আর কতদূর? হে বাংলাদেশ!

লিখেছেন লিখেছেন হককথা ১১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:০১:৫৬ বিকাল





সূর্যটা এখনো উঠে নি জেগে

এখানো কাটেনি আঁধারের ঘোর-

পূবের আকাশ এখনও নিকষ কালো-

পাখীরা জাগেনি এখনও, হয়নি কো ভোর।

এখনো বাতাস বড্ড গুমোট-

গুণ-গুণ রব চাপা ক্রন্দণের!

বাবার চোখ জোড়া শুকনো বড়!

মা'র কন্ঠে বিরামহীন রোদন, বিলাপের।

ভাই হারা বোন বালিশ ভেজায়-

স্বামী হারা স্বতী ডুকরে মরে।

এতিম শিশুরা বাবার প্রতিক্ষায়-

অবুঝ নয়ন মেলে চেয়ে থাকে সুদূরে!

আসবে না কী এ রাত কেটে ভোর?

প্রতীক্ষার এ প্রহর হবে না কী শেষ?

আবারও কী জুড়বে না মমতার ডোর?

কোথা সে মাহেন্দ্রক্ষণ? আর কতদূর? হে বাংলাদেশ!

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303982
১১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫২
অনেক পথ বাকি লিখেছেন : আসবে আসবে। বিজয় এত তাড়াতাড়ি আসলে সেটা তাড়াতাড়ি হাতছাড়া হয়ে যাবে।
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
245860
হককথা লিখেছেন : আসবেই ইনশাআল্লাহ।
303986
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হক কথা ভাই অনেক দিন পরে লিখলেন
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
245861
হককথা লিখেছেন : ঠিকই বলেছেন। ভাই প্রচন্ড ব্যস্ততার কারণে লেখা হয় না। তবে পড়ি ঠিকই। আপনি পোষ্টটা পড়েছেন দেখে আপনাকে অনেক ধন্যবাদ।
303990
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হককথা ভাই। অসাধারণ শব্দচয়নে ব্যথাতুর মনের কথামালাগুলো চমৎকার ছন্দে সাবলীলভাবে বিবৃত হয়েছে যেন। বারাকাল্লাহু ফিক।
মহান রাব্বুল আলামীন আপনিসহ আমাদের সকলকেই ক্ষমা করুণ এবং সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দুনো জাহানের কামিয়াবী হাসিলের তৌফিক দিন এই প্রার্থনা রইলো।
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৪
245899
হককথা লিখেছেন : ধন্যবাদ আপনাকে পড়া ও সুন্দর মন্তব্যের জন্য। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, দোওয়া করি।
303996
১১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
আফরা লিখেছেন : আসবে,আসবেই ইনশাআল্লাহ।
১১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৪
245900
হককথা লিখেছেন : হ্যাঁ, আসবেই ইনশাআল্লাহ।
332428
২৯ জুলাই ২০১৫ দুপুর ০১:৩৯
কুয়েত থেকে লিখেছেন : এখানো কাটেনি আঁধারের ঘোর র্পূবের আকাশ এখনও নিকষ কালো। চালিয়ে যান লাগলো অনেক ভালো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File