আমাদের রাজনীতি আর বাস্তবে সামাজিক অবস্থা কেন বিপরীতমুখী, এ বিষয়ে
লিখেছেন লিখেছেন মোঃ নজরুল ইসলাম মজুমদার ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২৮:০৮ দুপুর
আমাদের রাজনীতি আর বাস্তবে সামাজিক অবস্থা কেন বিপরীতমুখী, এ
বিষয়ে আমি ব্যক্তিগত ভাবে মনে করি এদেশের সামাজিক বাস্তব চিত্র আর রাজনৈতিক চিত্র আকাশ পাতাল পাথক্য। বাস্তবে সমাজে মানুষ যেভাবে দলমত নিরবিশেষে মিলেমিশে বসবাস করছে এবং করতে চায়, আমদের রাজনৈতিক বক্তব্যগুলো যেন মানুষকে বিভক্ত এবং বিবাদমান পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, সামনে দেশটার যে কি হয় একমাত্র আল্লাহই জানেন।
এ মূহুরতে সবাই সৃষ্টিকতার কাছে প্রাথনা করুন, আল্লাহ যেন সবাইকে হেফজত করেন। আ_মীন।
বিষয়: বিবিধ
৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন