দুটি ছড়া

লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ০৪ আগস্ট, ২০১৪, ০৭:২১:৩৩ সকাল

উন্মাদ বুড়ি



এই বাড়ীর বুইড়া বেডি

ঐ বাড়ী যায়,

পথে একটা মরা ইন্দুর,

দুই হাতে কিলায়৤

কিলাইতে কিলাইতে বুড়ি

দিল কাইট্টা কান

কিসের লাইগ্যা খাইছলি

আমার নাতিন জামাইর ধান?

ইনু কাহা



ইনুরে ইনু

কোথায় যাস?

নদীর ধারে কাটব বাঁশ

বাঁশ কি হবে?

পাছায় দিব

কার পাছায়?

কার আবার?

আমার পাছায়৤

ও আইচ্ছা,

ইনু কাহার পোন্দে বাঁশ

সাব্বাশ সাব্বাশ

ইনু কাহার পোন্দে বাঁশ

সাব্বাশ সাব্বাশ

বিষয়: বিবিধ

১৪৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250667
০৪ আগস্ট ২০১৪ সকাল ১০:২১
ফেরারী মন লিখেছেন : ফালতু কবিতা। মানুষকে বাঁশ দেয়া থেকে বিরত থাকুন।
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:০০
195225
টাংসু ফকীর লিখেছেন : হ আপনার কাছে ত ফালতুই মনে হবে৤ আপনি হইলেন গিয়া ইবলিশেরও বাজান৤ আপনাকে আমি চিনি না, ভাল করেই চিনি৤ আর বাঁশ আর দিতে পারলাম কই? দিতে পারলে ত আইক্যা ওলা বাঁশই দিতাম৤
250690
০৪ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৪
প্রেসিডেন্ট লিখেছেন : Tongue Tongue Tongue
০৫ আগস্ট ২০১৪ রাত ১২:০১
195226
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ জনাব প্রেসিডেন্ট মানে মহামান্য রাষ্ট্রপতি৤

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File