Imran H Sarkar . . . . . !!
লিখেছেন লিখেছেন বলতে চাই ০৩ এপ্রিল, ২০১৩, ০১:১৭:৫২ রাত
সরকারী তত্ত্বাবধানে পরিচালিত শাহবাগী মঙ্চএর মুখ্পাত্র ইমরান এইচ সরকার। সরকারী গানম্যান, সরকারি খরচে বিলাসবহুল হোটেলে জীবন যাপন সহ সরকার মদদ্পুষ্ট ইমরান ভুলেই গেছিল তার স্বাভাবিক জীবন সম্পর্কে ! তথাকথিত সাড়া পেয়ে সে নিজেকে দেশের নীতি-নির্ধারক ভাবে। চেতনার নাম দিয়ে নির্বাচিত সরকারের ন্যায় ফরমান জারি করা শুরু করে। তাতেই ক্ষান্ত হননি ! তার দেয়া আল্টিমেটাম না মানায় সরকারের স্পর্ধা নিয়ে প্রশ্ন তুলে বসেন !! আর তাতেই মাথা ঘুরে যায় শেখ হাছিনার। তিনি জরুরী দলীয় সভা আহ্বান করে শাহ্বাগ মঙ্চ ভেংগে দেয়ার সিদ্ধান্ত নেন।
সবাই সজাগ থাকবেন। হয়্তো, ইমরান এইচ বলির পাঠা হতে পারে ! সরকারী কোনো সংস্থা তাকে গুম অথবা খুন করে নষ্ট রাজনীতি শুরু করতে পারে !!
বিষয়: বিবিধ
১৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন