জিহ্বাটা নিয়ন্ত্রণ করুন ও সফল হোন।
লিখেছেন লিখেছেন হককথা ১২ নভেম্বর, ২০১৪, ০৪:৪৭:১৭ বিকাল
জিহ্বাটা নিয়ন্ত্রণ করুন। এটাকে নিয়ন্ত্রণ করতে পারাটা খুবই কঠিন একটা কাজ। কিন্তু তা করার কোনো বিকল্পও নেই।
একজন মুসলমানের জন্য এটা অপরিহার্য যে, সে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, সংযত করবে, নতুবা এই জিহ্বা'ই একদিন তাকে জাহান্নামবাসী করে তুলবে।
একজন মু'মিনের জন্য নিজ রসনাকে সংযত করতে পারাটা তার ইহকালীন ও বিশেষ করে, তার পরকালীন সফলতার জন্য অন্যতম পূর্বশর্ত।
আল কুরআনে কারীমেও আল্লাহ পাক বার বার এ বিষয়ে সতর্ক করেছেন, নির্দেশনা দিয়েছেন মুসলমানদের। কুরআনুল কারীমে সর্বমোট ১১টি স্থানে এরকম সুষ্পষ্ট নির্দেশনা এসেছে। আসুন দেখি সেগুলো এক এক করে।
১. সত্য কথা বলুন। (সুরা আহযাব- ৭০)
২. কল্যাণকামী কথা বলুন। (সুরা বাক্বারা- ৮৩)
৩. উত্তম কথা বলুন। (সুরা ইসরা- ৫৩)
৪. নম্রভাবে কথা বলুন। (সুরা ইসরা- ২৮)
৫. আস্তে কথা বলুন। (সুরা ত্ব হা- ৪৪)
৬. অনুগ্রহপূর্বক কথা বলুন। (সুরা ইসরা- ২৩)
৭. নিরর্থক কথা না বলুন। (সুরা আল মু'মিনুন-৩)
৮. মিথ্যা না বলুন। (সুরা হাজ্জ-৩০)
৯. নিন্দা (গীবত) না করুন। (সুরা হুজুরাত-১২)
১০. প্রমাণ ছাড়া কথা না বলুন। (বাক্বারা-১১১)
১১. মিথ্যা অপবাদমূলক কথা না বলুন। (আহযাব-৫৮)
আল্লাহ পাক আমাদের সকলকে গুরুত্বপূর্ণ এ বিষয়ে সচেতন হবার শক্তি দিন।
বিষয়: বিবিধ
১৭৪৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু ছবিতে তো দেখা যাচ্ছে জিহবাকে সেলাই করে দেওয়া হয়েছে ! তাহলে তো কথাই ঠিক করে বলতে পারবে না , ভাল ভাল কথা ও উপদেশও দিতে পারবে না!
ছবিটা ভাল করে নিজেই আবার দেখেন আমার ফাইনডিন্স ভুল কি না ?
হককথা শুনলেই গা জ্বলে ?
ধন্যবাদ লিখাটির জন্য।
কথা নিয়ন্ত্রন করতে না পারার জন্যই আমাদের মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
সুন্দর পোষ্টের জাজাকাল্লাহ খাইরান ।
আল্লাহ'র অশেষ রহমতে আয়াতগুলো এক জায়গায় পেয়েগেলাম।
খুবই সুন্দর পোস্ট - ভালো লাগলো অনেক যাজাকাল্লাহু খাইর আমার জন্য হেদায়তের দোআ করবেন বেশি বেশি।
চমৎকার একটি পোস্টের জন্য মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন