একজন ‘ওটা বেংগা’ বনাম আমেরিকা এবং বিশ্ব মুসলমান।

লিখেছেন লিখেছেন হককথা ৩০ এপ্রিল, ২০১৩, ০১:০১:৩১ দুপুর





হতভাগা ‘ওটা বেংগা’

‘ওটা বেংগা’ একজন মানুষ। অন্তত আমরা তাই মনে করি। তিনি একজন মানুষ ছিলেন একজন হতভাগ্য আফ্রিকান। ইতিহাসের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন ভাগ্যচক্রে। আধুনিক সভ্যতার কপালে এক কলংকতীলক হয়ে আছে এই হতভাগা নির্দোষ মানুষটির নাম। আফ্রিকায় গিয়েছিলেন এক আমেরিকান ব্যবাসায়ী, মিশনারী ধর্মযাজক ও গবেষক Samuel Phillips Verner (স্যামুয়েল ভার্নার) ১৯৪০ সালে চার্লস ডারউইন এর ‘থিওরী অব ইভোলিউশন’ নিয়ে গবেষণার জন্য। বিখ্যাত(?) এই গবেষক বানর আর মানুষের মধ্যে যোগসুত্র খুঁজে পেতে তার গবেষণা পরিচালনা করে যাচ্ছিলেন!

তিনি ছিলেন একজন বিবাহিত পুরুষ। দুই সন্তানের জনক। অথচ তাকে তার নিজ দেশ কংগো থেকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় আমেরিকায়। তবে তার আগে তার স্ত্রী’সহ দুই সন্তানকে অবশ্যই হত্যা করা হয়। এর পরে তাকে চালান করে দেয়া হয় দাস ব্যবসায়ীদের সাথে আমেরিকায় গবেষণা কাজের সহায়তার জন্য। কারণ, তিনি দেখতে অনেকটা মানুষের মত ছিলেন! ‘গবেষক’ স্যামুয়েল বিশ্বাস করতেন যে, এই ‘ওটা ব্যংগো’ মানুষের পূর্ব পুরুষ বানরেরই একটা বংশধর! আর তিনি মানুষের কাছাকাছি (!) পর্যায়ে পৌছে গেছেন বিবর্তনের ধারাবাহিকতায়! অতএব, ডারউইনের বিবর্তন নিয়ে গবেষণায় তাকে কাজে লাগানো যাবে খুব ভালো ভাবেই! এবং ‘ওটা বেংগা’ ক্ষানর আর মানুষের মাঝামাঝি একটা জীব হিসেবে বিবর্তনবাদের সাক্ষাৎ প্রমাণ!

আমেরিকান গবেষকদের এই বিষয়ে গবেষণায় সফলতার প্রমাণ হিসেবে আমেরিকার লুসিয়ানা অংগ রাজ্যে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনীতে ডারউইনের বিবর্তনবাদের অকাট্য প্রমাণ (!) হিসেবে বড় গর্বভরে প্রদর্শন করা হয় ‘ওটা ব্যংগো’কে। এই প্রদর্শনীতে সভ্য (!) শিক্ষিত (!) ও বিজ্ঞানমনস্ক (!) আমেরিকান নাগরিকরা দলে দলে এই ‘আবিস্কার’কে দেখতে ভীড় করে! বানরের খাঁচায়, চিড়িয়াখানায় বিশেষ তত্ববাধানে রাখা মানুষের মত(!) এই জীব (?)কে দেখতে। এক রবিবার সর্বোচ্চ প্রায় চল্লিশ হাজার দর্শক ভীড় করে আজব এই প্রাণী(!)টিকে দেখতে। এইসব দর্শক সেই রবিবার’টায় কি বিশেষ আনন্দ উপভোগ করেছে, তার একটা বিবরণ আমরা দেখতে পাই তথাকথিত এক বিজ্ঞানীর লেখায়, এ ভাবে;

'There were 40,000 visitors to the park on Sunday. Nearly every man, woman and child of this crowd made for the monkey house to see the star attraction in the park? The wild man from Africa. They chased him about the grounds all day, howling, jeering, and yelling. Some of them poked him in the ribs, others tripped him up, all laughed at him.' ( Phillip V. Bradford and Harvey Blume, Ota Benga: The Pygmy in the Zoo, St Martins, 1992, 269pp.)

উক্ত বিবরণীতে এটা পরিস্কার যে, আমেরিকান সভ্য দর্শক, সভ্য পুরুষ, নারী, আর শিশু, তরূণ, যুবক, যুবতী তথা আবালবৃদ্ধবনীতা নির্বিশেষে মিলে ‘মানুষের মত’ দেখতে এই আজব জীবটি (!)কে সারাটা দিন তেড়ে নিয়ে বেড়িয়েছে, আমাদের দেশে যেমন ছোট ছোট শিশুরা খোলা মাঠে মালিক বিহিন কোন বানর বা নেড়ি কুকুরকে তেড়ে নিয়ে বেড়ায়, ঢিল ছোঁড়ে, খোঁচা দেয়, মজা করে, খেলা করে, ঠিক সেভাবেই!! আধুনিক বিশ্বে মানবতা, ব্যক্তিস্বাধীনতা আর প্রগতির তীর্থভূমি বলে দাবীদার আমেরিকার বুকে এই জঘণ্যতম কান্ডটি কিভাবে ঘটতে পারল পুরো আমেরিকান সরকার ও জনগণের চোখের সামনে, সে প্রশ্ন আজকের বিশ্বে আজও এক বিষ্ময় বটে!

এর পরে হতভাগা ‘ওটা ব্যংগো’কে নিউইয়র্কের Bronx Zoo নামক চিড়িয়া খানায় বানরের সাথে, বানরের খাঁচায় একটা জীব(!) হিসেবেই রাখা হয়! চিড়িয়াখানায় অনেকটা মানুষের মত (!) দেখতে নতুন এই জীব! এর আগমণের সুসংবাদটি উক্ত চিড়িয়াখানার তৎকালীন পরিচালক Wiliam T. Hornaday আমেরিকারzoological society's bulletin এ তাঁর নিজের আর্টিকেলে তুলে ধরেন এভাবে;

'On September 9, a genuine African Pygmy, belonging to the sub-race commonly miscalled "the dwarfs,". . . Ota Benga is a well-developed little man, with a good head, bright eyes and a pleasing countenance. He is not hairy, and is not covered by the "downy fell" described by some explorers…. He is happiest when at work, making something with his hands.' ( Wiliam T. Hornaday, 'An African Pygmy', Zoological Society Bulletin, No. 23, October, 1906, pp. 301-302.)

চিড়িয়াখানার যে অংশে বানর, শিম্পাঞ্জি, ওরাংওটাং’দের রাখা হয়, সে অংশেই একটা বানরের খাঁচায় এই আজব জীব ‘ওটা ব্যংগো’কে রাখা হয়!! তার সাথে একই খাঁচায় তার সাথী হিসেবে একটা টিয়া পাখি এবং Dohong' নামক একটা শিশু ওরাং ওটাংকেও রাখা হয়! উৎসুক দর্শনার্থীদের সুবিধার্থে তার খাঁচার সামনে পরিচিতি হিসেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ লিখে রাখেন;

The African Pigmy, "Ota Benga."

Age, 23 years. Height, 4 feet 11 inches.

Weight, 103 pounds. Brought from the Kasai River, Congo Free State, South Central Africa, by Dr. Samuel P. Verner.

ধীরে ধীরে এই খবর পুরো আমেরিকা জুড়ে রটে গেলে কোন কোন বিবেকবান ব্যক্তি এ নির্মম ও লজ্জাকর ঘটনার নিন্দায় মূখর হয়ে উঠেন। বিশেষ কওে, আমেরিকার কালো নিগ্রোরা বিক্ষোভ আর প্রতিবাদে ফেটে পড়েন। প্রতিবাদকারীদের বাদ-প্রতিবাদে বিরক্ত হয়ে আমেরিকার স্বনামধন্য বিশ্বখ্যাত পত্রিকা নিউইয়র্ক টাইমসে ১৯০৬ সালের ১০ই সেপ্টেম্বর এইসব বিরোধিতাকারীদের সমালোচনা করে এক উপসম্পাদকীয় লেখা হয়। তাদের সেই উপসম্পাদকীয়তে লেখা হয়েছিল;

We do not quite understand all the emotion which others are expressing in the matter ... It is absurd to make moan over the imagined humiliation and degradation Benga is suffering. The pygmies ... are very low in the human scale, and the suggestion that Benga should be in a school instead of a cage ignores the high probability that school would be a place ... from which he could draw no advantage whatever. The idea that men are all much alike except as they have had or lacked opportunities for getting an education out of books is now far out of date ("Man and Monkey Show Disapproved by Clergy." The New York Times, September 10, 1906, pg. 1) (ধরনী, দ্বিধা হও!!)

দীর্ঘ আন্দোলন, বাদ-প্রতিবাদের পরে অবশ্য ‘ওটা বেংগা’ মুক্তি পেয়েছিলেন, কিন্তু ততদিনে প্রৃথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। নিজ দেশ কংগোতে আর ফেরা হয়নি তার। চিড়িয়াখানা থেকে মুক্তি পেলেও তিনি মানবেতর জীবন থেকে মুক্তি পাননি। মুক্তি পাবার কিছুদিনের মধ্যেই তিনি আক্রান্ত হন ডিপ্রেশনে। এরই এক পর্যায়ে তিনি চুরি করা এক রিভলবার দিয়ে নিজের মাথায় নিজেই গুলি চালান। ১৯১৬ সালের ২০শে মার্চ মাত্র ৩২ বৎসর বয়সে তিনি সভ্যতাগর্বীত আমেরিকার গালে এভাবেই চপেটাঘাত করেন আত্বহত্যার মাধ্যমে।

মাত্র একটি শতাব্দী আগেও আমেরিকার শিক্ষিত ও সভ্যতাগর্বীত জনগণ একজন কালো মানুষকে নিয়ে এই জঘণ্য ও লজ্জাকর কাজটি করেছে, বা করতে পেরেছে যখন, তখন আমরা অবাক হয়েই ভাবতে বাধ্য হই, সেই আমেরিকা কোন মুখে আমাদের, এই বিশ্বের দেড়শত কেটি মুসলমান, যারা আজ থেকে দেড় হাজার বৎসর আগেই ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষকে ‘মানুষ’ হিসেবে দেখতে ও তাদের যথাযথ স্বীকৃতি দিতে শিখেছে, তেমনটাই শিখিয়েছে বিশ্বকে, সেই তাদেরকে, সেই মুসলমানদেরকে মানবতা শেখাতে আসে! আর আত্বপরিচয়হীন মুসলমনারাও যখন মানবতা, মানবিক মুল্যবোধ শেখার জন্য উদগ্রীব হয়ে আমেরিকাকেই প্রভূ মেনে বসে, তখন আমরা লজ্জায় মরে যাই! আর বোধ হয় কবরে শুয়েও লজ্জা পান হতভাগা ‘ওটা বেংগা’ নিজেও!

বিষয়: বিবিধ

১৪৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File