পোস্ট গায়েব অত:পর প্রতিস্থাপন

লিখেছেন লিখেছেন শহর ইয়ার ২৬ মে, ২০১৩, ০৪:০৫:১০ বিকাল

কাল রাতে টুডে ব্লগে একটি পোস্ট দিয়েছিলাম (বাংলাদেশ সময় সকাল ৬টা। সকালে ঘুম থেকে উঠে দেখি সেটি গায়েব। ব্লগের মূল পাতায় নেই। শুধু আমার ব্যক্তিগত পাতায় দেখাচ্ছে। এই ঘটনার কোন কারণ খুঁজে পেলাম না। এখন দেখি সেটা মূল পাতায় ঠিকই আছে। কিন্তু ততক্ষণে সেটি চলে গেছে ৩য় পাতায়। যেসব পাঠকদের জন্য কষ্ট করে লিখলাম মডুদের খামখেয়ালীপনায় তারা সেটা দেখতে পারলেন না। এই বিষয়টি আমার ক্ষেত্রে এর আগেও ঘটেছে। এই ঘটনার একটা ব্যাখ্যা দাবি করছি।

টুডে ব্লগে আসি কারন এখানে যারা আছেন তাদের অতি আপনজন মনে হয়। ব্যক্তিগত পরিচয় না থাকলেও বেশিরভাগ নিক'ই আমার অতি পরিচিত। সবার জন্য শুভকামনা ।

বিষয়: বিবিধ

১৫৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File