নৌ পরিবহন মন্ত্রীর ঈদ উপহার; আরও এক অমৃতবচন 'এবার ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যেতে পারছে'!!!!! (ছবিব্লগ)
লিখেছেন লিখেছেন হককথা ১৫ অক্টোবর, ২০১৩, ০৩:২৪:২৪ রাত
পবিত্র ঈদ সামনে রেখে জাতির উদ্দেশ্যে আমাদের নৌপরিবহন মন্ত্রী মানে 'চোখতোলা' শাহজাহান' গতকাল সোমবার মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শন শেষে বচন দিয়েছেন এই বলে যে ' সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এবার ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যেতে পারছে '
কতটা নিরাপদে যেতে পারছে তা উপরের ছবিতে দেখেছেন, এবারে নীচেরটাতেও দেখুন
আবার এটাতেও একটু চোখ বুলিয়ে নিন
ওগুলো না হয় সড়ক পথের ছবি, দোষ দেয়া যেতে পারে যোগাযোগমন্ত্রীর উপরে, বা রেলমন্ত্রীর ঘাড়ে।
তা হলে এবার স্বয়ং নোপরিবহন মন্ত্রীর দায়িত্বশীলতার প্রমাণটাও না একবার দেখে নিন দয়া করে;
এবারে বলুন মন্ত্রীর এই অমৃত বচন শুনে জাতি কি হাসবে না কাঁদবে?
আমরা দেশটাকে কাদের হাতে তুলে দিয়েছি?
বিষয়: বিবিধ
২৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন