দুখু মিয়া বনাম রবী টগর
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ১২ মে, ২০১৫, ০৫:৩৮:৪৪ সকাল
![]()
একবার হইল কি?
রবী টগর, দুখু ভাইকে খবর দিলেন জনৈক ব্যক্তি মাধ্যমে এই বলে যে, দুখু মিয়া যেন আমার সাথে দেখা করে খবর পেয়ে দুখু ভাই বলল, ওই টাংসু ফকীর চল ত গিয়ে দেখি, টগর কাহা কেন ডেকেছে আমাদের? পরে আমরা দুইজন গেলাম, টগর কাহার বাড়ীতে
আমাদের দেখে টগর বলল আরে, আস আস দুখু মিয়া, বস বস শুনলাম তুমি নাকি কবি হয়েছ? কেমন কবি হয়েছে তার জন্য ডেকেছি
তা দেখি কেমন কবি হয়েছ? তুমাকে এক সপ্তাহ সময় দিলাম একটা কবিতা লিখে আনবে যার প্রত্যেকটা লাইনের শেষে থাকবে ‘ঘ’
দুখু ভাই বলল, গুরু এক সপ্তাহ কেন এখনই বলি? টগর কাহা আশ্চর্য হয়ে বলল এখনই!
দুখু ভাই বলল জী এখনই
‘ধরিতে ছিলাম মাছ, নদীর ধারে কোন এক শীতের মাঘে,
শিয়ালের দাড়ি দেখে কি ডরায় বাংলার বাঘে?
ওরে বাপরে বাপএ যে দেখছি জাত বাঘ মনে মনে বললেন গুরু
পরে বললেন,
‘কবি নজরুল তুমি করিয়াছ ভুল,
কাটিয়াছ দাড়ি, রাখিয়াছ চুল
সঙ্গে সঙ্গে দুখু ভাই বললেন,
‘‘তুমি বাবা কোন ফকির রাখিয়াছ দাড়ি?
দ্বীন নাই , দ্রোহ নাই তব এমন আনাড়ী’’
টগর কাহার ত মাথায় মাল উঠে গেল আর বলল, আরে… বাপরে… বাপ এ ত দেখি আগুন বরাবর, জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খার করে দিবে?
বাপরে বাপটা কেমন বাপরে বাপ সেইটা বলি
ছাগলকে গলায় দড়ি দিয়ে মাঠে যখন ঘাস খাওয়ার জন্য বেধে রেখে রাখে বাশের ছোট খুটি দিয়ে পরে মাঝে মধ্যে কথনও বৃষ্টি আসলে, বৃষ্টির ফোটা পড়ার সঙ্গে সঙ্গে ছাগল কান্দে, নিলা না… নিলা না…..ম্যা..ম্যা...... আর মারে দৌড়, যেই না মারল দৌড়, গলায় যে দড়ি বাধা সেইটা ত আর খেয়াল নেই দৌড় দিয়েই ঝটকা খেয়ে গলায় দড়ি আটকে যেয়ে পাছা ঘুরে চলে যায় অন্য দিকে আর তখনই ছাগল বলে উঠে, এরে বাপরে…. বাপ টগর কাহা ঠিক তেমনি ছাগলের মত বলে উঠল, আরে বাপরে বাপ
পল্লী কবি জসীম ভাই বলেছিলেন,
কাজী নজরুল ইসলাম,
বাসায় একদিন গেছলাম,
ভায়া লাফ দেয় তিন হাত,
হেসে গান গায় দিন রাত,
প্রাণে ফুর্তির ঢেউ বয়,
ধরায় তার পর কেউ নয়
আমি বললাম গুরু,
খেলা মাত্র শুরু,
বুক কাঁপতেছে দুরু দুরু? কাম হবে না
ও কে ? বলল গুরু দুখু ভাই বলল আমার চাচাত ভাই ওই অ সামান্য কবি আমি বললাম জ্বী, এই ধরেন
‘তুমি যদি তরু হও আমি হব গরু
তুমি যদি মোটা হও আমি হব সরু
এই জাতীয় কবিদুখু ভাই বললের চল যাই
আমি বললাম চলেন,
তা দুখু ভাই, আইছি যখন, একটা কবিতা শুনায়ে যাই, গুরু অত্যন্ত করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে এই আবার কি থেকে কি কয়?, আমি বললাম ,
‘যেখানে দেখিবে নারী,
খুলিয়া দেখিবে শাড়ী,
পাইলেও পাইতে পার রবীন্দ্রনাথের দাড়ি
টগর কাহা কয় তবে রে ….. আমি আর দুখু ভাই দে দৌড়
বিষয়: বিবিধ
৬৫৬৭ বার পঠিত, ৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
কাজী নজরুল ইসলাম,
বাসায় একদিন গেছলাম,
ভায়া লাফ দেয় তিন হাত,
হেসে গান গায় দিন রাত,
প্রাণে ফুর্তির ঢেউ বয়,
ধরায় তার পর কেউ নয়
কবি জসিমউদ্দীন নয়, এটি লিখেছেন কবি গোলাম মোস্তফা।
মজা পাইলাম ব্যাপুক..........!!!
মন্তব্য করতে লগইন করুন