আর কতদূর? হে বাংলাদেশ!
লিখেছেন লিখেছেন হককথা ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:০১:৫৬ বিকাল
সূর্যটা এখনো উঠে নি জেগে
এখানো কাটেনি আঁধারের ঘোর-
পূবের আকাশ এখনও নিকষ কালো-
পাখীরা জাগেনি এখনও, হয়নি কো ভোর।
এখনো বাতাস বড্ড গুমোট-
গুণ-গুণ রব চাপা ক্রন্দণের!
বাবার চোখ জোড়া শুকনো বড়!
মা'র কন্ঠে বিরামহীন রোদন, বিলাপের।
ভাই হারা বোন বালিশ ভেজায়-
স্বামী হারা স্বতী ডুকরে মরে।
এতিম শিশুরা বাবার প্রতিক্ষায়-
অবুঝ নয়ন মেলে চেয়ে থাকে সুদূরে!
আসবে না কী এ রাত কেটে ভোর?
প্রতীক্ষার এ প্রহর হবে না কী শেষ?
আবারও কী জুড়বে না মমতার ডোর?
কোথা সে মাহেন্দ্রক্ষণ? আর কতদূর? হে বাংলাদেশ!
বিষয়: বিবিধ
১৩৪২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান রাব্বুল আলামীন আপনিসহ আমাদের সকলকেই ক্ষমা করুণ এবং সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
মন্তব্য করতে লগইন করুন