খুঁজে ফিরি বন্ধু তোকে...

লিখেছেন লিখেছেন মেকী ভদ্রলোক ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩৭:০১ রাত

বন্ধু,

হারিয়েছি আমি যখন তোকে

হারিয়েছি আমার প্রতিক্ষণের হাসি-

আনন্দ আর আকাশ ছোঁয়ার স্বপ্নটাকে।

সেই থেকে চরম কোন হাসির কৌতুক

পারে না আমায় আর হাসাতে,

কিংবা উগ্র বীটের গ্যংনাম

পারে না আমায় ন্দিুমাত্র নাড়াতে ।

এখন আমি দলিয়ে যাই যত স্বপ্ন

ছিল মনের কোনে চরম অবহেলায়।

আনমনে চলার পথে এখন আমি চমকে উঠি

হঠাৎ কোন কাকের ডাকে, অট্টহাসি

কিংবা রমণীয় কাকলির উচ্ছলতায়।

আজও আমি হারিয়ে যাই

নির্ঘুমরাতে দিন হয়ে যাওয়া

আলোড়িত সেসব কথামালায় ,

যাতে জড়িয়ে আছে কত-শত হাসি আনন্দ

আর ছোট ছোট কিছু দুঃখ গাঁথায়।

আজও আছিস হৃদয়জুড়ে, থাকবি হেথায়

অন্তিম মুহুর্তেও প্রাণাধিক প্রিয় বন্ধু হয়ে

বিষয়: সাহিত্য

১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File