স্বাধীনতার চেতনা হরেক রকম যাতনা

লিখেছেন লিখেছেন প্রগতিশীল ১৬ জুলাই, ২০১৩, ০৫:১০:৩৩ বিকাল



চেতনায় রাজনীতি চেতনায় স্বাধীনতা। স্বাধীনতার জন্য মনের কোণে লুকানো যে ভালবাসা তা বছরের বিভিন্ন দিবসে আরো শানিত হয়। গণজাগরণ মঞ্চের মত জাগ্রত জনতা দেখলে তা আরো তীব্র থেকে তীব্রতর হয়। কিন্তু রাজনীতিবিদদের নুরানী চেহারার দিকে তাকালে সে চেতনা নিয়ে পড়তে হয় বিভ্রান্তিতে।

গণরাজনৈতিক বাংলাদেশে চেতনা নিয়ে রাজনীতি হয় সবচেয় বেশি। সেই ছোট্ট থেকে বড় হলাম প্রতি পাঁচ বছরে নতুন নতুন ইতিহাস অধ্যয়নের মাধ্যমে সমৃদ্ধ হলাম। কিন্তু সিদ্ধান্ত নিতে পারলাম না।

পরে হালকা অধ্যয়ন করলামঃ

১. ইন্টারভিউ উইথ হিস্ট্রী ( ইতালিয়ান সাংবাদিক ওরিয়ানা ফালাচির লেখা)

২. একাত্তরের স্মৃতি ( ড. সৈয়দ সাজ্জাদ হোসাইন)

৩. ডেড রেকনিং (শর্মিলা বসু)

৪. বাঙালি হত্যা ও পাকিস্তান ভাগ (মাসুদুল হক)

৫. রাইফেল রুটি অরত ও

আরো কয়েকটি বই।

আর ভারত বিভাগরে ইতিহাস একটু পড়তে গিয়ে পড়লামঃ

১. বাংলা ভাগ হল (জয়া চ্যাটার্জী)

২. ভারত স্বাধীন হল ( মৌলানা আবুল কালাম আযাদ)

সব মিলে অনেকগুলো ব্যাপার পরিস্কার হল তবে এখনও কিছুটা আবছা অন্ধকার রয়েছে রবির বিজ্ঞাপনটা দেখে বার বার বলতে ইচ্ছে হয় আমি দেশপ্রেমিক।

তবে দেশপ্রেমিক হতে গিয়েই একটা সমস্যা তৈরী হয়েছে স্বাধীনতার চেতনা হরেক রকম যাতনার সৃষ্টি হয়েছে। দেশটার ভবিষ্যত নিয়ে শঙ্কিত আমি।

পক্ষে সব জায়েজ আর বিপক্ষে হালালও হারাম। যা কিছু পক্ষে তাই ঠিক হোক না সে মিথ্যার স্তুপ আর জঘন্যতায় ভরা। আর যারা নিরপেক্ষ তারাই বিপক্ষ আজ। পক্ষের লোকেরা সকালের সূর্যোদয়কে সূর্যাস্ত বললেই তা সত্য। পছন্দের অধিকার এখানে ক্ষীণ নয় একেবারেই নেই।

তবে সুকৌশলে সত্যের অবমাননা চলছে। যার প্রতিফল দেখছি বিচার মানে ফাঁসি এ দাবিতে।

বিষয়: বিবিধ

১৪৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File