দুর্নিবার
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:১০:২১ সকাল
তনুতে আমার কোমল নারীর স্পর্শের পরিবর্তে, লৌহ নির্মিত লোহিত কণিকা। মানবতার মজ্জায়, মজ্জায় আঘাত হানার সুকৌশল পরিকল্পনা। অগ্নিগিরির মত উত্তপ্ত আমার হৃৎপিন্ডের ধুকধুকানী। যদিও আমার নাভিরুজ্জু অমরার সাথে যুক্ত। তবু ক্ষিপ্র চিতার মত আমার অগ্রযাত্রা অব্যাহত। এমনি হাজার তরুণের সেই মিছিলে আমি মিলিত হয়েছি, শয়তানের চামড়া উপড়ে ফেলার জন্য। বাধা হীন নদীর মত জোয়ার উঠেছে- এর নামইত দুর্নিবার। এ কাফেলা রুখতে পারে সাধ্য কার?
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন