অন্ধ-বধীর মডারেশন প্যানেল বনাম ব্লগিং-এ ব্লগারের বিড়ন্বনা। (ব্লগারদের কাছেই নালিশ দিলাম মডারেটরদের বিরুদ্ধে)

লিখেছেন লিখেছেন হককথা ২৮ জুলাই, ২০১৩, ০৫:৩৫:০১ বিকাল

বড় কষ্টের কথা। শেষ পর্যন্ত এভাবে পাবলিকলি ব্লগে লিখতেই হলো, সকল ব্লগার জানুন; কি বিড়ম্বনার মধ্যে একজন ব্লগারকে কাটাতে হয়, তার তীব্র মানসিক যন্ত্রণার বিপরিতে মডারেশন প্যানেলের সীমাহীন নিস্পৃহতা! সব মিলিয়ে এ যেন এক দূর্বিষহ অবস্থা।

আজ কতদিন হয়ে গেল আমার ব্লগে টেকনিক্যাল ভুতুড়ে সমস্যা দেখা দিচ্ছে, মডারেশন প্যানলকে একের পর এক মেইল করেই যাচ্ছি, কিন্তু তাদের কুম্ভকর্ণে যেন তা ঢুকছেই না। তাদের যেন কোন গরজই নেই।

আমার পোষ্ট দিলে তা যথারীতি ব্লগে আসছে, প্রথম পাতায় তা দেখাও যাচ্ছে, কিন্তু সমস্যা হলো আমার ব্লগ পাতায় তা আর দেখা যাচ্ছে না। পোষ্টটা পড়া হচ্ছে, ব্লগার বন্ধুরা কমেন্টও করছেন, কিন্তু তা আমার ব্লগ পরিসংখ্যানে যোগ হচ্ছে না। শেষ পর্যন্ত পোষ্টটা নিজেই সরিয়ে নিয়ে মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করলাম ইমেইল পাঠিয়ে এভাবে;

Dear Moderator

Assalamau alayqum

I would like to draw your kind attention to the following technical problem which I am experiencing in my blog.

In my blog, at present (as of today, the 26th of July, 2013) shows that, the blog has been visited 18042 times.

But when I do go to the 2nd, 3rd, 4th and 5th pages of my blog, it says that, the blog has been visited 18106 times and on the 7th page of my blog, finally it shows that the blog has been visited 18114 times.

Most of all, it seems to me that, in the first page of my blog, that number sticking to 18042, not moving forward at all!

I believe this is something technical problem, will you please fix the problem?

Thanks and masalama

হককথা

এর পরে একদিন হঠাৎ করে দেখি ব্লগ পরিসংখ্যান একটু নড়ে ১৮০৪২ থেকে উঠে দাঁড়িয়েছে ১৮১৫১ তে। আশান্বিত হয়ে আবার একটা পোষ্ট দিলাম শিরোনামে। সেই পোষ্টটারও একই অবস্থা। ৮৯ বার পড়া হলো, ১১টি মন্তব্যও হলো, কিন্তু ব্লগ পরিসংখ্যান রয়ে গেল সেই একই ১৮১৫১, পোষ্ট সংখ্যা ৮৯, যদিও ৯০ তম পোষ্ট করে ফেলেছি, সবচেয়ে বড় কথা আমার পাতায় সর্বশেষ করা পোষ্টটা দেখা যাচ্ছে না। একসময় পোষ্টটা হারিয়ে যাবে, খুজে পাব না দেখে নিজেই পোষ্টটাকে আবার ড্রাফট করে রাখলাম। আবার ধর্ণা দিলাম মডারেটরদের কাছে এভাবে;

প্রিয় মডারেটর

আসসালামু আলাইকুম, আমি আমার ব্লগে একটা টেকনিক্যাল সমস্যার প্রতি আপনার/.আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার ব্লগের (হককথা) ব্লগ পরিসংখ্যানে দেখা যাচ্ছে ব্লগটি মোট ১৮০৪২ বার পঠিত হয়েছে। এই পরিসংখ্যানটা একই জায়গায় স্থীর হয়ে আছে আজ কয়েকদিন। আমার ব্লগের দ্বিতীয় পৃষ্ঠায় গেলে এই পরিসংখ্যানটা বদলে গিয়ে সেখানে দেখাচ্ছে ব্লগটি সর্বমোট ১৮১০৬ বার পঠিত হয়েছে, এ অবস্থাটা থাকছে ষষ্ঠপৃষ্ঠা পর্যন্ত। আর যখন ৭ম পাতায় যাচ্ছি, তখন পরিসংখ্যানটা দেখাচ্ছে যে, ব্লগটি সর্বমোট ১৮১১৪ বার পঠিত হয়েছে।

এ ছাড়াও আজ দিন তিনেক আগে একটা পোষ্ট দিয়েছিলাম, পোস্ট দেবার পরে দেখি প্রথম পাতায় পোষ্টটা থাকলেও আমার নিজের পাতায় সেটা দেখাচ্ছে না, এবং উক্ত পোষ্টা পড়া হতে থাকলেও ব্লগ পরিসংখ্যানে তার কোন প্রভাব না পড়ে পরিসংখ্যানটা একই জায়গায় স্তীর থাকছে।

আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি ইতিমধ্যেই মেইল করেছি, আজ আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা ও অনুরোধ করছি, বিষয়টা আপনারা দেখবেন এবং এর একটা ফয়সালা করবেন দ্রুত।

ধন্যবাদ এবং মায়াসসালামা

হককথা


এই যে এতদিন হয়ে গেল, মডারেটরদের বার বার দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি সমস্যাটা ঠিক করে দেবার জন্য। আজ পর্যন্ত কোন ফল হলো না।

এর আগেও এমন হয়েছে, পোষ্ট করেছি, সে পোষ্ট হারিয়ে গেছে কোন ব্লাকহোল-এ! মেইল করেছিলাম, প্রায় স্পতাহখানেক পরে মডারেটর সাহেব বড় কষ্ট করে একটা জবাব দিয়েছিলেন মেইল এ, লিখেছিলেন 'দেখছি'।

ব্যাস এতটুকুই!! আজ পর্যন্ত সে পোষ্টের কোন হদিস নেই!পোষ্টটা পাওয়া না গেলেও মডারেটরের উত্তর পেয়েই নিজেকে ধন্য মনে করেছিলাম। কিন্তু এবারে তাও যে নেই!!

সুপ্রিয় বন্ধুরা, আপনারাই বলুন, এ অবস্থায় কি করি?

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File