লুট হলো রে লুট হলো-
লিখেছেন লিখেছেন হককথা ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:১৫:০৭ বিকাল
লুট হলো রে লুট হলো-
রঙ্গভরা বঙ্গভূমি, দিনের আলোয় লুট হলো!
আমার খোলা আকাশ ছিল-
স্নিগ্ধ হিমেল বাতাস ছিল-
ঢেউ তোলা নদী ছিল-
দু-কূল ছাওয়া তার স্রোত ছিল-
সবুজ শ্যামল মাঠ ছিল-
বাঁশির সুরে প্রাণ ছিল-
এ বঙ্গভূমির অঙ্গজুড়ে সোনাঝরা রুপ ছিল-
সবই আজ কোথায় যেন হারিয়ে গেল!
হায়! শতরঙ্গা বঙ্গভূমি একে একে লুট হলো!
********
যে কারণে লক্ষ প্রাণ খুন ঝরালো-
বাবার হাসি ম্লান হলো-
মা'র বুক খালি হলো-
বোনের বসন শুভ্র হলো-
ভাই এর খোঁজে ভাই'হারা ভাই গুম হলো-
বাহান্নো আর উনসত্তরের আগুনঝরা দিনগুলো-
একাত্তরের ঘরছাড়া দামাল সেই ছেলেগুলো!
দিক হারা আজ বিভ্রান্ত, বিভিষণ, পথভুলো!
রক্তে কেনা স্বাধীনতা তবে কী আজ ঝুট হলো ?
বিষয়: বিবিধ
১৬৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন