শিক্ষক-2

লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ২২ মার্চ, ২০১৩, ০৮:২১:৩৪ সকাল

প্রথম নিয়োগ পত্র পেয়ে যখনই যোগদান করতে গিয়েছি, ঠিক তখনই কলেজের ক্লাশ বন্ধ৤ কারণ দুই দিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা৤ যোগদানের প্রথম দিনে কোন ক্লাশ পেলাম না৤ দুই দিন কলেজে যাওয়া আসাতেই কেটে গেলে তিনদিনের মাথায় পরীক্ষার ডিউটি পড়ল৤সকাল নয়টায় সেজে গুজে সবার আগে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম৤ কলেজের প্রধান ফটকে পুলিশের কড়া পাহারা ঠেলে যেতেই পুলিশ ভাই দিল জোড়ে ধাক্কা, ওই মিয়া যান কই ? আমি ভাবলাম আল্লাহরে এইবার বুঝি মালপাতি চেয়ে বসে৤ না, তা হলো না৤ তবে বলল যান কই? আজ পরীক্ষা জানেন না? আমি বললাম গুরু আমি এই কলেজে পড়ানোর জন্য নিয়োগ পেয়েছি দুই দিন আগে৤ পুলিশ ভাইয়ের অনেক কষ্ট হল এটা বিশ্বাসের জন্য৤ যাই হোক অনেক কষ্টে প্রধান ফটক পার হয়ে ভিতরে গেলাম৤ আমার ডিউটি পড়ল দশ নম্বর কক্ষে ৤ আমার সাথে কক্ষ প্রধান হিসেবে এলেন আমারই সরাসরি শিক্ষক গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব একেএম দেলোয়ার হোসেন স্যার৤ কক্ষে গেলাম যথারীতি পরীক্ষা শুরু হলে, দেখি এক অভূতপূর্ব দৃশ্য৤ সবাই খাতায় নাম লেখার আগেই প্রশ্নের জন্য অপেক্ষা! আর প্রশ্ন যখন পেল তখনত আর এক কেয়ামত৤ সবাই পকেটে, প্যান্টের মধ্যে, জুতার মধ্যে, বেঞ্চের তলায় কঞ্চি দিয়ে ড্রয়ার বানিয়ে, যে যেখানে নকল রাখছে, সেখান থেকেই খুজা খুজি করছে৤ বাইরে অপেক্ষামান হেলপারদের ডাকা ডাকি, সে এক ভয়াবহ দৃশ্য৤ তবে ঘটনা হল, সবার সামনে যার সীট পড়ে তার হল সবচেয়ে সমস্যা৤ কারণ কক্ষে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে তাকে, যার জন্য তার নকল বা বই দেখে লেখার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয় ৤ সবাই যখন লেখায় দারুন ব্যস্ত তখন সামনের সীটের একটি ছাত্র মুখে কলম দিয়ে গুতাচ্ছে ৤ সে কিছু লিখছে না ৤ আমি বললাম কি ব্যাপার ঘটনা কি? লিখছ না কেন? সে একটু কাচুমাচু করে খাতায় লেখার ভান করল ৤ এমন সময় স্যার বললেন বুঝতে পারছি তোর ঘটনা৤ আচ্ছা যা, পিছনের বেঞ্চে যা ৤ ছেলেটি খাতা, প্রশ্ন নিয়ে পিছনে চলে গেল৤ আমি খাতায় সই নিচ্ছি ৤ স্যার একটা পাক দিয়ে আবার যখন পিছনে গেল তখনও দেখি ছেলেটা কিছু লিখেছে না ৤ সবাই যখন মহা উৎসবে, বই পত্র ঘেটে মোটামুটি একটা গবেষণা পত্র তৈরী করে ফেলছে আর তার এই অবস্থা দেখে স্যার তার কাছে গেলেন এবং বললেন কি এখন কি সমস্যা? লেখছো না কেন? সমস্যা কি? ছেলেটা অনেক সাহস করে উঠে দাড়িয়ে বলল, স্যার বই পত্র সব সামনের বেঞ্চের তলে রেখে আসছি নিয়ে আসি? স্যার আমার মুখের দিকে তাকিয়ে লজ্জায়, ঘৃণায়, ক্ষোভে হাটতে হাটতে সামনের দিকে চলে গেলেন৤

বিষয়: বিবিধ

১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File