দেখুন তো ছালাত আদায় করার ক্ষেত্রে হারামাইনের ইমামগণ হাত বুকের উপর রাখেন কিনা

লিখেছেন লিখেছেন জেএফটি ইসলাম ০১ মার্চ, ২০১৪, ০৯:৩১:০৬ রাত



ছালাত আদায় করার ক্ষেত্রে বুকের উপর হাত না

রেখে হারামাইনের সমমানিত ইমামগণ কি ভুলভাবে নামায পরিচালনা করতেছেন? আমি মাজহাবি, লা মাজহাবি, আহলে হাদীস এসব বুঝিনা। ১৪০০ বছর

পরেও সহীহ হাদীস কি উনাদের নজরে আসেনি?

দেখুন তো ছালাত আদায় করার ক্ষেত্রে হারামাইনের ইমামগণ হাত বুকের উপর রাখেন কিনা



বিষয়: বিবিধ

১৯১৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185133
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
সালাহ খান লিখেছেন : তবে আমরা যেভাবে অনেকে নাভীর নিচে বাঁধি , সেভাবে নাভীর নিচে বাঁধেন নি , বাঁধতে হবে নাভী থেকে উপরে বুক থেকে নীচে - ছবি মনে হয় সেটাই প্রমান করেছে
185136
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৯
জেএফটি ইসলাম লিখেছেন :


এই নিয়মে হারামাইনের কোন ইমামকেই ছালাত আদায় করতে দেখা যায় না।
185139
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
ইমরান ভাই লিখেছেন :

ব্লগ ও ফেসবুকে কিছু লোক শুদ্ধ হাদিস এর উপর দুর্বল হাদিসের প্রাধান্য দিতে গিয়ে বিভিন্ন আরব ইমামের ছবি কে কৌশলে ব্যবহার করে। আসলে নাভির উপরে আর নাভির নিচে এই দুটো কাছাকাছি বিধায় ওরা ছবি দেখিয়ে বলে যে, ”ওই যে মক্কার ইমাম নাভির নিচে হাত বেধেছে!”
আসলে কিন্তু মক্কার ইমাম নাভির নিচে নয় বরং নাভির উপরে হাত বেঁধেছেন যার দলিল সহিহ মুসলিম।
মূলত নাভির উপর থেকে শুরু করে বুকের উপর পর্যন্ত জায়গায় যেকোনো খানে সালাতে হাত বাধা যায়। এর মধ্যে বুকের উপর হাত বাঁধা হচ্ছে সর্বাধিক শুদ্ধ – বুখারী, আবু দাউদ, ইবনে খুযায়মা।
নাভির নিচে নয় বরং উপরে হাত বাঁধতে হবে- এ হাদিস সহিহ মুসলিমের।
নাভির নিচে হাত বাধার হাদিস এসেছে আবু দাউদ এ, ইবনে শায়বা তে – কিন্তু সে হাদিস বা আছার গুলো দুর্বল।
ইমাম আবু দাউদ স্বয়ং তাঁর আবু দাউদ কিতাবে উল্লেখ করেছেন নাভির নিচে হাত বাধার হাদিস দুর্বল।
এবং এর পর তিনিই উল্লেখ করেছেন বুকের উপর হাত বাধার হাদিস।
যখন সর্বাধিক শুদ্ধ বা বিশুদ্ধ বা শুদ্ধ হাদিস পাওয়া যাবে তখন এগুলো বাদ দিয়ে দুর্বল হাদিস নিয়ে বাড়াবাড়ি করা নিতান্তই দ্বীন নিয়ে বাড়াবাড়ি!
আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ যোগ্য নয় – এটাই সকল মুহাদ্দিস ও হাদিস গবেষকদের ও মুফতিদের মূল নীতি !
আল্লাহু আ ‘লাম।
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৫৫
137097
জেএফটি ইসলাম লিখেছেন : এর মধ্যে বুকের উপর হাত বাঁধা হচ্ছে সর্বাধিক শুদ্ধ – বুখারী, আবু দাউদ, ইবনে খুযায়মা



আপনার বিশুদ্ধ হাদিসটি উনাদের নজরে এখনো আসেনি। এজন্য আমি আশচরয হই!
০২ মার্চ ২০১৪ সকাল ০৮:০৫
137258
ইমরান ভাই লিখেছেন : আশ্চর্য হবার কিছু নাই। উপরের কথাগুলো ভালো করে পড়ুন তাহলে বুঝবেন তবে যাদ বলেন যে আমি পড়লাম আর বুঝলাম না তাহলে কিছু করার নাই।

আপনাকে ধন্যবাদ।
185142
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৫১
বিন হারুন লিখেছেন : কেউ বুকে হাত বাঁধবে,(শাফেয়ী) কেউ নীচে,(হানাফী) কেউ হাত বাঁধে না,মালেকী সবইতো হক কারো ভুল নেই.আমরা সোলেমানি জ্ঞানীরা এ নিয়ে বেশ বাড়াবাড়ি করছি. আপনাকে অনেক ধন্যবাদ.
০১ মার্চ ২০১৪ রাত ১০:২৮
137107
জেএফটি ইসলাম লিখেছেন : ইমরান ভাই নামক সোলেমানি জ্ঞানীরা কিছু
কিছু ক্ষেএে মুসলমানদের মাাঝে ফিতনা ছড়াচেছ। আপনাকে অনেক ধন্যবাদ
185152
০১ মার্চ ২০১৪ রাত ১০:২১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমরা সোলেমানি জ্ঞানীরা এ নিয়ে বেশ বাড়াবাড়ি করছি. আপনাকে অনেক ধন্যবাদ.
০১ মার্চ ২০১৪ রাত ১০:৩২
137108
জেএফটি ইসলাম লিখেছেন : আপনি ঠিক বলেছেন ইমরান ভাই নামক সোলেমানি জ্ঞানীরা কিছু
কিছু ক্ষেএে মুসলমানদের মাাঝে ফিতনা ছড়াচেছ। ধন্যবাদ বাহার ভাই।
185161
০১ মার্চ ২০১৪ রাত ১০:২৯
সজল আহমেদ লিখেছেন : অনেকেই দেখছি বিভিন্ন ভাবে বেঁধেছে।
185165
০১ মার্চ ২০১৪ রাত ১০:৩৪
০১ মার্চ ২০১৪ রাত ১০:৪০
137112
জেএফটি ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান । আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File