তাঁর কাছে এ দেশের, এ জাতির অপরিসীম ঋণ। একদিন এ সত্যটা দেশবাসী হাড়ে হাড়ে বুঝবে।

লিখেছেন লিখেছেন হককথা ২৩ অক্টোবর, ২০১৪, ১১:০০:৩৬ রাত



বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে ইসলামি পূনর্জাগরণ শুরু হয়েছিলো বিশ্ববাসীর অনেকটা অলক্ষ্যেই, বিশেষ করে, অধূনা বিশ্বের মোড়লদের অলক্ষ্যেই। এই পূনর্জাগরণকে তারা কোনো আমলেই নেন নি।

বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে এই আন্দোলনকেই তীল তীল করে একেবারে তৃণমূল পর্যন্ত যারা ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিতে যে ক'জন মহামানব অবদান রেখেছেন, তাদের প্রথমসারীর একজন ছিলেন অধ্যাপক গোলাম আযম।

তাঁকে কী সংগঠক বলবেন? না, তাঁকে একজন বিদগ্ধ ইসলামি পন্ডিত বলবেন, সেটা নিয়ে আপনাকে নিজের সাথে বোঝা পড়া করতে হবে। কোনটা রেখে কোন অভিধায় তাঁকে অভিহিত করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যে বিষয়টা নিয়ে পুরো বিশ্বের ইসলাম প্রিয় মুসলমানরা একমত, সেটা হলো, তিনি একজন নিষ্ঠাবান মুজাহিদ ছিলেন, ছিলেন দ্বীনের খাদেম।

মরহুম গোলাম আযমের কাছে বাংলাদেশের, বাংলাদেশীদের ঋণের পরিমাণটা এতটাই বেশী যে, এ ঋণ কোনো দিনও শোধ হবে না। এ দেশে ইসলামি আন্দোলন, শিক্ষা, কৃষ্টি কালচার, বাংলা ভাষা রক্ষায় তাঁর যে অবদান, তা সীমাহীন। এ জাতি একদিন এ সত্যটা হাড়ে হাড়ে বুঝবে।

আল্লাহ পাক তাঁর দ্বীনের এ খাদেমের খেদমতকে কবুল করুন। তাঁকে জান্নাতে স্থান দিন।

বিষয়: বিবিধ

১৬০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277622
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:০৪
লজিকাল ভাইছা লিখেছেন : ধন্যবাদ
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:০৪
221534
হককথা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
277641
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৩১
আবু জারীর লিখেছেন : হে রব! তুমি তোমার গোলাম অধ্যাপক গোলাম আযমকে মাফ করে দাও। তাকে তোমার জান্নাতের মেহমান বানাও। সারা জীবন যারা তাকে জন্ত্রনা দিয়েছে, অপবাদ দিয়েছে, জেল খাটিয়েছে, ভবিষ্যতে যারা তাকে অপবাদ দিবে তুমি তাদের সকলকে তোমার কঠিন আজাবে নিপতিত কর। তাকে যারা ভালোবাসে, ভালোবেসেছিল এবং ভবিষ্যতেও ভালোবাসবে তুমি তাদের সকলকে হেদায়েতের উপর অটল রেখ। মরহুমের রেখে যাওয়া অসমপ্ত কাজকে সফলতার সাথে আঞ্জাম দেয়ার জন্য তার উত্তরসূরিদের হিম্মত দাও। তার আজীবনের লালীত স্বপ্ন বাংলাদেশে তোমার দীন প্রতিষ্ঠিত করে জান্নাতে তার বিদেহী আত্মাকে পরিতৃপ্ত কর। হে রব তুমি আমাদের দুয়া কবুল কর।
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৩২
221551
হককথা লিখেছেন : আমিন ইয়া রাব।
277661
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৯
মহি১১মাসুম লিখেছেন : ঠিক বুঝলাম এদেশ বা জাতি বলতে কী বুঝিয়েছেন,
নিশ্চয় পাকিস্তান,তাই নয় কী।
২৪ অক্টোবর ২০১৪ রাত ১২:১১
221576
হককথা লিখেছেন : আপনাকে বিষয়টা নিয়ে না ভাবলেও চলবে বলেই মনে করি।
২৪ অক্টোবর ২০১৪ রাত ০২:৫১
221589
এহসান সাবরী লিখেছেন : আপনি বুঝি তাই বুঝেছেন? দিনরাত এক নাম উচ্চারণ করে চলছেন,উঠতে বসতে এক দেশের নাম বলে মুখে ফেনা আনার উপক্রম করেছেন ভেবে দেখুন নিজেই কতটা পাগলা প্রেমিক আপনি সেই দেশের। এতবার নিজের দেশের নামও বলেন কিনা সন্দেহ!
২৪ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫৯
221602
ইবনে হাসেম লিখেছেন : এহসান সাবরী লিখেছেন : আপনি বুঝি তাই বুঝেছেন? দিনরাত এক নাম উচ্চারণ করে চলছেন,উঠতে বসতে এক দেশের নাম বলে মুখে ফেনা আনার উপক্রম করেছেন ভেবে দেখুন নিজেই কতটা পাগলা প্রেমিক আপনি সেই দেশের। এতবার নিজের দেশের নামও বলেন কিনা সন্দেহ
277680
২৪ অক্টোবর ২০১৪ রাত ০১:১৮
সন্ধাতারা লিখেছেন : Chalam.... Wonderful expression and thought regarding respected prof. Golam azam. May almighty gives him jannatul ferdous. Jajakallahu khair.
২৪ অক্টোবর ২০১৪ রাত ০২:০২
221584
হককথা লিখেছেন : আমিন ইয়া রাব। আল্লাহ আপনার দোওয়া কবুল করুন। ধন্যবাদ পড়ার জন্য্।
277696
২৪ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৭
এহসান সাবরী লিখেছেন : নিশ্চয়ই জাতি একদিন বুঝবে এবং আফসোস করবে। আজাদীর রক্ষককেও মাঝে মাঝে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, অবর্ণনীয় অত্যাচার সহ্য করতে হয়। আজকে যারা এই ঘৃণ্য চক্রান্তের সাথে যুক্ত ভবিষ্যত তাদের কাঠগড়ায় দাঁড় করাবে ইনসাফের।
২৪ অক্টোবর ২০১৪ রাত ০৩:০৩
221590
হককথা লিখেছেন : সবচেয়ে বড় বিচারক, সবচেয়ে সুক্ষ ও ন্যায় বিচারক আল্লাহ রাব্বুল আ'লামিন। বিচার তো তাঁর কাছেই দেওয়া আছে। বিশ্বাস করুন, তাঁর বিচার বড়ই কঠিন।
পড়েছেন বলে আপনাকে অসংখ ধন্যবাদ।
277717
২৪ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১১
ইবনে হাসেম লিখেছেন : মরহুম অধ্যাপক গোলাম আযম! বাংলার এক ক্ষণজম্মা মহাপুরুষ!বাংলার দিকহারা মুসলমানদের জন্য আল্লাহর এক অনুপম প্রেরণার আধার!! ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় এক নির্ভীক সিপাহশালার!! বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক কিংবদন্তীর মহাপুরুষ!!! ছোট বড়, ছেলে বুড়ো, শিক্ষিত, অশিক্ষিত, শ্রমিক, কৃষক তথা আপামর জনসাধারণের জন্য ইসলামী চেতনা, ইসলামী জ্ঞান আহরণ ও ইসলামী শাসনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। আল্লাহ্ পাকের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সহ দেশে বিদেশে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীদের ধৈর্য্য ও সাহসের সাথে সর্বাবস্থার সঠিক মোকাবিলা করার প্রত্যয় ও বুদ্ধির জন্য প্রার্থনা জানাই। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪০
222880
হককথা লিখেছেন : আমিন, ইয়া রাব্বাল আ'লামীন।
278546
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৪৭
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪০
222881
হককথা লিখেছেন : আমিন, ইয়া রাব্বাল আ'লামীন।
279223
২৯ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৩
যা বলতে চাই লিখেছেন : আপনি যথার্থই লিখেছেন। সত্য প্রকাশে আপনাদের মতো নির্ভিক তরুন এগিয়ে আশায় আমরা আল্লাহ্ তা‌‌আলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ্ আপনাকে কবুল করুন। আমিন।।
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৩
223000
হককথা লিখেছেন : ধন্যবাদ আপনাকে পড়া ও মন্তব্যের জন্য। আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকেই কবুল করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File