হাসিনা বু’র একটি দুর্লভ সংগ্রহ

লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ০২ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৭:৪১ সকাল



হাসিনা বু আমার দুই বছরের বড় ৤ কিন্তু ছাত্রী ছিল মাশাল্লাহ সেই রকম তুখ্খার৤ পঞ্চম শ্রেণীতে দুইবার ফেল করেছিল৤ কিন্তু হলে কি হবে? মজিবর কাহা’র পুরি৤ মজি কাহা অইল অনেক বড় নেতা৤ তার পুরিরে প্রমোশন না দিয়ে পারে এমন সাধ্য কার ? দুইবার ফেল করাতে হাসিনা বু আমাদের ক্লাশমেট হয়ে গেল৤ হাসিনা বু’র মা, মানে আমাদের চাচী একবার কইল হাসুরে বৃত্তি দেওয়াবে, সেই জন্য সে কি পড়া শুনা৤ সারারাত জেগে কুদ্দুস ভাইকে খালি চিঠি লিখত যাতে এক পাতার মধ্যে বানান ভুল থাকত দেড় হাজার৤

একবার মজিবর আর ইলিয়াস হাসিনা বু’কে বিয়ে করবে বলে দুই জনে সে কি মারা-মারি৤ ইলিয়াস কয় হাসিনারে আমি বিয়া করমু আর মজিবর কয় আমি৤ পরে জগলু দৌড়ে গিয়ে হেড স্যারকে দিল বিচার৤ স্যার মজিবর আর ইলিয়াস মারা-মারি বাজাইসে৤

কেন? স্যার জিজ্ঞেস করল , দুইজনেই হাসিনা বু’কে বিয়া করবার চায়৤ স্যার শুনে একটা বেত নিয়ে এসে এমন মাইর দিল ৤ তর বাপেই ত এখনো বিয়া কইরা সারে নাই৤ তুই বিয়া করবার চাস?

যাই হোক হাসিনা বু বৃত্তি দিব বইলা স্কুলে বিশেষ যত্ন৤ আর বার্ষিক পরীক্ষায় রচনা লেখল গরু সম্পর্কে৤

অনেক দিন পরে মজিবর যখন শিক্ষক হইল সেই স্কুলের, কি ভাবে জানি কোথায় সংরক্ষিত ছিল, সেইখান থেকে হাসিনা বু’র সেই ঐতিহাসিক গরু রচনা বের করে আনল৤

সম্মানীত পাঠক আপনাদের অবগতির জন্য এইটা দেখানোর ব্যবস্থা করলাম৤ দোয়া কইরেন৤



(হাসিনার বু’র লেখা গরু রচনার অনুবাদ)

৫নং প্রশ্নের উত্তর

গরু রচনা

গরু একটি উপকারী প্রাণী৤ গরুর ৪টি পা থাকায় কোন হাত নাই৤ গরুর ২টি চোখ ১টি নাক ২টি কান কিছু দাত একটি গাল এবং লেজের আগায় ও নাকে কিছু চুল আছে৤ গরুর মাথা থেকে সব গরুর গোসত, পাছার গোসত একটু দামী, রানের মাংস বেশী দামী, ও বুকের মাংস কম দামী হয়৤ গরু সাধারনত তিন প্রকার হয়৤ বিবিন্ন গরু বেশী গরম হয় বলে নাকে নাকাল লাগাতে হয়৤ বলদ গরু শানত হয় আর গাই গরু শুধু গরুর বাইচ্চা জন্ম দেয়৤ গাই গরু সাধারনত মেয়ে গরু হয়৤ গরুর গোবর এবং পেশাব জমিকে উর্বর করে৤ গরু লোকসংখ্যা কমাতে সাহাইয্য করে৤ কারণ গরুর গোসত খেয়ে হার্ট এটেক, এসটোরোক ও এলারজি হয়ে মানুষ মারা যায়৤ গরুর রিন আমরা কখনও শোধ করতে পারব না৤ আল্লাহ সব গরকে বেহেশত নসিব করুক৤

বিষয়: বিবিধ

২০৭৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158280
০২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৭
আবু নাইম লিখেছেন : জোস হইজে, অনেক কষ্টের মাঝে একটু বিনোদোন।।।
১২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪২
115845
টাংসু ফকীর লিখেছেন : মিয়া ভাই বিনোদন নয় ঘটনা সত্য।
158283
০২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২২
বিনোদন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪২
115846
টাংসু ফকীর লিখেছেন : ঘটনা অতি সত্য জনাব বিশ্বাস করেন।
158289
০২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৬
১২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৩
115847
টাংসু ফকীর লিখেছেন : মিয়া ভাই যদি মিছা কথা কই তাইলে বাদুড়ের গু খাই।
158295
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৫
হতভাগা লিখেছেন : ''(হাসিনার বু’র লেখা গরু রচনার অনুবাদ)''

অনুবাদ কেন ? উনি তো বাংলাতেই লিখেছে আর আপনিও বাংলাতেই দিছেন । অনুবাদ হইল কেমনে ?

কার না কার লেখা হাসুবুর নামে চালাইতাছেন ।

পুরাই ফাউল পোস্ট ।
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
113040
শফিউর রহমান লিখেছেন : হাসু বুবুর প্রতি আপনার এতো দরদ যে, পোষ্টটাকেই ফালতু বলে দিলেন?
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৯
113102
হতভাগা লিখেছেন : উনি ওয়াদার চেয়ে বেশী উন্নয়ন করেছেন
১২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৫
115848
টাংসু ফকীর লিখেছেন : আপনার নামও হতভাগা, আপনি আসলেই হতভাগা। মিয়া সত্যি কথা কইলে এমনই মনে হয়। কইলাম না হাসিনা বু আমার মা'র পেটের সুদ্দর খালাতো বোন।
১২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৬
115849
টাংসু ফকীর লিখেছেন : আপনার নামও হতভাগা, কামেও হতভাগা, ওয়াদার চেয়ে বেশী উন্নয়ন করছেন। ঘটনা সত্য তবে আমাদের দেশের না ভারতের। হতভাগা ভাই।
১২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৮
115850
টাংসু ফকীর লিখেছেন : জনাব শফিউর রহমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে হতভাগা ভাইদের দরদ হাসুবুর প্রতি নয়, দরদ হইল ভারতের প্রতি, এইটার রহস্য আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ বলতে পারবেনা ।
158422
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫১
চিরবিদ্রোহী লিখেছেন : ভাই সত্য কইলেন না হাকায়া গেলেন?
১২ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৪৯
115851
টাংসু ফকীর লিখেছেন : ঈমানে কইতাছি ভাই ঘটনা একবারে ২০০% সত্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File