তাঁর কাছে এ দেশের, এ জাতির অপরিসীম ঋণ। একদিন এ সত্যটা দেশবাসী হাড়ে হাড়ে বুঝবে।
লিখেছেন লিখেছেন হককথা ২৩ অক্টোবর, ২০১৪, ১১:০০:৩৬ রাত
বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে ইসলামি পূনর্জাগরণ শুরু হয়েছিলো বিশ্ববাসীর অনেকটা অলক্ষ্যেই, বিশেষ করে, অধূনা বিশ্বের মোড়লদের অলক্ষ্যেই। এই পূনর্জাগরণকে তারা কোনো আমলেই নেন নি।
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে এই আন্দোলনকেই তীল তীল করে একেবারে তৃণমূল পর্যন্ত যারা ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিতে যে ক'জন মহামানব অবদান রেখেছেন, তাদের প্রথমসারীর একজন ছিলেন অধ্যাপক গোলাম আযম।
তাঁকে কী সংগঠক বলবেন? না, তাঁকে একজন বিদগ্ধ ইসলামি পন্ডিত বলবেন, সেটা নিয়ে আপনাকে নিজের সাথে বোঝা পড়া করতে হবে। কোনটা রেখে কোন অভিধায় তাঁকে অভিহিত করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যে বিষয়টা নিয়ে পুরো বিশ্বের ইসলাম প্রিয় মুসলমানরা একমত, সেটা হলো, তিনি একজন নিষ্ঠাবান মুজাহিদ ছিলেন, ছিলেন দ্বীনের খাদেম।
মরহুম গোলাম আযমের কাছে বাংলাদেশের, বাংলাদেশীদের ঋণের পরিমাণটা এতটাই বেশী যে, এ ঋণ কোনো দিনও শোধ হবে না। এ দেশে ইসলামি আন্দোলন, শিক্ষা, কৃষ্টি কালচার, বাংলা ভাষা রক্ষায় তাঁর যে অবদান, তা সীমাহীন। এ জাতি একদিন এ সত্যটা হাড়ে হাড়ে বুঝবে।
আল্লাহ পাক তাঁর দ্বীনের এ খাদেমের খেদমতকে কবুল করুন। তাঁকে জান্নাতে স্থান দিন।
বিষয়: বিবিধ
১৬০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিশ্চয় পাকিস্তান,তাই নয় কী।
পড়েছেন বলে আপনাকে অসংখ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন