লর্ড মেকলের পরিকল্পনা, সমকালীণ মুসলমান ও আজকের জ্বিহাদ

লিখেছেন লিখেছেন হককথা ১৭ মে, ২০১৩, ০৪:২৯:০৮ বিকাল



'

আমি ভারতের আনাচে কানাচে ঘুরেও একজন ভিক্ষুক কিংবা একজন চোরের দেখা পাইনি। এদেশে এতটা ধনসম্পদ, নৈতিক চরিত্রের এতটা উচ্চ স্তর এদেশের মানুষের মধ্যে দেখেছি যে, আমার তো মনে হয়, এ দেশবাসীর শিক্ষা, তাদের ধর্ম বিশ্বাস, সংস্কৃতিক ঐতিহ্যকে পূরোপুরি ভেংগে দিতে না পারলে আমরা কোনদিনই দেশটাকে নিয়ন্ত্রণে রাখতে পারব না। তাই আমার প্রস্তাব হলো, আমরা এদের ঐতিহ্যগত শিক্ষাব্যবস্থা আর সংস্কৃতিকে বদলে দেব (এমনভাবে) যেন, ভারতীয়রা যা কিছু বিদেশী, যা কিছু ইংলিশ, সে সব কিছুকেই তাদের নিজেদের চেয়ে উৎকৃষ্ঠ ভাবতে শিখবে। (এর ফলে) নিজেদের সাংস্কৃতিক বৈশিষ্ঠ হারিয়ে তারা, ঠিক আমরা যেমনটা চাইব, তেমনই একটি আত্ববিস্মৃত, পদানত জাতিতে পরিণত হবে।' (লর্ড মেকলে কর্তৃক ব্রিটিশ সংসদে ১৮৩৫ সালের ২রা ফেব্রুয়ারী প্রদত্ত ভাষণের অংশ বিশেষ)

তার সেই ভাষণটির হুবহু ইংরেজি ভার্সনটি দেখুন;

'I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is thief, such wealth I have seen in this in this country, such high moral, values, people of such caliber, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians thinks that all that is foreign and English is good and greater than their own, they will lose their self esteem, the native culture and they will become what we want them, a truly dominated nation.'

আজ ১৭৮ বৎসর পরে এসে ভারত বর্ষে মুসলমানদের দেখুন, লর্ড মেকলের প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। তা হয়েছে কেবলমাত্র ইসলামি শিক্ষা আর ইসলামি তাহজীব ও তমদ্দুনকে ধ্বংস করে ফেলার কারণে।

আজ যারা, যে সব মুসলমান তরুণ, যুবক, যারা ইসলামের বিজয় প্রত্যাশী এবং এ লক্ষ্যে কাজ করতে ইচ্ছুক, তাদের উচিৎ হবে, ইসলামি শিক্ষা, ইসলামি কৃষ্টি কালচার বিস্তরে প্রাণপণে চেষ্টা করে যাওয়া। হারানো দিন পূনরুদ্ধারে, ইসলামের বিজয়কে ত্বরান্বিত করতে এটাই এখন সবচেয়ে বড় জ্বিহাদ।

বিষয়: বিবিধ

১৫০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File