প্রিয়জনের কাছে ফিরে আসা
লিখেছেন লিখেছেন রেহনুমা বিনত আনিস ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৯:৪৪ রাত
গতকাল থেকে মনটা অসম্ভব খারাপ ছিলো। সোনার বাংলাদেশ ব্লগ আমাদের অতি প্রিয় একটি প্ল্যাটফর্ম ছিল যেখানে আমরা ছিলাম একটি পরিবারের মত। এখানে আমরা পেয়েছি সাথী, বন্ধু, পরিবার, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা- সব। হয়েছি ব্লগার থেকে লেখক। একটি হত্যার প্রতিবাদে এতগুলি হত্যা! কি আশ্চর্য! ওরা স্বাধীনতার কথা বলে অথচ বাকস্বাধীনতা দিতেও ভয় পায়!
এখানে এসে প্রাণের সাথীদের অনেককেই দেখতে পাচ্ছি। কান্নার অভ্যাস নেই, তাই চাপা বেদনায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। আশার ব্যান্ডেজ আর বন্ধুত্বের মলম লাগালাম। সবাইকে সালাম।
বিষয়: বিবিধ
১৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন