এখন ভালবাসা মানে
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ০৮ আগস্ট, ২০১৩, ১১:০৬:৪০ সকাল
ভালবাসা ছাড়া মানুষ বাঁচে কিভাবে ? জানিনা
কিন্তু ভালবাসা বুঝে কয় জনে?
এখন ভালবাসা মানে প্রথম দিনে হাত ধরা,
দ্বিতীয় দিনে চুমু খাওয়া এবং পরের দিন সরাসরি বিছানায়
এখন ভালবাসা মানে কলা ভবনের সামনে ভাসমান পতিতার মত জড়াজড়ি করা
এখন ভালবাসা মানে লেনদেনের হিসাব, চাইনিজ খাওয়া, বাড়ী-গাড়ীর হিসেবে মন কোথায় যে হারিয়ে যায়?ভালবাসা কোথায় যে হারিয়ে গেল?
লাইলির প্রেম এখন রূপকথা, শিরীর প্রেম কল্পনা শুধু ভালবাসার জন্য সিংহাসন ছেড়ে দেয়া বাহুল্য আলাপচারিতা মনে হয়
মমতাজের প্রেম মনে হয় তাজমহলেই আবদ্ধ ভালবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নেয়া হাস্যকর ব্যাপার
আহা ভালবাসা,
কবে তুমি আবার আনার কলি-সেলিমের মত প্রেম নিয়ে আসবে আমাদের সবার হৃদয়ে, কবে? ২২-০৯-৯৭ইং
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন