ইতিহাসের এই সন্ধিক্ষণে ইতিহাস তৈরী করতে চান? ইতিহাস জানুন তবে-
লিখেছেন লিখেছেন হককথা ১৬ মে, ২০১৩, ০৮:৩২:৪৯ রাত
আপনার জন্মের পূর্বে এ বিশ্বে কি ঘটেছে, কারা ঘটিয়েছে, কেন ঘটেছে এবং কিভাবে ঘটেছে, এ গুলো যদি না জানেন, তবে কোনদিনই 'বালেগ' হতে পারবেন না, বরং চীরদিন মা'র কোলের সেই দুগ্ধপায়ী শিশুই রয়ে যেতে হবে। কোন এক মনিষীও এই কথাটাই বলেছেন এভাবে;
Never forget the importance of history. To know nothing of what happened before you took your place on earth, is to remain a child for ever and ever.
আল কুরআনের প্রতিটি সচেতন পাঠকই জানেন যে, আল্লাহ পাক বার বার ইতিহাস বর্ণনা করেছেন আল কুরআনে, আর তা থেকে আমাদের শিক্ষা নিতে বলেছেন। আমরা আজ কুরআন ঠিকই পড়ি, কিন্তু ইতিহাসের ধারে কাছেও নেই। বিশ্ব ইতিহাস তো দূরের কথা, নিজেদের ইতিহাস, এমনকি নিজের ইতিহাসই জানি না! আমরাই আবার ইতিহাস রচনা করতে চাই! কি লজ্জার কথা!!!
বাংলাদেশ আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এখন এ দেশে এক ইতিহাস রচিত হবে। আপনি কি সেই ইতিহাস তৈরী প্রক্রিয়ায় গর্বিত অংশীদার হতে চান? তা হলে ইতিহাস পড়ুন, ইতিহাস জানুন।
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন