ছবিটি দেখুন, শিবিরের ‘তান্ডব’ নয়। আন্দোলনরত পলিটেকনিক ছাত্রদের ‌' টেকনিক'!

লিখেছেন লিখেছেন হককথা ৩০ সেপ্টেম্বর, ২০১৩, ০২:০১:৩৩ রাত



পুলিশ পেটানোর এই 'টেকনিকটা' যদি আজ শিবিরের ছেলেরা করতো, তা হলে দেশের প্রতিটি মিডিয়া তারস্বরে চিৎকার জুড়ে দিত ‘শিবিরের তান্ডব’ বলে। যেহেতু পলিটেকনিক ইনষ্টিটিউটের আন্দোলনরত ছাত্ররা এ কাজটা করেছে, তাই এখানে তান্ডবের কিছু দেখছে না আমাদের আঁতেল মিডিয়া গং।

তবে দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনরত ছাত্রগণ কর্তৃক সরকারি কর্মচারী পুলিশকে এভাবে আক্রমণ করা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। আর পুলিশকেও বলি, হাজারো অবিচারের দেশ বাংলাদেশে ছাত্র-জনতা, নারী-পুরুষরা তাদের প্রতি কৃত অবিচারের প্রতিবিধানের দাবী নিয়ে যখনই মাঠে নামুক, সরকারের নির্দেশে আপনারা তা ঠেকাবেন জানি, তবে প্রতিটি ক্ষেত্রেই অন্তত মানবিক থাকুন। অমানবিক হবেন না। আজ যারা মাঠে আন্দোলন করছে, তারা তাদের অন্তরের ক্ষোভ আর বঞ্চণার জ্বালা থেকেই তা করছে। ওদের মত আপনারাও যদি বঞ্চিত হতেন, তা হলে বোধ হয় আপনারা এর চেয়েও বেশী কিছু করতেন রাজপথে!

তাই বলি, আন্দোলনকারীদের সদয় না হতে পারেন, অন্তত অমানবিক হবেন না দয়া করে।

বিষয়: বিবিধ

১৯৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File