স্বাধীন হয়ে ও আজ পরাধীন
লিখেছেন লিখেছেন বিপ্লবি জয় ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৫৫:১৮ রাত
৭১ এ সোনার বাংলার সপ্ন দেখেছিল সাধারন মানুষ, আর যার জন্নে প্রান দিতে হয়েছিল ৩০ লক্ষ মানুষ আর ইজ্জত দিয়েছিল ২ লক্ষ মা বোন। বিনিময়ে কি পেয়েছিল ওরা একটি স্বাধীন দেশ সর্ব সাধারণের জন্নে স্বাধীনতা । কিন্তু আমরা কি আজ স্বাধীন ? না আজ আমরা স্বাধীন না, আজ আমরা কোন না কোন রাজনৈতিক দলের কাছে পরাধীন। শাহাবাগ গণজাগরণ আমি যেটুকও জানি গণজাগরণ হচ্ছে জনসাধারন এর জাগরণ নির্দলীয় জনসাধারনের আন্ধলন কিন্ত শাহাবাগ এর আন্ধলন কি জনগনের ? নাকি কোন এক দলিয় আন্ধলন। জনসাধারনের নামে দলিয় আন্ধলন করছে ওরা। রাজিব হত্যা হল সাথে সাথে স্লোগান করল ওরা, কিন্তু তার আগে যে ৩ পুলিশ বাহিনি মরল কোথায় ছিল ওরা। শিবির এর মিশিলে পুলিশ এর গুলিতে মরল মানুষ কোথায় ছিল তখন গণজাগরণ । যারা গনজাগরনে অংশ নিচ্ছেন তাদের কে বলি, দলিয় ভাবে গণজাগরণ হয় না। করতে হয় নির্দলীয় ভাবে করেন। রাজাকার এর বিচার কে না চায় বাংলার প্রতিটি ঘরের মানুষ রাজাকার এর ফাঁসি চায় । কিন্তু তা হতে হবে নির্দলীয় । বলতে পারেন ? ৭১ এ ২ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে শধু মাত্র এই কয়েক জন মানুষ ??? যদি বলেন না আরও আছে রাজাকার, তো তারা কোথায় তাদের বিচার কোন আদালতে হচ্ছে ? আজ আমাদের দেশের যে পরিস্থিতি এর জন্নে কারা দায়ী আওয়ামিলিগ নাকি শিবির ? এর উত্তর পাওয়া যাবে না কারন এর জন্নে আমরাই দায়ী। সামান্য কিছু টাকার জন্নে সবাই নিজের ভোট বিক্রি করে দেয়, যার পরিনাম আজ এই রক্তাতক্ত বাংলাদেশ । যারা অনলিনে লিখালিখি করেন তাদের কে বলি কোন দলের জন্নে নয় বাংলা দেশের জন্নে লিখেন বাংলার নিপীড়িত মানুষের জন্নে লিখেন । যত দিন না বাংলার সাধারন মানুষ নিজের অদিকারের জন্নে আন্ধলন না করবে তত দিন আমাদের এই সোনার বাংলা সোনার ছেলেদের রক্তে রঞ্জিত হবে । হাযার ও বোন ধর্ষিতা হবে ।
বীর বাঙ্গালি আবার ও গর্জে উঠ ,
নিজের জন্নে সোনার বাংলার জন্নে ।
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন