ক্রিটিক্যাল সময়ে মানুষ এত নির্লিপ্ত থাকে কেমন করে ?
লিখেছেন লিখেছেন জয়নাল আবেদীন টিটো ৩০ অক্টোবর, ২০১৪, ১২:৩৬:৫৭ রাত
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মতিউর রহমান নিজামীকে আজ মৃত্যুদণ্ড দেয়া হয়েছে । নিজামী'র জন্য এটা দ্বিতীয় মৃত্যদণ্ড । এ বছরের ৩০শে জানুয়ারী ১০ ট্রাক অস্ত্র মামলার রায়েও নিজামীকে মৃত্যদণ্ড দেয়া হয়েছিল ।
আমি খুবই আশ্চর্য হচ্ছি,
-- ঠিক মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, ১৯৭২ থেকে ১৯৭৫ সালে, এমনকি তার পরেও, যখন মুক্তিযুদ্ধের স্মৃতি মানুষের মানসপটে উজ্জ্বল ছিল, তখন নিজামী, সাঈদী, গোলাম আযম এদের কারও বিরুদ্ধে বাংলাদেশের কোন একটি থানায়ও যুদ্ধাপরাধের অভিযোগে কোন মামলা দায়ের করা হয়নি কেন ?
--যে এলাকায় তারা যুদ্ধাপরাধ করেছেন, সে এলাকার জনগণ কেমন করে তাদেরকে একাধিকবার এম পি নির্বাচিত করেছে ?
--২০০৯ সালে এবং ২০১০ সালে, যুদ্ধাপরাধের মামলার চার্জশীট দাখিল করবার পূর্বে, এমনকি ট্রাইব্যুনাল গঠনেরও পূর্বে, বেশ কয়েকজন মন্ত্রী এবং রাজনৈতিক নেতা বলেছিলেন, ১০/১২ জনের ফাঁসির আদেশ হবে । তখন যে কয়জনের নাম তারা বলেছিলেন, এবং যাদের যাদের নাম বলেছিলেন, তাদের সবারই ফাঁসির আদেশ হয়েছে । তাদের ফাঁসির বিষয়টি যেহেতু রাজনীতিবিদ্গণ অনেক আগেই আমাদের অবহিত করেছিলেন, তাই জ্ঞাত বিষয়টি পুনরায় অবহিত হওয়ায় আনন্দটি নিরস হয়ে গেছে ।
আমাদের রাজনীতিবিদরা খুবই মেধাবী । চার পাঁচ বছর পরে মামলার কি রায় হবে, আগেই তারা নির্ভুল ভাবে বলে দিতে পারেন ।
আজকে রায় শোনার সময় মতিউর রহমান নিজামী নির্লিপ্ত ছিলেন । রায় শোনার পর তার ছেলেকে তিনি বলেন, "আমি মৃত্যু নিয়ে চিন্তিত নই। কারণ জীবন-মৃত্যু আল্লাহর হাতে। যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই হবে।... রায়ে যেসব ঘটনার কথা বলা হয়েছে আমি কখনো সেসব জায়গায় যাইনি। সরকার অন্যায়ভাবে আমাকে এই মামলায় সাজা দিয়েছে"।
--১৯৭২ থেকে ২০১০ সাল পর্যন্ত সরকার এবং তার এলাকার জনগণ তার বিরুদ্ধে মামলা না-করে নির্লিপ্ত ছিল; আর আজ মৃত্যুদণ্ডের আদেশ শোনার পর মতিউর রহমান নিজামী নির্লিপ্ত ছিলেন । ক্রিটিক্যাল সময়ে মানুষ এত নির্লিপ্ত থাকে কেমন করে ?
বিষয়: বিবিধ
১২৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহতে যার পুর্ণ ঈমান তারা এমনই হয়!
আাল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ণ করতে হলে এমন কঠিন পরিস্হিতির সম্মুখিন হওয়া স্বাভাবিক!এতে তাদের ঈমানী শক্তি আরো পুর্ণতা পায়।
আল্লাহ মজলুমানদের হেফাযত করুন এই দোয়া।
মন্তব্য করতে লগইন করুন