বিডি টুডে ব্লগে দুদিনের নীড়ের যাত্রা শুরু।

লিখেছেন লিখেছেন দুদিনের নীড় ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০২:২২ দুপুর

প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিডি টুডের সকল সঞ্চারক ও ব্লগার বৃন্দ কে যাদের দিবা-রাত্রি সুচিন্তিত মতামতের জন্য বিডি টুডে ব্লগ সমৃদ্ধ হচ্ছে উত্তরোত্তর। আমি আজ জয়েন করলাম। আমি এমন একসময় জয়েন করলাম যখন জাতি বিভ্রান্তির চরম পর্যায়ে পৌঁছেছে। জাতি আজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। স্বাধীন মত প্রকাশের অধিকার আজ ভূলুণ্ঠিত। পত্রিকা, টিভি সহ অনেক গণমাধ্যম আজ সরকারের অত্যাচারে দিশেহারা। স্বাধীন মত প্রকাশের অন্যতম মাধ্যম বলে আমি ভেবে আসতাম ফেসবুক, ব্লগ ইত্যাদি আজ দেখছি সেখানেও কুচক্রি মহলের নগ্ন হস্তক্ষেপ থেকে রেহাই পাচ্ছে না। তারই দরুন গত কয়েকদিন ধরে দেখলাম। ফাচেবুকের জনপ্রিয় কিছু পেজ বন্ধ করে দিয়েছে। গত আজ থেকে দেখতে পাচ্ছি দেশের অন্যতম জনপ্রিয় ব্লগ সাইট সোনারবাংলাদেশ ব্লগ হ্যাক হয়েছে। এর জন্য ধিক্কার জানানোর ভাষা আমার জানা নাই। সব শেষে বিডি টুডে ব্লগের সকল ব্লগার এবং সঞ্চারকের আরেক দফা ধন্যবাদ দিয়ে আমার লেখা এখানে শেষ করছি। আশা করছি আমাকেও আপনাদের একজন সহযোদ্ধা মনে করে স্বাধীন মত প্রকাশের সুযোগ দান করবেন।

বিষয়: বিবিধ

১৩৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File