আমার ফেসবুক মুভি

লিখেছেন লিখেছেন রেহনুমা বিনত আনিস ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:২৮:৫৮ সকাল

ক’দিন আগে শুনলাম ফেসবুকের দশম বর্ষ পূর্তি উদযাপিত হচ্ছে। সম্ভবত তারই অংশ হিসেবে ক’দিন ধরে দেখছি সবাই নিজের নিজের ফেসবুক মুভি পোস্ট করছে। আমি একটু গাধা টাইপের। প্রথমে ভাবলাম মুভিটা বুঝি ওদের নিজেদের তৈরী। পরে বুঝলাম এটা ফেসবুক তৈরী করছে। ভাবলাম দেখি ওরা আমার কি কাহিনী বানালো। দেখলাম মিনিট খানেকের মত মুভিটাতে আমার ফেসবুক যাত্রার সমস্ত হাইলাইটস উঠে এসেছে- আমি কবে ফেসবুকে যোগ দিলাম, আমার প্রথম পোস্টগুলো, গত কয়েক বছরে আমার জীবনের গুরুত্বপূর্ণ কোন কোন ঘটনা আমি ছবি বা স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করেছি, আমার বিগত কয়েক বছরের প্রোফাইল এবং টাইমলাইন ছবির কোলাজ এবং সবশেষে একটি লাইক চিহ্ন। সহজ কথায় আমার ফেসবুক যাত্রার একটি সংক্ষিপ্ত রি-ক্যাপ, অনেকটা মুভির ট্রেলারের মত।



মুভিটা দেখার পর থেকে আরেকটি মুভির কথা ভাবছি যা তৈরী হচ্ছে অনেক বছর যাবত এবং হয়ত আরো কয়েক বছর পর্যন্ত নির্মান হতে থাকবে। দেখানো হবে এমন এক প্রেক্ষাগৃহে যেখানে উপস্থিত থাকবে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সকল মানুষ। এটি এমন এক মুভি যেখানে কিছুই বাদ পড়বেনাঃ ‘আর আমলনামা সামনে রাখা হবে। তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদের ভীত সন্ত্রস্ত দেখবেন। তারা বলবে, হায় আফসোস! এ কেমন আমলনামা? এ যে ছোটবড় কিছুই বাদ দেয়নি! সবই রয়েছে এতে! তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে’ (সূরা কাহফঃ আয়াত ৪৯)। এক জাকারবার্গ যদি গুটিকয় লোকজন নিয়ে কয়েকদিনের ভেতর হাজার হাজার মুভির জন্ম দিতে পারে তবে এটা তাঁর জন্য কোন ব্যাপার যিনি ‘যখন কোন কিছু করতে ইচ্ছা করেন, তখন তাকে কেবল বলে দেন, ‘হও’ তখনই তা হয়ে যায়’ (সূরা ইয়াসীনঃ আয়াত ৮২)? আমার এই ফেসবুক মুভি ক’জনই বা দেখবে, হয়ত দশজন, বেশিতে বেশি বিশজন! কিন্তু সেদিনের সেই প্রেক্ষাগৃহে আমার সমস্ত অপকর্ম উন্মোচিত হবে আদম (আ) থেকে শুরু করে সেই জন্ম না হওয়া শিশুটির সামনে যে কিয়ামতের মূহূর্তে তার ভীতসন্ত্রস্ত মায়ের গর্ভ থেকে আপনিই খসে পড়ে! এই লজ্জা রাখব কোথায়? মৃত্যুও তো সেদিন এসে স্বস্তির পরশ বুলিয়ে দিতে পারবেনা, সে দরজা যে আগেই পার হয়ে এসেছি! আমার কোন এক্সকিউজেও সেদিন কাজ হবেনা যেহেতু তিনি বলবেন, ‘হে বনী-আদম! আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে, শয়তানের এবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু? (সূরা ইয়াসীনঃ আয়াত ৬০)। সবচেয়ে ভয়ের কথা হোল আমার প্রভু বলবেন, ‘আজকের দিনে কারও প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে (সূরা ইয়াসীনঃ আয়াত ৫৪)। এখানেই তো সমস্যা, এক জীবনে এমন একটি কাজের কথাও যে মনে করতে পারিনা যেটাকে পাটকাঠির মাথায় সস্তা কাগজের প্ল্যাকার্ডের মত তুলে ধরে বলতে পারি, ‘এটুকু ভাল কাজ করেছি, এটারই সূত্র ধরে আমার প্রতি দয়া কর হে দয়াময়!’ ফেসবুক মুভির শেষে একখানা লাইক চিহ্ন দিয়ে সমাপ্ত করা হয়েছে। আমার আসল মুভির শেষে লাইক মিলবে কি মিলবেনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

বিষয়: বিবিধ

২৪৯০ বার পঠিত, ৪৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174134
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩১
আলোকিত পথ লিখেছেন : অসাধারন!!! Thumbs Up
০৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৩
127561
রেহনুমা বিনত আনিস লিখেছেন : দু'আ করবেন যেন আসল মুভিতে লাইক পাই Praying Praying
প্রথম মন্তব্যকারী হবার জন্য ধন্যবাদ Good Luck Good Luck
174136
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৮
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আমাদের ছোট আপা নিজের ফেসবুক মুভি দেখে মজাটা ঠিকি নিয়ে নিয়েছেন । এখন ওয়াজ করে আমাদের সাবধান করছেন । তবে, উত্তম চিন্তা ও উত্তম উপদেশ ।
০৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৮
127564
রেহনুমা বিনত আনিস লিখেছেন : জ্বী ভাই, মজা তো পেয়েছিই, নইলে এই চিন্তাগুলো আসত কোত্থেকে? তবে একেকজন একেক বস্তুতে মজা পায়। যেমন আপনি মজা পান অন্যের ব্যাপারে ধারণা করে।
কষ্ট করে পড়ার এবং মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ Good Luck Good Luck
174139
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪১
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর উপদেশ। পড়ে ভালো লাগলো। ধন্যবাদ
০৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৪
127573
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Good Luck Good Luck
174140
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগল
এত সহজ উদাহরন থাকলেও তারা বিশ্বাস করবেনা কারন তাদের অন্তর শিলমোহর কৃত হয়ে গেছে। যারা নিজেদের মুক্তমনা দাবি করে তারাই দেখা যায় অন্তরকে সবচেয়ে বেশি ঢেকে রেখেছে।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪০
128026
রেহনুমা বিনত আনিস লিখেছেন : একমত।
তবে এই মূহূর্তে নিজেকে নিয়েই চিন্তিত, ওদের ভাল ওরাই বোঝে ভাল।
174146
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৪
শেখের পোলা লিখেছেন : "যে মুমিন অবস্থায় ভাল কাজ করে, তার প্রচেষ্টা ব্যর্থ হবেনা৷ মিতো তা লিখে রাখি"
(সুরা আম্বিয়া-৯৪)
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪১
128027
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ভাল কাজ তো করিনা, আর মুমিনও হতে পারিনি, কি হবে আমার Crying Crying Crying
174151
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১১
মোহাম্মদ লোকমান লিখেছেন : আলহামদু লিল্লাহ্‌! সুন্দর শিক্ষামূলক উপমা।

হে আল্লাহ্! তোমার নিকট রক্ষিত আমাদের চুড়ান্ত মুভিতে যেন লাইক প্রাপ্ত হই, সে আদলে চলার তাওফিক দান কর আমাদেরকে।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪২
128028
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমীন Praying Praying Praying
174170
০৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৭
হতভাগা লিখেছেন :








আমরা সবাই বিভিন্নভাবে এটাতে আক্রান্ত

এটাকে ছেড়ে




০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪২
128029
রেহনুমা বিনত আনিস লিখেছেন : উত্তম পরামর্শের জন্য ধন্যবাদ Good Luck Good Luck
174188
০৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৭
মোঃ আকরাম হক লিখেছেন : দারুন লিখেছেন।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৩
128030
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হে আল্লাহ্! তোমার নিকট রক্ষিত আমাদের চুড়ান্ত মুভিতে যেন লাইক প্রাপ্ত হই, সে আদলে চলার তাওফিক দান কর আমাদেরকে। Praying Praying Praying
174189
০৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫১
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : অতি সত্য কথাটি মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৩
128031
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এই অনুভূতিকে যেন জাগ্রত রেখে সঠিক পথে চলতে পারি সেজন্য দু'আ করবেন Praying Praying Praying
১০
174200
০৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার লিখাটির জন্য অনেক ধন্যবাদ।

আমরা এক পা সামনে গেলে দশ পা পিছিয়ে যাই। তারপরও মহান প্রভুর অশেষ রাহমাতের আশায় আছি। তিনি ক্ষমাশীল। তিনি তাঁর দয়ার চাদরে ঢেকে আমাদের সব কিছুকে ক্ষমা করে দিয়ে সর্বশেষ লাইক দিয়ে আমাদের পার করে দেবেন। Praying Praying Praying
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৪
128033
রেহনুমা বিনত আনিস লিখেছেন : তাই যেন হয়, নইলে আর কোন আশা নেই Praying Praying Praying
১১
174205
০৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৫
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : আপনি দেখি আমার মত। আমি ও তো তাই ভেবেছিলাম ফেসবুকে যেয়ে। সেদিন বাচ্চাদের একটি ক্লাসে সূরা ইনফিতরের দারস করতে যেয়ে একথা গুলোই আলোচনায় উঠে এলো। দুনিয়ার ভিডিও চাইলে মুছে বা লুকিয়ে ফেলার অবকাশ আছে। কিন্তু দু'কাঁধে যে সম্মানিত লেখকরা আছেন তাদের রেকর্ড হতে তো কিছুই বাদ যাবেনা। আল্লাহ আখিরাতে জবাবদিহিতার অনুভূতি যেন সব সময় আমদের চেতনায় সচল থাকে। আমীন। ধন্যবাদ সুন্দর মূল্যায়নের জন্য।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:২৬
130816
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Praying Praying Praying
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য Good Luck Good Luck Good Luck
১২
174231
০৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৩
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক ভালো লাগলো আপু লেখাটি। আমি এত গভীর ভাবে চিন্তা করতে পারিনা। তাই এমন উপলব্ধি আমি করতে পারতাম না। জাযাকিল্লাহ আপুনি।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:২৯
130817
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হুমম, এত গভীরও না। মুভিটা দেখে সবাই একই কথা ভাবছে। ১১ নং মন্তব্যটা দেখ HappyLove Struck
১৩
174233
০৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
জবলুল হক লিখেছেন : ভালো লাগলো ।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:২৯
130818
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ধন্যবাদ Happy Good Luck Good Luck
১৪
174242
০৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০১
তারাচাঁদ লিখেছেন : সেদিন ভালই হবে, তাই না ! কিয়ামতের মাঠে জীবনের ফেলে আসা দিনগুলোর ভিডিও দেখা যাবে ।

আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আ'মিলা লিমা বা'দাল মাউত,
বুদ্ধিমান সেই ব্যক্তি যে আত্মপর্যালোচনা করে এবং নফসের খাহেশাতকে দমন করে রাখে,
ওয়াল আযিযু মান আতবাআ নাফসাহু হাওয়াহা, ওয়া তামান্না আলাল্লাহ ।
আর দূর্বল অক্ষম সেই ব্যক্তি, যে তার নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা করে বসে থাকে ।
( তিরমিযি, রিয়াদুস সালেহীনে হাদীস বন্মর ৬৬)

....."ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালাকাহু মানশুরা "-
-কিয়ামতের দিনের প্রত্যেকের আমলনামা তার জন্য উন্মুক্ত করে দেয়া হবে ।
(সুরা ১৭ বনি ইসরাঈল, আয়াত ১৩)
(তারপর বলা হবে), "ইকরা কিতাবাকা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইলকা হাসিবা"
--তুমি তোমার আমলনামা পড়ে দেখ । আজ তোমার হিসাব নেবার জন্য তুমি নিজেই যথেষ্ট ।
(সুরা ১৭ বনি ইসরাঈল, আয়াত ১৪)

ওয়া ওদিয়াল কিতাবু, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া-ওয়ালাইতানা মালি হাযাল কিতাবি লাা ইউগাদিরু ছগিরাতান ওলা কাবিরাতান ইল্লাাা আহছাহা......
যখন আমলনামা তাদের সামনে রাখা হবে, তখন তুমি দেখবে, ওতে যা আছে তা দেখে অপরাধীরা অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে এবং বলবে, হায় কী দূর্ভাগ্য আমাদের ! এ কেমন আমলনামা ! ছোট-বড় কোন কিছুই বাদ দেয়নি, বরং তা সবকিছুই হিসাব করে রেখেছে ।
(সুরা ১৮ কাহাফ, আয়াত নম্বর ৪৯)

ফেসবুকে অতীত দিনের ছবি দেখে যারা এ ভাবনায় পড়ে যায়, আল্লাহ তাদের জান্নাত নসীব করুন ।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫০
132328
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সেদিন ভালই হবে, তাই না ! কিয়ামতের মাঠে জীবনের ফেলে আসা দিনগুলোর ভিডিও দেখা যাবে । - ভাল হবেনা Crying Crying Crying
কারণ আমি এই দলের অন্তর্ভুক্ত 'আর দূর্বল অক্ষম সেই ব্যক্তি, যে তার নফসের কুপ্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা করে বসে থাকে ।' Worried Worried Worried
১৫
174253
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
মারজান বিন ছনা লিখেছেন : আমার আসল মুভির শেষে লাইক মিলবে কি মিলবেনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫১
132329
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Worried Worried Worried
১৬
174466
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৫৭
ইবনে হাসেম লিখেছেন : ইস্। কেমন করে কিভাবে যে আমি অমূল্য এ রত্নটি আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইর সাথে শেয়ার করে দুনিয়া ও আখেরাতের সওয়াব কামাই করি......
জাযাকুমুল্লাহু খাইরান, আপু এমনি করে তোমার হাত থেকে মূল্যবান সব মণিমুক্তো ঝরতে থাকুক অনাদি কাল পর্যন্ত, আর আমরা গুনাহগারদের পথ দেখাতে থাকুক, যে পথে চলে গেছেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষগুলো....
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
132330
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যে নিজেই অন্ধ সে অন্যকে পথ দেখাবে কি করে ভাই? তবে ইনশা আল্লাহ্‌ আমরা সবাই সবাইকে সহযোগিতা করলে, সবাই একত্রে পথের খোঁজে পথ চললে, সবাই সবার জন্য দু’আ করলে হয়ত মিলে যাবে পথের দিশা। Praying Praying Praying
১৭
174469
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে আসল মুভিতে উত্তির্ণ হওয়ার তাওফিক দিন।
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৬
132331
রেহনুমা বিনত আনিস লিখেছেন : দু'আ করবেন আল্লাহ্‌ যেন সর্বসমক্ষে লজ্জিত না করেন সেদিন, কি করছি তা আমার চেয়ে ভাল তিনিই জানেন Worried Worried Praying Praying
১৮
174522
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৪
বিন হারুন লিখেছেন : হে আমাদের প্রতিপালক সেদিন তোমার রহমতের দিকে দেখে আমাদের ক্ষমা করে দিও. Praying
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৭
132332
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমীন Praying Praying
১৯
174927
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪১
আইমান হামিদ লিখেছেন : ওস্তাদের সম্মানে !
http://www.youtube.com/watch?v=CDmVF_ku7vE&feature=share
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৩
128538
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২০
179107
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
নিমু মাহবুব লিখেছেন : প্রথমে মনে করছিলাম বুঝিবা সাদামাটা কোন লেখা এটা। কিন্তু পরক্ষনেই বোকা বনে গেলাম। ধন্যবাদ অনেক অনেক। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
Good Luck Good Luck Good Luck Good Luck
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
132333
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সাদামাটাই তো ভাই, কিয়ামতের ধারণা কিছুতেই রঙ্গিন ভাবতে পারিনা Worried Worried
২১
179116
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৪
আওণ রাহ'বার লিখেছেন : জীবনের প্রতিটা ক্ষণ স্মৃতিতে জমা থাকেনা হারিয়ে যায় কিন্তু বিশেষ বিশেষ কিছু মুহুর্তগুলো মানুষ চাইলেও ভুলতে পারেনা। মানুষের স্মৃতির মনিকোঠায় ঠাই নেয়া কিছু সুখ কিছু দুঃখ কয়েকফোঁটা অশ্রু একটুখানি হাসি ফটোফ্রেমের বাধাই করা ছবির মত চোখের সামনে ভাসতে থাকে। আর সেটা থেকেই মানুষ পায় এগিয়ে যাওয়ার প্রেরনা।
কখনও কি ভুলিতে পারিবো গভীর রাতে মায়ের জন্য খাবার কিনে নিয়ে এসে মাকে ঘুম থেকে উঠিয়ে খাবার দিলাম তিনি পরিতৃপ্তি সহকারে খাওয়ার পর এ অধমের জন্য যে দোয়াটা করেছিলেন? না কখনও ভুলার নয়।
আসলেই চোখের পলকে সময় চলে যাচ্ছে।
প্রতিটি মুহুর্তগুলো রেকর্ড হচ্ছে। প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা, দিন, মাস, বছরের হিসাব সহ আমার রব যখন আমালনামাটা আমাকে দিবেন তখন আমার কি হবে? ও আমার আল্লাহ লজ্জিত করোনা ও আমার রব লজ্জিত করোনা সেইদিন। এ অধমদিগকে তাকাওয়া দান করো ও আল্লাহ।
সময় চলে যাচ্ছে জীবনের আয়ু তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। ফেসবুক অনেক ফেসবুক ব্যাবহারকারি দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু তাদের প্রতিটা অক্ষর প্রতিটা লাইক প্রতিটা কমেন্ট ফেসবুকের ডায়রিতে জমা আছে। আর মহান রবের ডায়রিতো এমন যেখানে বিন্দু পরিমান কিছু বাকি থাকিবেনা। ফেসবুকের ডিলিট করা কমেন্টগুলোও সেই আমলনামায় থাকবে। আল্লাহ ক্ষমা করে দিও লজ্জিত করোনা।

সমস্ত মানুষই চলে যাবে এ দুনিয়া থেকে কেউ দুনিয়ার জন্য থাকতে পারবেনা দুনিয়াও কারো জন্য বাকি থাকবেনা।
সবার জীবনই আমালনামার ফ্রেমে বন্ধি থাকবে।
আর আমাদের গন্তব্যতো সেই একটাই...........
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
132334
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ও আমার আল্লাহ লজ্জিত করোনা ও আমার রব লজ্জিত করোনা সেইদিন। এ অধমদিগকে তাকাওয়া দান করো ও আল্লাহ। Praying Praying Praying
২২
196238
২২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৬
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : তাই খোদার কাছে পানাহ চাই, হে আমার রব! আসল মুভি প্রকাশের দিন আমাকে লজ্জিত করোনা।
২৩ মার্চ ২০১৪ সকাল ১১:২৩
146623
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File