ইসরাইলকে ইন্টারনেট জগত থেকে মুছে দেবে ‘অ্যানোনিমাস’
লিখেছেন লিখেছেন মানবতা ১৭ মার্চ, ২০১৩, ১২:৪৬:৫৪ রাত
শক্তিশালি হ্যাকার গ্রুপ ‘অ্যানোনিমাস’ এবার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের সাইবার হামলার পরিকল্পনা হাতে নিয়েছে। অবৈধ এ রাষ্ট্রটিকে ইন্টারনেট জগত থেকে মুছে ফেলা হবে বলে জানিয়েছে তারা।
টুইটারে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, “গত ৭ এপ্রিল থেকে অ্যানোনিমাস ইসরাইলের বিরুদ্ধে এ হামলা শুরু করেছে।”
ইহুদিবাদী ইসরইলের বিরুদ্ধে দ্বিতীয় দফা আক্রমণের জন্য বিশ্বের হ্যাকার গ্রুপগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অ্যানোনিমাস। ইসরাইলের বিরুদ্ধে এ আক্রমণ ‘অপইসরাইল’ নামে পরিচিত।
এদিকে, সাইবার হামলার মোকাবেলায় তেল আবিব কর্তৃপক্ষ আত্মরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।
অনলাইন ইসরাইলি সংস্থার পরিচালক ওফির বেন আভি আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, “গত কয়েকদিন ধরে অনলাইনে বেশ সংগঠিতভাবে কিছু একটা হচ্ছে। অতীতের হামলাগুলোর তুলনায় এবারের তপরতার ধরণ দেখে মনে হচ্ছে- অ্যানোনিমাস ও তার সহযোগী গ্রুপগুলো সারা বিশ্ব থেকে জড়ো হচ্ছে। মনে হচ্ছে যেন যৌথ বাহিনী।”
গত বছরের নভেম্বরে অবরুদ্ধ গাজা উপত্যকায় আট দিনব্যাপী ইসরাইলি আগ্রাসনের সময় প্রথম দফা সাইবার আক্রমণ চালায় হ্যাক্টিভিস্ট গ্রুপ অ্যানোনিমাস।
বিষয়: আন্তর্জাতিক
১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন