wits' End এতদিন জান্তাম সব শিশুরাই একই বিশ্বাস নিয়ে জন্মায়। (মানে জন্মগতভাবে মুসলিম - আল্লাহ কে বিশ্বাস করে - হোক না জন্ম তার হিন্দু পরিবার কিংবা অন্যকোন অমুসলিম পরিবারে)Straight Face সে বিধর্মি হচ্ছে বড় হবার পরে। এখন কথা হচ্ছে হাড্ডি জোড়া লাগানোর জগতে (মানে আলমে আরওয়াহ'তে) তো সবাই আল্লাহ কে বিশ্বাস করতো। Day Dreaming ........... আরও কি কি যেন ভাবতেছি কিন্তু লিখতে পারতিছি না - কারন এই ধরনের জিনসগুলো সামনাসামনি যতটা ক্ল্যারিফাই করা যায়, মন্তব‍্যের মত সামান্য পরিসরে ততটা পরিষ্কার হয়না। Winking Winking

------------------------

@রেহনুমাপু - কোন চিন্তা নাই আমার প্রশ্নের জবাবা চাই ই চাই।Love Struck আমি কানাডায় আসলে অথাবা আপনি দেশে আসলে সামনাসামনি ক্ল্যারিফাই করেদেবেন Winking Happy Winking
২৭ মে ২০১৪ সকাল ১০:২৭
173792
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ইনশা আল্লাহ Happy
২৭ মে ২০১৪ রাত ১১:১৪
174068
বৃত্তের বাইরে লিখেছেন : আপু দেখলেন তো প্রক্সি দিতে গিয়ে কি হয়েছেWorried আপনার ছাত্রকে এখনও বুঝাতে পারিনিCrying

@হারিকেন: প্রশ্নে এত প্যাঁচ কেন? আমি তো প্রশ্নই ঠিকমত বুঝতে পারছিনা:Thinking হারিকেন আপনার বিবাহ বিষয়ক মাসলা–মাসায়েল বই কই! খুঁজে দেখেন। না বুঝলে রেহনুমাপুর দেশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবেYawn Good Luck
২৮ মে ২০১৪ সকাল ০৬:৩৬
174110
রেহনুমা বিনত আনিস লিখেছেন : @ বৃত্তের বাইরেঃ হ্যারি ভাই বুঝেছে সবই, কিন্তু স্বীকার করলে ক্ষেপাবে কি করে? Happy
২৮ মে ২০১৪ সকাল ০৯:৩৫
174156
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : প্যঁচানো, ক্ষ্যাপানো এসব কিচ্ছু বুঝি না আমি Shame On You বুঝি শুধু আমাকে বুঝাতে হপে সবকিচ্ছু Love Struck At Wits' End @প্রিয় বড়আপুদ্বয় Happy
223948
২০ মে ২০১৪ রাত ১০:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিক্ষনিয় ঘটনাটির জন্য অনেক ধন্যবাদ। আমাদের দেশে কিন্তু একটি বড় সমস্যা হচ্ছে নও মুসলিমদের সাথে আত্মিয়তা করতে অনেকেই অস্বস্তিবোধ করেন। অনেকে আবার তাদেরকে আসলেই মুসলিম কিনা সে প্রশ্ন করে থাকেন। আর বিয়ের জন্য উপযুক্ত পাত্রি পাওয়া ও কঠিন।
আর আগেই বলেছি আমাদের দেশের নারিরা বিয়ের আগে থাকে এক রকম পরে একেবাড়ে ১৮০ ডিগ্রি উল্টা!!
২২ মে ২০১৪ সকাল ০৯:০৬
171705
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এখানে নও মুসলিমদের মোটিভ নিয়ে সন্দেহের অবকাশ তেমন থাকেনা, কারণ এখানে তাঁদের ইসলাম গ্রহনের ফলে পাবার কিছুই নেই বরং হারাতে হয় অনেক কিছুই। স্রোতের প্রতিকুলে ভেসে থাকার জন্য অনেক সাহায্য তাঁদের প্রয়োজন থাকে, কিন্তু তাঁরা পান খুবই কম।
একটি ব্যাক্তিগত তিক্ত অভিজ্ঞতা দিয়ে সারা দেশকে যাচাই করে ফেললে? তাহলে হতভাগার আর দোষ কি?
224377
২১ মে ২০১৪ রাত ১০:২৪
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার একটি লেখা পোষ্ট করেছেন। অসংখ্য মোবারকবাদ।
২২ মে ২০১৪ সকাল ০৯:০৭
171706
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পোস্টটি পড়ার এবং মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ Happy Good Luck Good Luck
225025
২৩ মে ২০১৪ দুপুর ০২:০৬
ইবনে হাসেম লিখেছেন : গিন্নীর কাছে রাতেই কাহিনীর কিছুটা শুনেছিলাম। তাতে কি আর প্রাণ ভরে? এখন নিজে নিজে পাঠ করে তৃষ্ঞা নিবারণ করলাম। এবং শিক্ষা নিলাম যে, আমাক্ওে ঐ ন্ও মুসলিমের মতোই আল্লাহর নিকট চাওয়ার বস্তু চাইতে হবে..... এবং তাহলে সফলতা ১০০% ইনশাঅাল্লাহ।
জাযাকাল্লাহ, আল্লাহ আপনার মেধা ও মননে আরো বরকত দিন। অনেকদিন আমাদের ভাই সাহেবের দেখা সাক্ষাৎ নেই। উনি কি ব্লগের উপর রাগ না কি আমাদের উপর??
২৪ মে ২০১৪ সকাল ০৮:৪০
172435
রেহনুমা বিনত আনিস লিখেছেন : উনি লেখাপড়া নিয়ে ব্যাস্ত আছেন, তাই ব্লগে যাতায়াত নেই বললেই চলে, আমার ব্লগেও আসেন না।
১০
226697
২৬ মে ২০১৪ রাত ০৯:৪৫
আমি আমার লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
২৭ মে ২০১৪ সকাল ০৫:১৩
173749
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনার ভাল লাগল জেনে আমারও ভাল লাগল Happy ধন্যবাদ Good Luck Good Luck
১১
228547
৩১ মে ২০১৪ সকাল ০৬:৫২
ধ্রুব নীল লিখেছেন : চমত্‍কার কাহিনী । সত্য কাহিনীগুলো এভাবেই বুঝি গল্প হয়ে যায়... অসাধারন ।
৩১ মে ২০১৪ দুপুর ১২:২৬
175325
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Happy Good Luck
১২
233225
১০ জুন ২০১৪ দুপুর ০১:০১
মিশেল ওবামা বলছি লিখেছেন : আবার আসিব ফিরে ভাইয়া-আপুনিদের ভিড়ে,
তবে এই নামে নয় "ফাতিমা" নিক নিয়ে...
ব্লগ বাড়ি চেন্জ করার আইডিয়াটা পেলাম রোজারু আপিদের কাছ থেকে... এখন থেকে আমরা দুইজন একই ব্লগ বাড়িতে...
১৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২০
210178
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File