সন্ত্রাসী কারা? সেকুল্যার শিক্ষিত? না, কওমি মাদ্রাসা পড়ুয়াগণ? আসুন দেখি গবেষণা জরিপ কি বলে? ৬৫.২১ ভাগ বনাম ৩.৭৫ ভাগ
লিখেছেন লিখেছেন হককথা ০৪ মে, ২০১৩, ০২:১৫:২৫ দুপুর
হেফাজতে ইসলামি কর্তৃক ঢাকা অবরোধের দিন যতই এগিয়ে আসছে, ততই দেশের একটা চিহ্নিত গোষ্ঠির বুকে কাঁপন উঠছে, এই কাঁপনের জেরেই কিনা তারা এক এক করে প্রলাপ বকে যাচ্ছেন। কওমি মাদ্রাসাগুলোকে সন্ত্রাসের সাথে সংশ্লিষ্ঠ করে দেখানোর প্রচেষ্টা করে চলেছেন। যেন দেশবাসীকে তারা আবাল ভেবে নিয়েছেন।
আপনাদের মনে থাকার কথা, কবৎসর আগে জে এম বি’র নাম বেশ শোনা গিয়েছিল। আওয়ামি লীগের নেতার এক ঘনিষ্ঠ আত্বীয় (দুলাভাই) আব্দুর রহমানের নেতৃত্বে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে উঠে পড়ে লেগেছিল। আল্লাহর রহমতে তৎকালিন চারদলীয় জোট যথাসময়ে ত্বরিৎ পদক্ষেপ নেবার ফলে আব্দুর রহমানের ফাঁসি কার্যকর করা গেছে, তেমনি এই সন্ত্রাসী সংগঠনটিকে অনেকটাই নিয়ন্ত্রিত করা গেছে।
তখন জে এম বি’র বিরুদ্ধে পরিচালিত অভিযানে ধৃতদের উপরে এক জরিপ পরিচালিত হলে বেরিয়ে আসে সকল অপপ্রচারের আসল চেহারা। প্রকাশিত হয়ে পড়ে যে, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা নয়, বরং ধর্মের নামে সন্ত্রাসে মূলত জড়িত সাধারণ শিক্ষায় শিক্ষিতরা।
জেএমবির ৫০৬ আসামির ওপর চালানো জরিপের তথ্য ৬৫ শতাংশ জঙ্গি আধুুনিক শিক্ষার ৩৪ শতাংশ এসেছে মাদ্রাসা থেকে। ২৪১ মামলায় আটক ৭০১ আসামির মধ্যে প্রায় তিন মাস ধরে চালানো এ জরিপে ৫০৬ জনের সাক্ষাত্কারের ভিত্তিতে রিপোর্ট তৈরি করেছে পুলিশের একটি বিভাগ৷ জেএমবির সশস্ত্র অভিযানের সঙ্গে যুক্ত জঙ্গিদের সম্পের্ক সাধারণভাবে চালু ধারণাটি হচ্ছে, এই লোকগুলো কওমি মাদ্রাসায় শিক্ষিত৷
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, মূলধারার ইহজাগতিক বা সেকিউলার শিক্ষা ব্যবস্থায় উত্তীর্ণের সংখ্যা এদের মধ্যে শতকরা ৬৫.২১ ভাগ৷ এর মধ্যে নিম্ন মাধ্যমিক স্তর অতিক্রম করেছে ৩৬.৭৫ শতাংশ৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় পার হয়েছে ১৯.১৬ শতাংশ, স্নাতক ও তদূর্ধ্ব পর্যায় উত্তীর্ণ হয়েছে ৯.২৮ শতাংশ৷ এই জঙ্গিদের ৩৪ শতাংশ মাদ্রাসা শিক্ষিত৷
আর কওমি মাদ্রাসায় পড়েছে শতকরা মাত্র ৩.৭৫ ভাগ৷
এদের শতকরা ৪৮.৪২ ভাগ এসেছে সমাজের নিম্নবিত্ত পরিবার থেকে৷ আর্থিকভাবে মোটামুটি সচ্ছল অবস্থান থেকে এসেছে শতকরা ২৬.৪৮ ভাগ আর অতি দরিদ্র ঘর থেকে এসেছে শতকরা ২৫.১০ ভাগ৷
কাজেই যারা আজ দেশের ৪০ হাজার কওমি মাদ্রাসা সন্ত্রাসী তৈরীর কারখানা বলে অপপ্রচার চালাচ্ছেন, হেফাজতে ইসলামির অবরোধ কর্মসূচীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, তাদের বলি, দেশের মানুষকে এতটা আবাল, এতটা অজ্ঞ ভাববেন না। তারা আজ অনেক সচেতন। প্রকৃত সন্ত্রাসী কারা, দেশবাসী খুব ভাল করেই জানে। কোনপ্রকার অপপ্রচারেই কাজ হবে না। হচ্ছে যে না, সেটা তো দেখতেই পাচ্ছেন।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন