এত বড় সাহস তারা পায় কোথায়?

লিখেছেন লিখেছেন হককথা ১৯ মে, ২০১৩, ১২:৫৩:৫৯ দুপুর





মাননীয়া প্রধানমন্ত্রীকে ইতোপূর্বে বিগত ২রা মে তারিখে সি এন এন এর বিশ্বখ্যাত মহিলা সাংবাদিক ক্রিশ্চিয়ানা আমানপুর স্বাক্ষাৎকার গ্রহণের সময় এক পর্যায়ে একপ্রকার ধমক দিয়ে থামিয়ে দেন, যা সারা বিশ্ব লাইভ দেখেছে। কোটি কোটি দর্শক সে সর্বনাশা ও অপমাণকর অনুষ্ঠান দেখে বাংলাদেশ নিয়ে হেঁসেছে।

আবার গেল ১৭ই মে তারিখে কানাডার সিবিএস টেলিভিশনের এক সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষাৎকার নেবার সময় একইভাবে মাননীয়া প্রধানমন্ত্রীকে তার কথার মাঝেই বড় দৃষ্টিকটুভাবে থামিয়ে দেন।

একটা দেশের প্রধানমন্ত্রীকে এভাবে ধমক দিয়ে থামিয়ে দেবার মত এতবড় সাহস তারা কোথায় পায়?

বিষয়: বিবিধ

১৬১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File