বন্ধু মাসুদ হাসান ও গোলাম সরোয়ার সুযনেষু

লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ৩১ মে, ২০১৪, ০৮:০৪:০৪ সকাল

বন্ধু ড. মো. মাসুদ হাসান, (সাতক্ষীরা), অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, অষ্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, ও ড. গোলাম সরোয়ারকে, বাংলা বিভাগ, (নরসিংদী), যাদের প্রায় ১৮ বৎসর দেখিনা) ২৫তম ব্যাচ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়৤

সুযনেষু,

শুভেচ্ছা, প্রীতি কিংবা ভালবাসা দিয়ে কি হবে? সেই যোগ্যতা এবং অধিকার দুটোই হারিয়ে ফেলেছি৤ ক্ষমা চাওয়ারও সাহস দেখাতে পারছিনা৤ এত কষ্ট কেন বুকে? নিদারুণ যন্ত্রণা, দুঃসহ বেদনা আর সহ্য হয়না৤ শোকে মনে হয় পাথর হয়ে গেছি৤ পৃথিবীর সব অকৃতজ্ঞদের মত, আমিও তাদের দলে যোগ দিয়েছি৤

নায়াগ্রার সেই স্রোত ধারা আর বহে না৤ মেঘলা আকাশে জানালার শিক ধরে কেউ ডাকে না৤ কর্ণফুলি শুকিয়ে গেছে, কি হবে আর নদীর তীরে হেটে?

বন্ধু আমার, নীলাভ চোখে তাকিয়ে একবার মাত্র একবার মনে করিও প্রশান্ত মহাসাগর বুকে নিয়ে আমিও ভালবেসে ছিলাম; মরুভূমিতে সুবজ ঘাসের বাগান করেছিলাম; দার্জিলিং এ দাড়িয়ে মেঘের সাথে কথা বলেছিলাম; গভীর রাত্রে পাশাপাশি বসে জোৎস্না দেখেছিলাম; বঙ্গোপসাগরের ঢেউ আমাদের ডাক দিত; হাত ছানি দিয়ে সম্মোহিত করত৤ এই সব কিছু কেমনে ভুলে গেলাম সখা? আমি মানুষ নই ; অন্য কোন গ্রহের বাসিন্দা; আমাকে অভিশাপ দিও, যেন জ্বলে জ্বলে খাক হয়ে যাই৤ বাতাসে খাক হয়ে মিশে মিশে শকুনার কাছে যেতে পারি, যদিও শকুনাদের কাছে যেতে পারবনা কোনদিনও৤ কোন অবসরে মনে রাখিও কিংবা নাই রাখলে , এক জীবনে আর কতই বা মনে রাখবে?

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228581
৩১ মে ২০১৪ সকাল ১০:১২
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
229717
০২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
টাংসু ফকীর লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। সকল বন্ধুদের জন্য মন কাঁদে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File