শেখ হাসিনাকে সংবর্ধনা ও ধিক্কার

লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:১০:০০ সকাল



সম্মানীত পাঠক, আজ একটু আগে নিউইয়র্ক সময় সন্ধ্যা ৮.০০ টায় ম্যানহাটানের হিলটন হোটেলে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আম্লীগ সংবর্ধনা দেয়৤ ১৪০ জন সফর সঙ্গী নিয়ে, জাতিসংঘের মাহসচিব বান কি মুনের আমন্ত্রণে এক বিশাল প্রমোদ ভ্রমনের আয়োজন করার জন্য৤ যাতে শুধু হোটেল ভাড়া বাবদ গুনতে হয়েছে ৫ লক্ষ পঁচিশ হাজার ডলার৤ আর প্রতি দুইজনের জন্য একটি করে কালো গাড়ি অর্থ্যাৎ ৭০টি গাড়ী, যার ভাড়া প্রতি দিন ৮০০ ডলার করে, যেখানে জাতি সংঘ সদর দপ্তর থেকে হোটেলের পথ মাত্র ৩ ব্লক মানে ৩০০ মিটার৤ ৪২স্ট্রিট আর ১এভিনিউ তে জাতিসংঘ সদর দপ্তর আর ৪২স্ট্রিট আর লেক্সিংটন এভিনিউ এর উপর গ্র্যান্ড হায়াত হোটেল যেখানে সম্মানীত মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে৤ হেটে গেলে লাগে মাত্র ৩ মিনিটি থেকে ৫মিনিট৤ আর অন্যান্য খরচ কি পরিমানে তা আল্লাহ পাক ছাড়া আর কেউ বলতে পারবেনা৤



ড. মোমেন ভাই জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি, তার মনে করেন পোয়া বারো৤ সাথে চামচাদের কিছু উচ্ছিষ্ট দিয়ে নিজের ভুরি ভোজ৤ কনস্যুলেটের কর্মকর্তারও মোটামুটি৤



আর এরা যে এখানে কি করতাছে তা না দেখলে বোঝাতে পারবনা৤ গ্রামের বিয়ে বাড়ীতে অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত লোকেরা গেলে যেমন করে, এর বাড়ীর ডাব চুরি করে ওর পেয়ারা পেরে খায়৤ ওর গাছের আম ছিড়ে ঠিক অনেকটা এরকম৤ রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে সিগারেট খায় এ জন্য কয়েকবার সিকিউরিটি ১০-১২জনকে লবি থেকে বের করে দিয়েছে৤ এরা রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে ইয়ার্কি করে এর উপর উই ওর উপর সে গড়িয়ে পড়ছে৤ হাসাহাসি করছে৤ সে এক এলাহি কান্ড৤



অপর দিকে ইসলামের জন্য যাদের ভালবাসা আছে, দেশের জন্য যাদের ভালবাসা আছে, যারা মানুষকে ভালবাসে তারাও হাসিনাকে ধিক্কার কম দেয়নি৤ আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করছে প্রতিনিয়ত৤ মহুর্মূহু শ্লোগানে আকাশ বাতাস একাকার করে ফেলেছে৤ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে অমানুষিক নির্যাতন আর যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের বিচার বা বিচারের নাটক করে দিনের পর দিন যেভাবে কনডেম সেলে রেখে নির্যাতন করছে তার জন্য শেখ হাসিনার কলিজার মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে৤ শেখ হাসিনার প্রেসার বাড়িয়ে দিয়েছে আর পালপিটিশন শুরু হয়েছে ৤ আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে? ছেলে, বুড়ো, মহিলা, পুরুষ , আবালবৃদ্ধবণিতা এক সাথে জড়ো হয়ে হিলটন হোটেলের সামনে শেখ হাসিনার সংবর্ধনা স্থলের সামনে দুনিয়া একাকার করে ফেলেছে৤ শেখ হাসিনার অনুষ্ঠানের চেয়ে কয়েক গুন বেশি মানুষ উপস্থিত হয়েছে তাকে ভৎর্সনা করতে৤



আর শেখ হাসিনার সেই প্রথাগত, গদ বাধা একই বক্তব্য যা আর ব্যাখা করার প্রয়োজন নাই৤ অসম্ভব মিথ্যাবাদী একজন মহিলা প্রধান মন্ত্রী ভাবতেও অবাক লাগে৤ কি সুন্দর করে যে মিথ্যা কথা বলে? সে এক মহা আশ্চর্য্য!

এবার অবশ্য একটা কাজ ভাল হয়েছে৤ বিম্পি মোটামুটি একটু অগ্রসর হয়েছে৤ বিম্পি ‘বিএনপি’ এর মতো আচরন করার চেষ্টা করেছে৤ কয়েক জন হলেও খানিক ক্ষন চিৎকার চেচামেচি করার চেষ্টা করেছে আমরা এতেই খুশি৤



বিষয়: বিবিধ

১৯১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File