মা’র কাছে চিঠি

লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ১৫ জুলাই, ২০১৪, ০৫:৪৮:৫৯ সকাল

মা, মাগো, মা আমার

কত দিন তোমাকে দেখিনা৤মনে হয় বিশাল পৃথিবী তবুও জনশূন্য৤ এত শূন্যতার মাঝে কি বাস করা যায়?

সকাল হলে কেউ ডাকে না- এই উঠ, হাত মুখ ধুয়ে নাস্তা খাবি, আমার কাছে মনে হয় পৃথিবীর তাবৎ শান্তি আমি ফেলে এসেছি তোমার কোলে৤ আসতে বড় ইচেছ হয়- তোমাকে দেখতে৤ কিন্তু কি করে আসি মা? আমার চার পাশে অজস্র চিৎকারে কান স্তব্ধ হয়ে যাচ্ছে৤

এই সভ্যতার যুগেও এক মুঠো ভাতের জন্য থালা বাড়ায়-চোখ দুটো বড় বড় করে বলে, চাইড্ডা ভাত দিবাইন? এক টুকরো কাপড়, একটু আশ্রয়ও নেই৤ মানুষ নাম নিয়ে এদের সহ আমরা হাস্যকর নই কি মা?

কি জবাব দেব? যিনি আকাশের মালিক তার কাছে? চেচনিয়ার আমার সেই বোন, কাশ্মীরের সেই ভাই, ফিলিস্তিনের সেই আত্নীয়দের নির্যাতনের,সেই দুঃখের ভাগ যদি না নেই তবে কি আমরা মানুষের কাতারে থাকব? আর মানুষের কাতারে না থাকলে আরশের ছায়া কি করে পাব? আমি যে সর্বভুক আগুনের ভয় করি, ভয়ানক ভয়৤

যেখানে এত দুঃখ সেখানে কি বাস করা যায়? যায় না বলেই আমি শামিল হয়েছি সাইয়েদ কুতুবের দলে৤ আমি যদি শহীদ হই, বেহেশতে যাওয়ার আগে অনন্তসত্বাকে বলব, আমার মা কোথায়?

তুমি তখন জান্নাতের দরজায় দাড়িয়ে হাত বাড়িয়ে বলবে এইত আমি বাবা আমি এখানে৤

মাছ ছাড়া নদীতে আমি থাকবনা মা৤ তুমি তখন বিশাল নদী থেকে বৌ মাছ, কাজলী, পাবদা আরও কত কি এনে দিবে৤ তুমি যখন নামাজে দাড়াতে তখন মনে হত মহান আল্লাহর কাছে থেকে আমাদের জন্য তবারক এনে দিবে৤ যখন কোরআন পড়তে তখন মনে হত জান্নাতের গানে ভরপুর আমাদের ঘর৤

এত শান্তি-প্রশান্তি আর কোথাও নেই৤ তোমার অঞ্জলী ভরা এত মায়া মমতা এত স্নেহ, এই জন্যইত তুমি আমাদের মা৤25.03.95

বিষয়: বিবিধ

১৩৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244766
১৫ জুলাই ২০১৪ সকাল ০৬:৩৮
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার মনের নিদারুন ইচ্ছেগুলো মায়ের চিঠিতে দারুণ ভাবে ফুটে উঠেছে। আমাদের সবার রক্তক্ষরণ হচ্ছে আজ। কিন্তু কেউ বের হচ্ছেনা। কারণ, ঐযে মোহ আমাদের শক্তিকে আড়ষ্ট করে ফেলেছে। বন্দী হয়ে আছি আপনার ঘরে।

ধন্যবাদ।
২০ জুলাই ২০১৪ সকাল ০৮:০৫
191098
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ জনাব মজুমদার ভাই আপনাকে৤ আমার মা আমাদের জন্য যে রকম অনুভব করে তেমনি করে ফিলিস্তিনের মায়েরা৤ কিন্তু মা হারা ফিলিস্তিনি ছেলেরা কিভাবে দিন কাটাচ্ছে আল্লাহই জানেন৤
244782
১৫ জুলাই ২০১৪ সকাল ০৮:১৩
সন্ধাতারা লিখেছেন : It is really heart touching writing. Jajakalla khairan.
২০ জুলাই ২০১৪ সকাল ০৮:০৬
191099
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ জনাবা সন্ধ্যাতারা৤ আমি আমার মা,কে খুব ভালবাসি৤
244786
১৫ জুলাই ২০১৪ সকাল ০৮:৩৮
বাজলবী লিখেছেন :
এত শান্তি-প্রশান্তি আর কোথাও নেই৤ তোমার অঞ্জলী ভরা এত মায়া মমতা এত স্নেহ, এই জন্যইত তুমি আমাদের মা। হূদয়স্পর্শী লেখা। জাজাক অাল্লাহ খায়ের।
২০ জুলাই ২০১৪ সকাল ০৮:০৭
191100
টাংসু ফকীর লিখেছেন : বারাক আল্লাহ জনাব বাজলবী ভাই৤ আমার মা, আমাদের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন৤ তিনি অনেক কষ্ট করেছেন আমাদের জন্য৤ এ জন্য আমার মায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ৤
244943
১৫ জুলাই ২০১৪ রাত ০৮:৪৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মনের কোথায় যেন ভালো লাগায় ছুঁয়ে গেলো!
২০ জুলাই ২০১৪ সকাল ০৮:০৯
191101
টাংসু ফকীর লিখেছেন : বহুত বহুত শুকরিয়া জনাবা মাহবুবা সুলতানা লায়লা আপামনি৤ আমরা মায়ের জাতকে আল্লাহ ও তার রসূলের (স।) জন্য ভালবাসি৤ আমার মা আমাদের কলিজার টুকরা৤ আমরা সবাই আমাদের মা,কে ভালবাসি৤
244948
১৫ জুলাই ২০১৪ রাত ০৮:৫৭
আফরা লিখেছেন : পৃথিবীর যত সুখ-শান্তি সবই মায়ের জন্য ।হৃদয় প্রশান্তি করা লেখা ।
২০ জুলাই ২০১৪ সকাল ০৮:১০
191102
টাংসু ফকীর লিখেছেন : ধন্যবাদ জনাবা আফরা৤ আমরা মা,কে কোন দিন কষ্ট দিব না৤ তিনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এর বরকতেই আমরা অনেক ভাল আছি ইনশাল্লাহ৤

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File