মণির কান্ড

লিখেছেন লিখেছেন ঐতিহ্যবাহি পিংনার ১৭ মার্চ, ২০১৩, ১২:৪৯:৪১ দুপুর

মণির কান্ড

মণি একদিন ঘরেগিয়ে

কাঠাল দেখে পাকা

আশাকরে বসে আছে

কাঠাল খাবে একা।

সবাই যখন ঘরে থেকে

বাইরে গেল চলে

মনি তখন আস্তে আস্তে

কাঠাল ভেঙ্গে ফেলে।

তারা তারি খেতে মনির

এমন বিপদ হল

হঠাৎ একটি রোয়া তার

গলায় আটকে গেল।

কত চেষ্ঠা করলো মণি

সব গেল বিফলে

অবশেষে দুটি আখি

উলটে উলটে ফেলে।

এমন সময় মণির মা

ঘরে গিয়ে দেখে

মণি একা কাঠালটি

সব খেয়ে ফেলেছে।

রাগের চোটে মণির পিঠে

কয়েক ঘুসি দিল

একটা ঘুসি গলায় লেগে

রুযা সরে গেল।

মণি তখন দোরদিয়ে কয়

ওগো মা আর কোন দিন চুরি করে

কাটাল খাবনা।

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File