এ বুড়োদের হাত ধরেই বিজয় আসবে। আসবেই।

লিখেছেন লিখেছেন হককথা ১০ নভেম্বর, ২০১৪, ১২:১১:২৫ রাত



এ বুড়োরাই আমাদের অহংকার,

আমাদের র্গব।

আর তরুণেরা?

ওরা তো ফেসবুকে,

ঢুলু ঢুলু চোখে ধুঁকছে আর ধুঁকছে।

রাতভর ধুঁকছে !

আমাদের যুবকেরা ?

ওরা বেঘোরে শীশার নল চুষছে;

নেশার অজানা ঘোরে, ফুঁকছে তো ফুঁকছে!

ওরা চেতনার ছেঁড়া ত্যানাকে প্রিয়তমার-

আঁচল বানিয়ে তারাই ছায়ায় নিদ্রামগ্ন!

ওরা নীল নয়না কেশবতীর কালো কেশে

জনমের মত গেছে ফেঁসে!

ওরা আসবে না।

ওরা আর জাগবে না!

এই পক্ককেশ বুড়োরাই আমাদের সম্বল।

একাত্তরে যে তরূণের দু'টি হাত জেগেছিলো-

প্রৌঢ়ত্বে সেই পক্ককেশ বৃদ্ধই আবার র্গজে উঠছে!

আরও একবার স্বাধীনতার ডাক দিচ্ছে;

তাগুতের হাত থেকে মুক্ত হোক এই বদ্বীপ,

মুক্ত হোক শাহজালাল, শাহ পরাণের এই পূণ্যভূমী।

শ্লোগাণে শ্লোগাণে আবারও মুখরিত হোক-

টেকনাফ থেকে তেতুলিয়ার প্রান্তর।

রক্ত দিয়ে কেনা এ জনপদ, রক্তেই আবার উজ্জীবিত হবে!

রক্তের ফেনাতেই ভেঁসে ভেঁসে আসবে মুক্তি।

আসবে বিজয়।

আসবে, এই পক্ককেশ বৃদ্ধদের হৃদয় নিংড়ানো ভালবাসা-

আর আমার বাবার কপালের ভাঁজে ভাঁজে-

তার পবিত্র চিবুকের শ্বেতশুভ্র পশমের

পরতে পরতে লুকিয়ে থাকা প্রাজ্ঞতার হাত ধরে।

বিজয় আসবেই।

আসতেই হবে।

বিজয় কেবল আর একটি রাতের দুরত্বে!

আঁধার এ রাতটুকু পোহালেই বিজয় আসবে।

আসতেই হবে।

বিজয় আসবেই।

বিষয়: বিবিধ

১৪৭৫ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282720
১০ নভেম্বর ২০১৪ রাত ১২:৩৫
সালাম আজাদী লিখেছেন :
বিজয় কেবল আর একটি রাতের দুরত্বে!

আঁধার এ রাতটুকু পোহালেই বিজয় আসবে।

আসতেই হবে।

বিজয় আসবেই।

কী সাহসী উচ্চারণ!!!
১০ নভেম্বর ২০১৪ রাত ১২:৫০
226096
হককথা লিখেছেন : আপনাদের নেক সোহবতের বরকত। আলহামদুলিল্লাহ।
১০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩২
226219
পরবাসী লিখেছেন : ছবির পাচজন যেমন তেমন ছয় নম্বর জন তো ৭১ এর পর থেকেই পলাতক,জানের ভয়ে ৪৩ বছরে দেশে আসে নাই।প্রকৃত দোষীর মতই তার আচারন। তার মাধ্যমেও ইসলামের বিজয় হবে ? ছ্যা ছ্যা ছ্যা।

http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/7469/porobashi/56716

এই ব্লগ টি পড়ার এবং জবাব দেবার অনুরোধ থাকল।
282722
১০ নভেম্বর ২০১৪ রাত ১২:৪০
সন্ধাতারা লিখেছেন : Chalam. Unique thought and expression. Jajakallahu khair.
১০ নভেম্বর ২০১৪ রাত ১২:৫০
226097
হককথা লিখেছেন : Thanks a lot
282724
১০ নভেম্বর ২০১৪ রাত ১২:৫২
আবু জারীর লিখেছেন : চমৎকার এবং সাহসী উচ্চারণের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১০ নভেম্বর ২০১৪ রাত ১২:৫৫
226099
হককথা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও পড়া ও মন্তব্যের জন্য।
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
226225
পরবাসী লিখেছেন : ছবির পাচজন যেমন তেমন ছয় নম্বর জন তো ৭১ এর পর থেকেই পলাতক,জানের ভয়ে ৪৩ বছরে দেশে আসে নাই।প্রকৃত দোষীর মতই তার আচারন। তার মাধ্যমেও ইসলামের বিজয় হবে ? ছ্যা ছ্যা ছ্যা।

http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/7469/porobashi/56716

এই ব্লগ টি পড়ার এবং জবাব দেবার অনুরোধ থাকল।
282740
১০ নভেম্বর ২০১৪ রাত ০২:২৮
আফরা লিখেছেন : জী চাচাজান আপনার সাহসী উচ্চারনের সাথে আমি ও সুর মিলিয়ে বলতে চাই বিজয় আমাদের আসবেই আসবে !ইনশা আল্লাহ !
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
226226
পরবাসী লিখেছেন : ছবির পাচজন যেমন তেমন ছয় নম্বর জন তো ৭১ এর পর থেকেই পলাতক,জানের ভয়ে ৪৩ বছরে দেশে আসে নাই।প্রকৃত দোষীর মতই তার আচারন। তার মাধ্যমেও ইসলামের বিজয় হবে ? ছ্যা ছ্যা ছ্যা।

http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/7469/porobashi/56716

এই ব্লগ টি পড়ার এবং জবাব দেবার অনুরোধ থাকল।
১১ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪৭
226376
হককথা লিখেছেন : পরবাসী ভাই, অবোধ দুগ্ধপোষ্য শিশুদের কথার জবাব দিতে নেই। আপনার ব্লগ বেড়িয়ে, পোষ্ট পড়ে এসে এটাই আমার উপলব্ধী হয়েছে।
১১ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪৮
226377
হককথা লিখেছেন : আফরা মা মনি, তোমাকে অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য।
282744
১০ নভেম্বর ২০১৪ রাত ০২:৪৮
শেখের পোলা লিখেছেন : মেঘ দেখে কেউ করিসনা ভয়,
আড়ালে তার সূর্য হাঁসে।
হারা শশীর হারা হাঁসি,
অন্ধকারেই ফিরে আসে।
১১ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪২
226374
হককথা লিখেছেন : ধন্যবাদ পড়া ও মন্তব্যের জন্য।
282745
১০ নভেম্বর ২০১৪ রাত ০২:৫০
লজিকাল ভাইছা লিখেছেন : এটা ইতিহাসের কথা , যেখানে ইসলাম প্রিয় মানুষের রক্ত ঝরেছে সেখানেই ইসলামের বিজয় এসেছে। বাংলার মাটিতে ও ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ।
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
226227
পরবাসী লিখেছেন : ছবির পাচজন যেমন তেমন ছয় নম্বর জন তো ৭১ এর পর থেকেই পলাতক,জানের ভয়ে ৪৩ বছরে দেশে আসে নাই।প্রকৃত দোষীর মতই তার আচারন। তার মাধ্যমেও ইসলামের বিজয় হবে ? ছ্যা ছ্যা ছ্যা।

http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/7469/porobashi/56716

এই ব্লগ টি পড়ার এবং জবাব দেবার অনুরোধ থাকল।
১১ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪৩
226375
হককথা লিখেছেন : ইনশাআল্লাহ।
282773
১০ নভেম্বর ২০১৪ রাত ০৪:৩৩
ওরিয়ন ১ লিখেছেন :
১১ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪৮
226379
হককথা লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
282841
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:২০
নিরবে লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো
১১ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪৯
226380
হককথা লিখেছেন : ধন্যবাদ।
282846
১০ নভেম্বর ২০১৪ সকাল ০৯:২৭
হতভাগা লিখেছেন : তারা নিরীহ মুসলমান ভাইদের হত্যা করেছে, করিয়েছে । মাফও চায় নি , উল্টো দম্ভ করেছে ।
দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না এবং আল্লাহও করবেন না ।

এই বুড়োড়াই দেশটাকে পশ্চিম পাকিস্তানের শোষকদের শোষনে রাখতে চেয়েছিল , কিন্তু অদম্য যুবারাই তা হতে দেয় নি ।

৭১ পরবর্তী ভাল মানুষ সেজে তারা এদেশেরই কিছু তরুনকে বিপথে নিয়ে গেছে শয়তান যেমন কাউকে প্রতারিত করতে চাইলে ভাল ভাল কথা বলে ।

নিজামীদের সাথে সাথে জামায়াতেরও রাজনীতি ইতির পথে ।
১০ নভেম্বর ২০১৪ সকাল ১০:০০
226184
আনিসুর রহমান লিখেছেন : Brotherহতভাগা who speaks the "TRUTH" world renown Islamamic Scholar or people from anti-islamic fasciest regime?
Who follow the path of Satan? world Renown islamic scholar or নাসটিক-মুরদাত ? Please read my post and know the real thing and get the idea about the plot of SATAN.
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
226224
হতভাগা লিখেছেন : আপনি কি নিশ্চিত যে ভুক্ত ভোগীরা নিজামীদের ক্ষমা করে দিয়েছে মাফ না চাইলেও ?
১১ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৩
226382
হককথা লিখেছেন : তারা '৭১ বা তার পরবর্তি সময়কালে মানুষ হত্যা করেছেন, করিয়েছেন, আপনার এ কথা যদি সত্যি হয় তা হলে আপনি বেঁচে গেলেন। আর যদি এটা মিথ্যা অপবাদ হয়, তা হলে নিশ্চিত আপনি মিথ্য অপবাদ আরোপের দায়ে আল্লাহর কাছে ধরা খাবেন একদিন। আপনি বিশ্বাস করেন, তারা হত্যা করেছে বা করিয়েছে। আমি বিশ্বাস করি তারা এ কাজ করেন নি। পার্থক্য কেবল সত্য আর মিথ্যার।
১১ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০৫
226403
হতভাগা লিখেছেন : যদি একটা হত্যাও না করতো বা করাতো তাহলে তাদের বিপক্ষে তো কোন মামলা করালে সেটাকে দাঁড় করানোই যেত না !

বেশ কয়েকটা মামলায় তারা কিন্তু খালাসও পেয়েছে ।

এখন তারা যদি একটা খুন করে বা করায় এবং মাফ না চায় তাহলে তো পরকালে এর ভিক্টিমরা তাদের ছাড়বে না ।

আর আপনার বিশ্বাস যদি সত্য হয় উনাদের ব্যাপরে যে উনারা একেবারেই নির্দোষ তাহলে আপনি বেঁচে গেলেন , না হলে .....

উনাদের ঐ সময়ের ইয়ার দোস্ত সৌদি , আমেরিকারাও কিন্তু বলছে ফাঁসি না দিতে । তার মানে নিজামীদের বিচার যে ঠিক আছে এবং তারা যে একিউজড এবং সেই সাথে দোষী প্রমানিত তা নিজামীদের ৭১ এর বিদেশী বন্ধুরাও মেনে নিয়েছে ।

৭১ এ জামায়াত মুক্তিকামীদের হত্যা করেনি বা করায় সাহায্য করেনি - এটা বিশ্বাস করা খুব টাফ যেখানে বন্ধুরাই বিচারটাকে মেনে নিয়েছে ।
১০
282870
১০ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৭
পরবাসী লিখেছেন : nullhttp://www.bdmonitor.net/blog/blogdetail/detail/7469/porobashi/56716
১১ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৩
226383
হককথা লিখেছেন : পরবাসী ভাই, অবোধ দুগ্ধপোষ্য শিশুদের কথার জবাব দিতে নেই। আপনার ব্লগ বেড়িয়ে, পোষ্ট পড়ে এসে এটাই আমার উপলব্ধী হয়েছে।
১১ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
226484
পরবাসী লিখেছেন : আপনে কত বড় ? জানতে ইচ্ছা করে,

জবাব দিতে পারলে তো দিবেন। আওয়ামীলিগ,বিএনপির মত আপনারাও এক বাতিল। তারা তো যাকাত,ফেতরা দিয়ে সংগঠন চালায় না আর আপনার যাকাত,ফেতরার টাকাও উঠান সংগঠন চালানোর জন্যে।
১১
282910
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০২
পরবাসী লিখেছেন : ছবির পাচজন যেমন তেমন ছয় নম্বর জন তো ৭১ এর পর থেকেই পলাতক,জানের ভয়ে ৪৩ বছরে দেশে আসে নাই।প্রকৃত দোষীর মতই তার আচারন। তার মাধ্যমেও ইসলামের বিজয় হবে ? ছ্যা ছ্যা ছ্যা

Click this link

এই ব্লগ টি পড়ার এবং জবাব দেবার অনুরোধ থাকল।
১২
285864
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৬
ইবনে হাসেম লিখেছেন : আসসালামু আলাইকুম। আপনার আবেগময় কবিতাটি আজই পাঠ করলাম। আপনার আশার বাণীতে আশ্বস্ত হয়ে আমরাও আশায় বুক বাঁধলাম।
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
229259
হককথা লিখেছেন : ধন্যবাদ পড়া ও মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File