প্রণব বাবু, এ বাংলার প্রতিটি যুবকই একদিন বখতিয়ার হবে, অপেক্ষা করুন। (রিপোষ্ট)
লিখেছেন লিখেছেন হককথা ০৮ মে, ২০১৩, ০১:৪৯:৫৫ দুপুর
প্রণব বাবু, আপনাকে বলছি। ভূল করলেন। যে খেলা আপনি আর আপনার সরকার প্রতিবেশী বাংলাদেশে শুরু করলেন, তার পরিণতি কেবল বাংলাদেশের জন্যই যে মারাত্বক হবে, তা নয়, এর করুণ পরিণতির ভাগীদার আপনাদেরও হতে হবে। যে আগুন প্রতিবেশী বাংলাদেশে আপনারা জ্বালালেন, তার তাপে পুড়বে আপনাদের নিজেদের হাতও!
ইতিহাস ঘেঁটে দেখুন প্রণব বাবু, পূর্ব বাংলার এই জনপদে আপনি সেই তাদের সাথে চানক্যনীতিতে খেলছেন, যাদের ভয়ে সুদুর মেসিডানিয়া হতে ছুটে আসা দ্বিগীজয়ী আলেক্সান্ডারও সাহস করেনি এ জনপদে ঢুকতে! অসূরের (!) ভয়ে তিনি স্বসৈন্যে পালিয়েছিলেন।
আপনি সেই অসূর(!)দের সাথে শেষ খেলাটা খেলতে এসেছেন! দাদা, আখেরে পস্তাবেন, কোন ভূল নেই।
যে আগুন আপনি শাহজালাল, শাহমখদূম, শাহপরানের পূণ্যভূমিতে জ্বালালেন, তার উত্তাপে আপনার পশ্চিমবঙ্গ, বিহার, আসাম উড়িষ্যা জ্বলবে, সেটা আপনি নিজের চোখেই দেখবেন। ঠিক তেমনটাই দেখবেন, যেমনটা দেখেছিলেন, আপনার পূর্বসূরী শশাংক, গৌর গোবিন্দ আর রাজা লক্ষণ সেন।
আপনি বোধ হয় জানেন না, এ বাংলার প্রতিটি তরুণ যুবকই এখন বখতিয়ারের ভূমিকায় নামতে প্রস্তুত।
বিষয়: বিবিধ
১৩৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন