আযানের ধ্বনিতে ফোটে আযান ফুল!
লিখেছেন লিখেছেন আমলক ১৩ মে, ২০১৪, ০৬:১৩:০৩ সন্ধ্যা
প্রকৃতির অনেক অদ্ভুত আচরণ আছে। যার বৈজ্ঞানিক তেমন কোনও ব্যাখ্যা পাওয়া যায় না। আর প্রকৃতির আচরণ যদি ধর্মীয় কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে তবে বলতেই হয়, সৃষ্টিকর্তার কী অপার মহিমা! তেমনই একটি ফুল আযান ফুল। আযানের ধ্বনিতে ফোটে এই ফুল।
সিএনএন'র রিপোর্ট বলা হয়েছে, আজারবাইজানের এক মুসলিম গ্রামে মোহাম্মদ রহিমের বাগানে এক ধরনের ফুল রয়েছে, যা আযানের ধ্বনিতে ফোটে। এই ফুল প্রতি পাঁচ ওয়াক্তে আযানের ধ্বনিতে ফোটে। আযানের পর আবার বন্ধ হয়ে যায়।
আযানের প্রতিটি বাণীর ছন্দে ফুলগুলো প্রস্ফুটিত হয়। ফজর, যোহর, আসর, মাগরিব এবং এশা প্রত্যেক ওয়াক্তে আযানের বাণী যেন ফুলগুলোকে জাগ্রত করে ইবাদতের জন্য। আর তাই ফুলটির নাম দেওয়া হয়েছে আযান ফুল। পৃথিবীর হয়তো বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে এই বিরল প্রজাতির আযান ফুল।
http://newspage24.com/article/18953#.U3ILEnbHLDc
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন