রাখ তোর ডিজিটাল, ব্যাটা, মাথায় আগে পানি ঢাল।
লিখেছেন লিখেছেন হককথা ২৬ মে, ২০১৩, ১০:৪৫:৩৮ রাত
আরে রাখ তোর ডিজিটাল,
ব্যাটা, মাথায় আগে পানি ঢাল।
রাত বিরিতে ঘুম নেই,
পার্টি ফার্টির ধূম নেই-
মনে কোন সুখ নেই-
পেটেও আর ভূখ নেই-
মুখের কোণে হাঁসি নেই-
গুন গুনিয়ে গান নেই-
চার বৎসরেই এ কী হাল!
ঢাল ব্যাটা, ঢাল, মাথায় আগে পানি ঢাল।
অলি গলিতে হৈ চৈ,
মোল্লার মুখেও ফুটছে খৈ!
দেখতে পেলেই খেঁকিয়ে ওঠে-
মুখ বেঁকিয়ে ভেংচি কেটে-
ছেলে বুড়ো এক জোটে-
জুতো হাতে মারতে ছোটে-
হায়রে আমার পোড়া কপাল!
ঢাল ব্যাটা, ঢাল, মাথায় আগে পানি ঢাল।
কই রে, তোরা কোথায় গেলি?
মুখ বুঁজে কী সব বোবা হ’লি?
সুযোগ বুঝে কী পড়লি সরে?
না, নেশার ঘোরে রইলি পড়ে!
ওঠ, ওঠ, ওঠ রে জেগে-
আসছে শিবির ঝড়ের বেগে-
বাপ রে বাপ! সব দেখি আজ টাল মাটাল!
আরে বাপু, রাখ তোর ডিজিটাল-
ঢাল দেখি ঢাল, মাথায় আগে পানি ঢাল!
বিষয়: বিবিধ
১৭৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন