লুট হলো রে লুট হলো-

লিখেছেন লিখেছেন হককথা ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:১৫:০৭ বিকাল



লুট হলো রে লুট হলো-

রঙ্গভরা বঙ্গভূমি, দিনের আলোয় লুট হলো!

আমার খোলা আকাশ ছিল-

স্নিগ্ধ হিমেল বাতাস ছিল-

ঢেউ তোলা নদী ছিল-

দু-কূল ছাওয়া তার স্রোত ছিল-

সবুজ শ্যামল মাঠ ছিল-

বাঁশির সুরে প্রাণ ছিল-

এ বঙ্গভূমির অঙ্গজুড়ে সোনাঝরা রুপ ছিল-

সবই আজ কোথায় যেন হারিয়ে গেল!

হায়! শতরঙ্গা বঙ্গভূমি একে একে লুট হলো!

********

যে কারণে লক্ষ প্রাণ খুন ঝরালো-

বাবার হাসি ম্লান হলো-

মা'র বুক খালি হলো-

বোনের বসন শুভ্র হলো-

ভাই এর খোঁজে ভাই'হারা ভাই গুম হলো-

বাহান্নো আর উনসত্তরের আগুনঝরা দিনগুলো-

একাত্তরের ঘরছাড়া দামাল সেই ছেলেগুলো!

দিক হারা আজ বিভ্রান্ত, বিভিষণ, পথভুলো!

রক্তে কেনা স্বাধীনতা তবে কী আজ ঝুট হলো ?

বিষয়: বিবিধ

১৬৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360704
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। বাংলার মানুষ আসলেই কি স্বাধীনতার যোগ্যতা রেখে? প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে মনে..।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৬
298945
হককথা লিখেছেন : প্রশ্নটা আমার মনেও জাগে কখনও কখনও। পড়েছেন এবং মন্তব্য করেছেন, সে জন্য অনেক অনেক ধন্যবাদ।
360712
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০১
কুয়েত থেকে লিখেছেন : লুটেরাদেরই তো রাজত্ব চলছে। লুট হওয়ার কি কিছু বাকি আছে..? সুন্দর হয়েছে অনেক ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৬
298946
হককথা লিখেছেন : পড়েছেন এবং মন্তব্য করেছেন, সে জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
360731
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩৯
শেখের পোলা লিখেছেন : ছিলই ঝুট৷ তাই নতুন করে আর ঝুট হবেনা৷ এই লুটপাটকে জায়েজ করে জনগনকে খয়রাতি বানানোই ছিল চেতনা৷ তাই হচ্ছে৷
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৬
298947
হককথা লিখেছেন : পড়েছেন এবং মন্তব্য করেছেন, সে জন্য অনেক অনেক ধন্যবাদ।
360737
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০২
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওহ, দারুণ লিখলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর অর্থবোধক একটা কবিতা উপহার দেয়ার জন্য।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৬
298948
হককথা লিখেছেন : পড়েছেন এবং মন্তব্য করেছেন, সে জন্য অনেক অনেক ধন্যবাদ।
360778
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৩৯
সন্ধাতারা লিখেছেন : Chap am. Wonderful!
০১ মার্চ ২০১৬ রাত ০১:১০
299071
হককথা লিখেছেন : Thanks a lot
365387
১১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:২৪
ইবনে হাসেম লিখেছেন : সালাম ভাই, কেমন আছেন। অাপনি দেখি কবিতাও লিখেন, তা বেশ তো হয়েছে। জাজাকাল্লাহু খাইরান
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০৯
303837
হককথা লিখেছেন : ওয়আলাইকুমস সালাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। কবিতা হয়েছে কী? কি জানি! তবে আপনার মত বোদ্ধা পাঠক পড়েছেন, মন্তব্যও করেছেন, এ জন্য আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File