এসবি তোমাকে ছাড়া
লিখেছেন লিখেছেন প্রগতিশীল ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:১৭:১৬ দুপুর
অনেক কষ্ট অনেক আশা
তোমার প্রতি ভালবাসা
এসবি তোমাকে হারিয়ে
আজ আমি উতলা মনে এসছে হতাশা
ভালবাসার সেই বন্ধন
ব্যক্তিগত বার্তা প্রেরণ
লিখতে সহযোগিতা
কাঁধে হাত রাখা আপন মানুষগুলোর পরামর্শ
কত ভাল কত মধুর !
একটু একটু লিখতে থাকা
সবার সবাই আপন থাকা
আদর স্নেহ ভালবাসা থাকতাম না একটুও একা
ভাই বোনদের সেই অটুট বন্ধন
সবাই সবার কত প্রিয়জন !
প্রিয়দের মন্তব্যে খুশি হয়ে
লিখেই যেতাম থামতাম না।
গুণীদের ভিড়ে এ অধম
কত কি যে শিখত !
নিজের উন্নতির জন্য এখানে লিখ আর পড়
এ কথাটা সব্বাইকে বলত।
সকল মতের মিলনমেলা
হারিয়ে আমার আপন ঘর
সব হারিয়ে আজ আমি এলাম পরের ঘর
পরের ঘরে আপন জনদের খেদমততো হয়না
মনটা আমার এত খারাপ
কিছুই যে আর সয় না।
বিরহের ব্যথা করেছে আকুল
স্রষ্টার কাছে চাই সে ফুল
হাত তাই আসুন সবাই তুলি
দিবস রাত্রি বেলা
ফিরিয়ে দাও মালিক
আমার সকল মতের মিলন মেলা
আমার অসীম ভালবাসার উৎস
আমাদের স্বপ্নের সোনার বাংলা।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন