নিয়মিত পড়াশোনা করুন। যে এগারোটি কারণে আপনি নিয়মিত পড়াশোনা করবেন-
লিখেছেন লিখেছেন হককথা ০১ জানুয়ারি, ২০১৫, ১২:০০:৪৫ রাত
অনেকের হবি হলো পড়া। যা হাতের কাছে পান, তাই তারা পড়েন। কেউ কেউ অবশ্য এ ক্ষেত্রে বাছ বিচার করে পড়েন। তবে পড়েন। পাঠক হিসেবে এক একজনের রুচি এক এক রকম। এ ক্ষেত্রে মানুষের মধ্যে বৈচিত্রতা রয়েছে অনেক। বই পড়াটা অনেকের আবার নেশাও বটে।
দু:খের বিষয় হলো, আমাদের বাঙ্গালি সমাজে এ নেশাটা অনেক কমই দেখা যায়। ইদানিং বোধ করি পাঠকের সংখ্যাটা বাড়ছে। এটা একটা আশার কথা। পড়া নিয়ে ব্যাপক গবেষণাও হয়েছে। তারই কয়েকটা ফলাফল নিয়ে আজকের লেখা।
পড়াটা কেবল সময় ক্ষেপণের জন্যই নয়, বরং পড়াটা হওয়া দরকার ব্যক্তি হিসেবে আত্বিক উন্নয়নের লক্ষ্যে। ব্যক্তির আত্বিক উন্নয়ন হলে তার দ্বারা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজ, সবাই উপকৃত হয়। তাই একটা সুন্দর, সুশীল সমাজ তৈরীতে আমরা সবাই কম বেশি অবদান রাখতে পারি, নিজেদের মধ্যে পাঠাভ্যাস তৈরী করে যেমনি, তেমনি নিজেদের চেনা অচেনা আত্বীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এ দূর্লভ গুণটি তৈরীতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করার মাধ্যমে।
পড়ুন, পড়ার এগারোটি কারণ ;
এক- বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে প্রতিদিন নিয়মিত পড়া শোনার ফলে ব্রেন সেল বা মস্তিষ্কের কোষ বয়স বৃদ্ধিজনিত কারণে স্বাভাবিক ক্ষয় প্রক্রিয়া হতে বেঁচে থাকে, অথবা নিদেন পক্ষে ক্ষয়ের এ প্রক্রিয়াটা ধীর গতিতে এগুতে থাকে। এর ফলে আলজাইমার্স নামক মারাত্বক রোগটি হতে বাঁচা যায় খুব সহজেই।
দুই- পরিবার, অফিস, ব্যবসা বা অন্য কোন কাজের চাপে আপনি যখন ক্লান্ত, বিরক্ত সেরকম সময়ে পড়াতে মন দেয়াটা কঠিন। কিন্তু চেষ্টা করে আপনি কোনমতে পছন্দনীয় কোনো বিষয়ে পড়াশোনা শুরু করতে পারেন, দেখবেন আপনার মানসিক স্ট্রেস দূর হয়ে গেছে খুব সহজেই।
তিন- প্রতিদিন নিয়মিত একটু আধটু পড়ুন। আপনার পছন্দনীয় বিষয় পড়ুন। প্রতিদিন খুব সামান্য সময়ও যদি পড়া শোনা করেন, তাও আপনার জ্ঞানের পরিধি বাড়তে থাকবে। জীবনের কোন না কোন পর্যায়ে এই জ্ঞান আপনার কাজে লাগবেই লাগবে। আর কে না জানে যে, জ্ঞানই হলো আসল শক্তি!
চার- পড়ুন। যত বেশী পড়বেন, ততবেশী আপনি ভাষা ও ভাষার ব্যবহার তার প্রকাশ ভঙ্গী শিখবেন এর পাশাপাশি নতুন নতুন শব্দসম্ভার আপনার স্মৃতিতে যোগ হবে। আপনার অলক্ষ্যেই আপনার ভাষা সমৃদ্ধ হতে থাকবে। নতুন নতুন ভাষা শেখার ক্ষেত্রে পড়ার কোন বিকল্প নেই।
পাঁচ- বিজ্ঞান গবেষণায় দেখো গেছে আপনি যখন পড়ছেন, তখন আপনার মস্তিষ্ক বেশি বেশি কাজ করছে, মস্তিষ্কের কোষগুলো বেশিমাত্রায় সচেতন ও ক্রিয়াশীল হয়ে উঠে। এর ফলে মস্তেষ্কের কোষগুলোতে বেশিমাত্রায় রক্ত সরবরাহ হতে থাকে, কোষের বৃদ্ধি ঘটতে থাকে। এর ফলে আপনার মেধা বাড়তে থাকার পাশাপাশি আপনার স্মৃতিশক্তিও বাড়তে থাকবে।
ছয়- নিয়মিত পড়াশোনার ফলে আপনার মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তা করার শক্তি গড়ে উঠবে, মনস্তত্বের ভাষায় এটাকে ' Analytical Thinking Skills' বলা হয়ে থাকে। এর ফলে আপনার মধ্যে যে কোনো ঘটনার গভীরে দৃষ্টি দেবার মত বৃদ্ধিবৃত্তিক শক্তি গড়ে উঠতে থাকবে।
সাত- নিয়মিত পাঠাভ্যাস আপনার মধ্যে মনযোগী হয়ে উঠতে সাহায্য করবে। আপনি যে কোন কাজে পূর্বপরিকল্পনামত মনযোগী হয়ে উঠার মত দূর্লভ গুনে গুনান্বিত করে তুলবে। এটা বহুল প্রমাণিত একটা বিষয়। যাদের নিয়মিত পাঠাভ্যাস আছে, তারা পড়া শোনার বাইরের যে কোন কাজেও লক্ষস্থীরপূর্বক (Focused) মনযোগী হতে পারেন।
আট- নিয়মিত পড়া শোনার কারণে আপনার ঝুলিতে কেবল যে ভাষা ও শব্দ সম্ভার যোগ হবে তাই না, আপনার নিজের প্রকাশভঙ্গিও উন্নত হবে। আপনার ভেতরে লেখা-লেখির শক্তি ও দক্ষতা তৈরী হতে থাকবে।
নয়- মেডিকেল সাইন্সের গবেষণায় দেখা গেছে, আপনার বিশ্বাস অনুযায়ী ধর্মীয় বই পত্র ও আর্টিকেল পড়ার কারণে উচ্চ রক্তচাপে ভুগছেন, এমন ব্যক্তি রক্তচাপ কমে যায়। মানসিক অস্থিরতা, অবসাদ দূর হয় এবং মনে স্থিরতা (Tranquillity) আসে|
দশ- পড়া শোনা একটা বিনোদন। আপনার মন প্রফুল্ল থাকবে। মানসিক শান্তি পাবেন নিয়মিত পড়া শোনা করলে। এবং
এগারো- নিয়মিত পড়া শোনা করাটা আপনার একান্তই কর্তব্য এ কারণে যে, পড়া শোনা একজন মুসলমানের জন্য ফরজ। আল্লাহ এই নির্দেশটিই সবার আগে দিয়েছিলেন তার প্রিয় নবী রাসুলুল্লাহ সা: কে। আমাদের প্রতিও সে নির্দেশ, বলেছেন, পড়, তোমার রবের নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। তাই নিয়মিত পড়া শোনা করাটা হলো একটা ইবাদাত।
জ্ঞান চর্চা করা একজন মুসলমানের জন্য আজীবন, আমৃত্যু ফরজ। এ ফরজ পালনার্থেই আপনি পড়বেন।
অতএব নিয়মিত পড়া শোনা করুন।
বিষয়: বিবিধ
২৪৫৮ বার পঠিত, ৪৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ইহা সেই কিতাব যাতে কোন সন্দেহ নাই। সন্দেহ করলেই আগুন। না পড়ে উপায় আছে?মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
আপনাকে খুব পরিচিত মনে হচ্ছে, আপনি তো এসবিতে লিখতেন তাই না?
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
মুক্তিযুদ্ধের কন্যা
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
মুক্তিযুদ্ধের কন্যা
সুন্দর লেখার জন্য ধন্যবাদ
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : But you did so. Thanksসুন্দর আহবান সম্বলিত দারুন উপস্হাপনা! ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান জানাচ্ছি!
দেশে থাকতে শুধুই বিনোদন খুজতে প্রচুর গল্প-উপন্যাস-নাটক পড়তাম! ব্লগে আসার পর চিন্তাধারা পরিবর্তন হয়েছে! ধর্মীয়-সামাজিক বিষয়ে পড়ার আগ্রহ জাগছে!
সুযোগ সংকির্ণতায় ব্লগেই পড়ার কাজ সারছি!
দোয়ার দরখাস্ত রইল হে শ্রদ্ধেয়.....!!!
কিন্তু আপনার হককথাগুলো ইষ্টি-মিষ্টি।
এমন লেখা হলে পড়তে মজাই লাগে।
এই ব্লগে আমার প্রথম যে লিখা স্টিকি হয়েছিল সেটা ছিল বইমেলা এবং বইপড়ার উপর আমার অভিজ্ঞতা নিয়ে।
সেখানে অনেকেই এমন মন্তব্য করেছিলেন যে বই পড়া কমেযাচ্ছে কাজের চাপে। কিন্তু এই চাপ এর ফলে সৃষ্ট টেনশন কমাতে যে বই একটি বড় অসুধ সেটা কেউ বুঝতে চাননা!
অসাধারন লেখা! এমন লেখা আরো চাই।
আপনার লেটেস্ট আরেকটা লেখা পড়েছিলাম, খুবই যুক্তিযুক্ত মনে হয়েছিল। কিন্তু পরে আর মন্তব্য করতে গিয়ে লেখাটা খুঁজে পেলাম না। হয়ত কারো আঁতে ঘা লেগেছে
পড়ার পাশাপাশি লেখাটাও গুরুত্বপূর্ণ, মহান আল্লাহই আমাদেরকে জানিয়েছেন যে, তিনি "ইলম" দান করেছেন কলমের মাধ্যমে। সুতরাং কলম হাতে রাখতে হবে - প্রকৃত জ্ঞান অর্জনের জন্য সৎ নিয়তে লেখার অভ্যাস করাটাও জরুরী।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
অতি উত্তম এবং অতি মূল্যবান আহ্বান নিঃসন্দেহে। এত ভাল একটা লেখা দেরীতে পড়লাম জন্য ক্ষমা চাই!
মন্তব্য করতে লগইন করুন