দুর্নিবার সঙ্গীত
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:২৩:১৬ সন্ধ্যা
দুর্নিবার-দুর্নিবার
আমরা দুর্নিবার।
লক্ষ্য প্রাণ জেগেছে-জেগেছে
উঠেছে জোয়ার।
লাঞ্ছনা-বঞ্চনা-গঞ্জনা
যতই আসুক-আসুক
মানিনা মানবনা।
গর্জে উঠুক- গর্জে উঠুক
বদরের হাতিয়ার।
গানে কবিতায়, দুলবে হৃদয়
হাসসানেরই কন্ঠ মোদের
মোদের কিসের ভয়?
বাতিলে গায়ে হানব আঘাত
জ্বলে উঠেছি তাইত এবার।
অন্যায়-অসত্য চরিত্রহীন
ভেঙ্গে চুরে করব রক্ত-রঙ্গীন।
ঊষার প্রভাত আনব মোরা
খুলব মোরা বদ্ধ দুয়ার।
বিষয়: সাহিত্য
১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন