উত্তপ্ত সিলেট: পীরমহল্লায় ৬ জামায়াত নেতার বাসায় আগুন, দর্শনদেউড়ীতে গোলাগুলি, এমসি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ
লিখেছেন লিখেছেন সুরমা পারের মাঝি ৩১ মার্চ, ২০১৩, ০৬:৫৫:২১ সন্ধ্যা
একাধিক ঘটনায় রোববার দুপুরে সিলেট নগরী আকস্মিক ভাবে উত্তপ্ত হয়ে উঠে এবং সাধারণ লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দর্শন দেউড়িতে জামায়াত শিবিরের মিছিল, ছাত্রলীগ ক্যাডার পাঙ্গাসকে ধাওয়া এবং এর জের ধরে ৬ জামায়াত নেতার বাসায় অগ্নিসংযোগ ছাড়াও এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট নগরীর পীর মহল্লার হাফিজ আব্দুল হাই হারুনের বাসাসহ সেখানকার অন্তত ৬টি বাসায় আগুন দিয়েছে সরকারি দলের ক্যাডাররা। হারুনের ছাড়াও তারা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, শাহপরান জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম, ভাইস প্রিন্সিপাল আবু সালেহ মুসা, সেখানকার একটি অ্যাম্বুলেন্স সার্ভিসের মালিক মুজিবুর এবং ওয়ার্ড জামায়াতের সভাপতি ওলিউর রহমানের বাসায় আগুন দেয়। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রলীগ ক্যাডার পাঙ্গাসের নেতৃত্বে এসব বাসায় পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে
বিস্তারিত নিচের লিংক এ http://www.facebook.com/l.php?u=http://www.sylhetbarta.com/newsdetail/detail/199/5840&h=9AQGa4t60AQG8dCxA12fS7OE8qSH7FcjX5O3Qvr93BKixmw&s=1
এছারা আর ও
https://www.facebook.com/photo.php?v=315853671875756&set=vb.100003533760563&type=2&theater
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন