এখানে সবাই কবি।

লিখেছেন লিখেছেন হককথা ০৮ নভেম্বর, ২০১৪, ০৪:১৬:৫১ বিকাল



এ মাটি বড় উর্বর মাটি-

বর্ষণে, কর্ষণে, নিত্যই সোনা ফলে।

এ মাটি কবি আর কবিতার জন্যও উর্বর।

এখানে কবিদের মাথায় কাব্য ফলে;

নর্দমার ব্যঙ্গাচীর মত-

মৌচাকের মৌমাছির মত-

পদ্মার ইলিশের ঝাঁকের মত-

বন হরিনের পালের মত-

নদীর স্রোতের মত-

আকাশের তারার মত, বেশুমার॥

এখানে সবাই কবি।

বাবরী চূল ঝাঁকিয়ে-

সূরাসিক্ত গলা খেঁকিয়ে-

অদ্ভুতোচ্চারণে মুখ বেঁকিয়ে-

নিরানন্দ জীবনের ছন্দহীন সংলাপে;

এখানে সবাই কবি।

এখানে প্রেম না জানা যুবকও কবি;

পথহারা পথিকও কবি;

গঞ্জিকাসেবীও কবি,

পঞ্জিকাপাঠকও কবি।

সিন্দুক আগলে রাখে যে জন, সেও কবি-

বন্দুক বহে যে জন, সেও কবি!

এখানে সিংহাসনে বসেও কবিতা লেখা যায়।

এখানে বিশ্ববেহায়াও কেবলমাত্র মাটির গুণেই,

হ্যাঁ, উর্বর এ মাটির গুণেই কবি বনে যায়!

এ কেবল উর্বর মাটিরই গুণ॥

বিষয়: বিবিধ

১৩৪৯ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282357
০৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম শ্রদ্ধেয় হককথা ভাই। চমৎকার লিখেছেন। জাজাকাল্লাহু খাইর।
০৮ নভেম্বর ২০১৪ রাত ১০:০৮
225825
হককথা লিখেছেন : ওয়া্লাইকুমুসসালাম। আপনাকে ধন্যবাদ পড়ার জন্য।
282362
০৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০০
শহর ইয়ার লিখেছেন : জীবনানন্দ বলেছিলেন সকলেই কবি নন, কেউ কেউ কবি। আপনি বলছেন এখানে সবাই কবি। কেউ কেউ বলেন কাকের চেয়ে কবির সংখ্যা বেশি!
০৮ নভেম্বর ২০১৪ রাত ১০:০৯
225826
হককথা লিখেছেন : এ দেশে কাকের বড় অভাব, কারণ আমরা ভাত ছিটাই না। ছিটিয়ে দেবার মত ভাতই বা আমাদের কই?
তবে এখানে কবির কোনো অভাব নেই, কারণ কড়ি'র বড়ই ছড়াছড়ি। কড়ি ছেটালে কবি এমনিতেই তৈরী হয়!!
282374
০৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : এমন কবিতার প্রশংসা না করাটা অপরাধ! পড়ে মুগ্ধ হয়েছি। শব্দ-চয়ন ছিল অসাধারণ! কবিতার মর্মার্থ আমাদের বাস্তবতাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। নতুন কিছু শেখার জন্য এমন সাবলীল বাক্যবিন্যাসে গড়া কবিতা সবার জন্যই পাথেয় হতে পারে! কবিকে ধন্যবাদ। অন্তত একজন নতুন ভক্ত তিনি জোগাড় করে ফেলেছেন! এগিয়ে চলুক কবিতা, ভালো থাকুক কবি-প্রাণ!

আমার কবিতাগুলো পড়ার আমন্ত্রণ রইল।
০৮ নভেম্বর ২০১৪ রাত ১০:১১
225827
হককথা লিখেছেন : এমন প্রশংসা আমার প্রাপ্য নয় মোটেও। তবে আপনার যে ভালো লেগেছে, তা জেনে দারুণ ভালো লাগছে বটে! আপনার পেজ সময় করে বেড়িয়ে আসবো ইনশাআল্লাহ।
282380
০৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কবি আর কাক
নেই কোনো ফারাক
০৮ নভেম্বর ২০১৪ রাত ১০:১৩
225829
হককথা লিখেছেন : ডিজিটাল কবি আর ডিজিটাল কাক-এর মধ্যে প্রভূত ফারাক।
নজরুল অভূক্ত থেকে থেকে, পোড় খেয়ে খেয়ে কবি হয়েছিলেন, কিন্তু এ দেশে ক্ষমতার মসনদে বসে অথবা রাজাসনের ছায়ায় বসেই কেবল কবি হওয়া যায়!!
282403
০৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
আফরা লিখেছেন : আসসালামুয়ালাইকুম চাচাজান ।কেমন আছেন ?কবিতা অনেক ভাল লাগল ।আমি ও কবিতা লিখতে চাই কিন্তু কবিতার একটা লাইনও আমার মাথা থেকে বের হয় না । অনেক ধন্যবাদ চাচাজান।
০৮ নভেম্বর ২০১৪ রাত ১০:১৪
225830
হককথা লিখেছেন : মা'মনি তোমার লেখা গুলো অসাধারণ। তোমার লেখাগুলো আমি মনযোগ দিয়ে পড়ি। তুমি পড়েছো এবং তোমার ভালো লাগলো দেখে আমারও ভালো লাগলো।
285866
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৩৮
ইবনে হাসেম লিখেছেন : একদিন আমিও কবি হইতে চাইছিলাম... Crying
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪২
229245
হককথা লিখেছেন : আপনিও আমার দলে? আমাদের কারো ভাগ্যেই কবি পদবী জুটলো না ভাই!Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File