থাবা চাচার মৃত্যু এবং জনৈক আওয়ামী নেতার পুত্রের বচন।

লিখেছেন লিখেছেন ক্যাপ্টেন জন ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:০৪:০৯ রাত

কেন মারা গেল বা কে-ই বা মারিল থাবাকে। এ নিয়ে অনেক বক্তব্যই শুনিয়াছি। আজ নির্ভরযোগ্য সূত্রে নতুন এক বচন শুনিলাম । আমার এই নির্ভরযোগ্য সূত্র জেলার সর্বোচ্চ আওয়ামী লীগ নেতার পুত্রের বরাত দিয়া বর্ণনা করিলেন যে, শাহবাগের নাটকের জন্য অনুমোদিত ২৩ কোটি টাকা কিভাবে ব্যয়িত হবে তাহা নিয়ে ব্লগার চাচা ও তার লীগ বাবাদের সাথে অনুষ্ঠিত পরামর্শটি লীগ বাবাদের আশানুরূপ হয়নি। যেকারনে লীগ বাবারা থাবা চাচাকে কুপোকাত করিয়া দেয়।

উল্লেখ্য যে, শাহবাগী ময়দানের জন্য অনুমোদিত ২৩ কোটি টাকার মধ্যে আমিন মোহাম্মদ গ্রুপের ১ কোটি টাকা আছে বলেও অবগত হইয়াছি।

বিষয়: রাজনীতি

১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File