ভালবাসা দিবস।

লিখেছেন লিখেছেন বাংলাদেশী ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৫০:১৩ সকাল

ভালবাসা দিবস হোক সেই ৩০লক্ষ শহীদের জন্য।

যারা জানেনা তাঁদের প্রানের মূল্য এবং মুক্তিযুদ্ধ কি আওয়ামীলীগের নিজস্ব সম্পত্তি? নাকি একটি স্বাধীন বাংলাদেশের?

ভালবাসা দিবস হোক বিশ্বজিৎ এর জন্য।

যে ছাত্রলীগ এর চাপাতির কোপানি থেকে বাঁচতে পারেনি শত আকুতির পরও।

ভালবাসা দিবস হোক শেয়ার বাজারের সেই ৩০ লক্ষ বিনিয়োগকারীদের জন্য।

যারা ক্ষমতাসীন আওয়ামীলীগের লুটেরাদের কাছে শেষ সম্বলটুকুও হারিয়ে আজ নিঃস্ব।

ভালবাসা দিবস হোক সেই ৫৭জন সেনা কর্মকর্তা ও তাঁদের পরিবারের জন্য।

যারা জানেনা দেশের জন্য কাজ করাই কি তাঁদের মৃত্যুর একমাত্র কারণ? নাকি, তাঁদের পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিল?

ভালবাসা দিবস হোক দক্ষিণাঞ্চলের মানুষের জন্য।

যারা হাসিনার প্রিয় কিছু আবুলের জন্য তাদের স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়ন দেখেনি।

ভালবাসা দিবস হোক সেই হাজার হাজার মেয়ের জন্য।

যারা যুবলীগ-ছাত্রলীগ নেতার দ্বারা ধর্ষিত হয়ে আজ নিরবে কাঁদছে।

ভালবাসা দিবস হোক সাগর-রুনির জন্য।

যারা জানেনা, আওয়ামীলীগ সরকারের দুর্নীতির তথ্য জানা এবং জনগণকে জানাতে চাওয়ার জন্যই তাঁদের প্রাণ দিতে হল কিনা?

ভালবাসা দিবস হোক গত ৪ বছরে হত্যা ও গুমের শিকার হওয়া হাজার হাজার মানুষের প্রতি।

যারা জানেনা, আওয়ামীলীগ সমর্থন না করাই তাঁদের এইভাবে গুম ও হত্যা হওয়ার একমাত্র কারণ কিনা?

ভালবাসা দিবস হোক সেই ১৬ কুটি বাংলাদেশির জন্য,

যারা জানেনা, বাংলাদেশকে অকৃত্রিম ভাবে ভালবাসার জন্যই কি তাদের আজ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সবই আওয়ামীলীগ নামের একটি দল ও একজন হাসিনার নিজস্ব সম্পত্তি হিসেবে শপে দিতে হচ্ছে?

ভালবাসা দিবস হোক বাংলাদেশী প্রতিটি দেশপ্রেমিক এর জন্য।

যাদের সরলতার সুযোগে তাঁদের আবেগের সাথে বারবার প্রতারণা করছে ও ধোঁকা দিচ্ছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করার দল আওয়ামীলীগ ও হাসিনা।

ভালবাসা দিবস হোক প্রকৃত যুদ্ধাপরাধীদের সঠিক বিচারের মাধ্যমে সর্বচ্চ

শাস্তি চাওয়া প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্য।

যারা জানেনা তাঁদের এই প্রানের দাবী নিয়ে কি পরিমান নোংরা খেলায় মেতে উঠেছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ব্যবসায়ী হাসিনা এবং আওয়ামীলীগ।

বিষয়: রাজনীতি

৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File