মীরজাফর কান্ড
লিখেছেন লিখেছেন রেহনুমা বিনত আনিস ২৮ নভেম্বর, ২০১৩, ১০:৩৯:২৭ সকাল
আনিস স্যার ছিলেন আমাদের ইংরেজীর শিক্ষক কাম ক্লাস টিচার। ওনার ভাইপো মীর রাশেদ আমাদের ক্লাসে পড়ত। একদিন, সম্ভবত ক্লাস এইটের ফাইনাল পরীক্ষার রেজাল্ট ঘোষনার দিন, আমরা সবাই স্যারের আগমনের জন্য অপেক্ষা করছি। লক্ষ্মী মেয়েরা ক্লাসের ভেতর চুপচাপ বসে, আর আমি ছিলাম একটু বেশিই সাহসী, তাই ক্লাসের বাইরে। ওখানে দুই বন্ধু মীর রাশেদ আর আহসান গল্প করছিল। কথাপ্রসঙ্গে মীর রাশেদ গড়গড় করে বলতে শুরু করল কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড, কে থার্ড ইত্যাদি। আমি বললাম, ‘স্যার কি তোমাকে রেজাল্ট বলে দিয়েছেন?’
সে বলল, ‘না!’
জিজ্ঞেস করলাম, ‘তাহলে তুমি জানো কি করে?’
সে বলল, ‘স্যার তো একটু পরই রেজাল্ট দিতে আসবেন, দেখই না আমার কথা ঠিক হয় কি’না’।
আমি রওশন আরাকে ডেকে বললাম, ‘শোনো, এই হোল আমাদের রেজাল্ট ...’।
রওশন আরা অবাক হয়ে বলল, ‘তুমি জানো কি করে?’
আমি বললাম, ‘ঐ যে মীরজাফর এইমাত্র বলে গেল’।
আমরা তখন নবাব সিরাজুদ্দৌলার ওপর নাটক পড়ছি, সুতরাং মীর রাশেদ আর মীরজাফরকে গুলিয়ে ফেলেছি মনের ভুলে। কিন্তু রওশন আরা আধা হাত লম্বা জিভ বের করে বলল, ‘হায় হায়, এটা তুমি কি বললে? ও শুনলে কষ্ট পাবেনা?’
আমি আশ্চর্য হয়ে বললাম, ‘কেন, কষ্ট পাবার কি হোল? ও তো আমাকে বলেনি রেজাল্ট কাউকে না বলতে!’
‘আমি সেটা বলিনি গাধা! তুমি ওকে মীরজাফর ডেকেছ’।
‘ভুলে হয়ত। কিন্তু ওর নাম ভুল বললে কষ্ট পাবার মত কি হোল? মানুষের ভুল হতেই পারে!’
রওশন আরা চোখ কপালে তুলে বলল, ‘তুমি কি জানোনা মীরজাফর গালি হিসেবে ব্যাবহৃত হয়?’
আমি আসলেই জানতাম না! একটা মানুষের নাম কি করে গালি হতে পারে? রওশন আরা বলল, ‘ও ব্যাটা বেনিয়াদের হাতে দেশ বিক্রি করে দিয়েছে ক্ষমতার লোভে, তো ওর নাম গালি হিসেবে ব্যাবহৃত হবেনা তো কি? তুমি কি কোনদিন দেখেছ কেউ তার সন্তানের নাম মীরজাফর রেখেছে?’
ভেবে দেখলাম এমন কাউকে জীবনে দেখিনি যার নাম মীরজাফর। বুঝতে পারলাম আমার ভুলটা গুরুতরই বটে!
কিছুক্ষণ পর স্যার এসে রেজাল্ট দিয়ে গেলে দেখা গেল মীর রাশেদ ঠিকই বলেছে। তখন রওশন আরাকে চোখ টিপে বললাম, ‘যাই বল, মীর রাশেদ কাজটা মীরজাফরের মতই করেছে!’
(ছোটবোন আরোহী অনেকদিন ধরেই গল্পটা জানতে চাইছিল। ওকে শোনানোর ছলে আপনাদের সবার সাথেই শেয়ার করে ফেললাম)
বিষয়: বিবিধ
২১২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন